ফুটবল ক্লাব ইস্ত্রা ১৯৬১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইস্ত্রা ১৯৬১
পূর্ণ নামনগোমেতনি ক্লুব ইস্ত্রা ১৯৬১
ডাকনামভেরুদেজি
জেলেনো-জুতি (সবুজ-হলুদ)
সংক্ষিপ্ত নামআইএসটি
প্রতিষ্ঠিত১৯৬১; ৬৩ বছর আগে (1961)
মাঠস্তাদিওন আলদো দ্রসিনা
ধারণক্ষমতা৯,৮০০[১]
মালিকবাস্কোনিয়া - আলাভেস গ্রুপ
ম্যানেজারক্রোয়েশিয়া ইভান প্রেলেৎস
লিগক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ
২০১৮–১৯৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

নগোমেতনি ক্লুব ইস্ত্রা ১৯৬১ (ক্রোয়েশীয়: Nogometni Klub Istra 1961, ইংরেজি: NK Istra 1961; এছাড়াও ফুটবল ক্লাব ইস্ত্রা ১৯৬১, এফসি ইস্ত্রা ১৯৬১ অথবা শুধুমাত্র ইস্ত্রা ১৯৬১ নামে পরিচিত) হচ্ছে ইস্ত্রিয়া ভিত্তিক একটি ক্রোয়েশীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ক্রোয়েশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি ইস্ত্রা তাদের সকল হোম ম্যাচ ইস্ত্রিয়ার স্তাদিওন আলদো দ্রসিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৯,৮০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভান প্রেলেৎস। ক্রোয়েশীয় রক্ষণভাগের খেলোয়াড় মারিন গ্রুয়েভিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]

ঘরোয়া ফুটবলে, এফসি ইস্ত্রা এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ক্রোয়েশীয় দ্বিতীয় ফুটবল লীগ এবং ২টি ক্রোয়েশীয় তৃতীয় ফুটবল লীগ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

বিজয়ী (২): ২০০৩–০৪, ২০০৮–০৯
বিজয়ী (১): ২০০০–০১
রানার-আপ: ২০০২–০৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Stadion Aldo Drosina - NK Istra 1961"www.nkistra1961.hr। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮ 
  2. "ফুটবল ক্লাব ইস্ত্রা ১৯৬১: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ফুটবল ক্লাব ইস্ত্রা ১৯৬১ টেমপ্লেট:ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ