প্রশান্ত (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রশান্ত
জন্ম
প্রশান্ত তিয়াগরজন

(1973-04-06) ৬ এপ্রিল ১৯৭৩ (বয়স ৫১)[১]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, ব্যবসায়ী
কর্মজীবন১৯৯০-২০০৬

প্রশান্ত হচ্ছেন ভারতের একজন তামিল চলচ্চিত্র অভিনেতা। ১৯৯০ সালের চলচ্চিত্র 'ভাইগাছি পোরানতাচু' ছিলো তার অভিনীত প্রথম চলচ্চিত্র। তার বাবা তিয়াগরজনও একজন অভিনেতা ছিলেন যিনি আবার তামিল চলচ্চিত্র পরিচালনাও করেছেন। নব্বইয়ের দশকেই প্রশান্ত নামকরা পরিচালক বলু মহেন্দ্র পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, এছাড়াও তিনি মণি রত্নমের চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়ে গিয়েছিলেন। ঐশ্বর্যা রায়ের সঙ্গে প্রশান্ত জিন্স (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয় করে একজন পরিচিত নায়কের মর্যাদা পেয়ে যান।

প্রশান্ত হচ্ছেন তামিল চলচ্চিত্রের আরেক অভিনেতা বিক্রমের চাচাত ভাই।[২] প্রশান্ত এখন আর অভিনয়ে সক্রিয় নন এবং তিনি চেন্নাইয়ের একটি শপিং মলে বড় একটি দোকান চালান কর্মচারী দিয়ে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]