বড় ভালো লোক ছিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বড় ভালো লোক ছিল
পরিচালকমোহাম্মদ মহিউদ্দিন[১]
শ্রেষ্ঠাংশেরাজ্জাক
প্রবীর মিত্র
সাইফুদ্দিন
অঞ্জু ঘোষ
সুরকারআলম খান[২]
পরিবেশকশাওন সাগর ফিল্ম
মুক্তি১৯৮২
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

বড় ভালো লোক ছিল ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র[৩] বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন[৪] ছবিটি পরিচালনা করেছেন । ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, প্রবীর মিত্র, অঞ্জু ঘোষ, সাইফুদ্দিন আহম্মেদ ।

ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক (১৯৮২) পুরস্কার লাভ করেন।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সম্মাননা[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার[সম্পাদনা]

১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রটি মোট ৫টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার লাভ করে।

  • বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতাঃ রাজ্জাক ১৯৮২
  • বিজয়ী শ্রেষ্ঠ পরিচালকঃ মহিউদ্দীন ১৯৮২[২]
  • বিজয়ী শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতাঃ প্রবীর মিত্র ১৯৮২[২]
  • বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকঃ আলম খান ১৯৮২ [২]
  • বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাঃ সৈয়দ শামসুল হক 1982[২]
  • বিজয়ী সেরা গায়কঃ এন্ড্রু কিশোর ১৯৮২[২]

সংগীত[সম্পাদনা]

সাউন্ড ট্র্যাক[সম্পাদনা]

এই চলচ্চিত্রের গানের গীতিকার ছিলেন সৈয়দ শামসুল হক[৫] আলম খান এই চলচ্চিত্রের সকল গানের সুরকার ছিলেন।

ট্র্যাক গান কন্ঠশিল্পী নোট
হায়রে মানুষ রঙ্গীন ফানুস এন্ড্রু কিশোর
আমি চক্ষু দিয়া দেখতে ছিলাম এন্ড্রু কিশোর ও সৈয়দ আব্দুল হাদী
এলাহি আলামিন আল্লাহ বাদশা এন্ড্রু কিশোর ও সৈয়দ আব্দুল হাদী
তোরা দেখ দেখরে চাহিয়া এন্ড্রু কিশোর
চাম্বেলিরও তেল দিয়া কেশ বান্ধিয়া বিপুল ভট্টাচার্য ও শাম্মী আখতার
পাগল পাগল মানুষ গুলা রুনা লায়লা

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দৈনিক আজাদি"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৬ 
  2. "বিডিনিউজ২৪"। ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩ 
  3. "জনপ্রিয় সিনেমা"www.bhorerkagoj.com। ২০২০-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮ 
  4. "হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরালেই ঠুস || ছটকু আহমেদ"Risingbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৫ 
  5. "গানে ও চলচ্চিত্রে অনিবার্য সৈয়দ হক : ফরিদ আহমদ দুলাল"www.bhorerkagoj.com। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮