তরুণ কুমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তরুণ কুমার চট্টোপাধ্যায়
তরুণ কুমার
জন্ম
তরুণ কুমার

(১৯৩১-০২-২৪)২৪ ফেব্রুয়ারি ১৯৩১
মৃত্যু২৭ অক্টোবর ২০০৩(2003-10-27) (বয়স ৭২)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
দাম্পত্য সঙ্গীসুব্রতা চট্টোপাধ্যায় (বি. ১৯৬২)[১]
সন্তানমনামি/ঝিমলি বন্দ্যোপাধ্যায় (বিয়ের আগে চট্টোপাধ্যায়)
পিতা-মাতা
  • সাতকড়ি চট্টোপাধ্যায় (পিতা)
  • চপলা দেবী (মাতা)
আত্মীয়উত্তম কুমার (ভাই)
বরুণ চট্টোপাধ্যায় (ভাই)
সৌরভ বন্দ্যোপাধ্যায় (নাতি)[২]

তরুণ কুমার চট্টোপাধ্যায় (২৪ ফেব্রুয়ারি ১৯৩১ - ২৭ অক্টোবর ২০০৩) ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা। তিনি অভিনেতা উত্তম কুমারের ছোট ভাই। বহু চলচ্চিত্রে সফলভাবে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তরুণ কুমার ১৯৩১ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অভিনেতা উত্তম কুমারের ছোট ভাই। তরুণ কুমার সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। আশুতোষ কলেজে ভর্তি হলেও পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পেশাগত জীবনে তিনি কয়েকদিন ম্যাকলিড কোম্পানি, মেট্রো সিনেমা এবং তারপর বার্ন কোম্পানিতে কাজ করেছিলেন। তরুণ কুমার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকদের মধ্যে তার ডাকনাম 'বুড়ো' নামেও পরিচিত ছিলেন। ১৯৬২ সালে তিনি সহ-অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। তাদের একজন কন্যা সন্তান রয়েছেন। তার নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ও একজন অভিনেতা।[৩]

মৃত্যু[সম্পাদনা]

তরুণ কুমার ২০০৩ সালের ২৭ অক্টোবর কলকাতায় ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৪]

অভিনীত চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

  • ১৯৯৯ - দায় দায়িত্ব
  • ১৯৯৮ - মনের মতো মন
  • ১৯৯৮ - রণক্ষেত্র
  • জীবন - সন্ধান ১৯৯৭
  • ১৯৯৬ - দামু
  • ১৯৯৫ - সংঘর্ষ
  • ১৯৯৩ - পৃথিবীর শেষ স্টেশন
  • ১৯৯২ - পেন্নাম কলকাতা
  • ১৯৯১ - পতি পরম গুরু
  • ১৯৯১ - অভাগিনী
  • ১৯৯১ - নীলিমায় নীল
  • ১৯৯১ - নবাব
  • ১৯৯১ - ম্যায় ফির আউঙ্গা
  • ১৯৯০ - রক্তঋণ
  • ১৯৮৯ - ছন্দনীড়
  • ১৯৮৯ - মহাপীঠ তারাপীঠ
  • ১৯৮৯ - অঘটন আজও ঘটে
  • ১৯৮৮ - তুমি কত সুন্দর
  • ১৯৮৮ - কিডন্যাপ
  • ১৯৮৭ - আবির
  • ১৯৮৭ - স্বর্ণময়ীর ঠিকানা
  • ১৯৮৭ - রাজ পুরুষ
  • ১৯৮৭ - নিশিবাসর
  • ১৯৮৬ - ডাক্তার বউ
  • ১৯৮৬ - স্বর্গ সুখ
  • ১৯৮৫ - তিল থেকে তাল
  • ১৯৮৫ - বৈকুণ্ঠের উইল
  • ১৯৮৪ - শোরগোল
  • ১৯৮৪ - সূর্য তৃষ্ণা
  • ১৯৮৩ - প্রতিদান
  • ১৯৮৩ - রাজেশ্বরি
  • ১৯৮৩ - সাগর বলাকা
  • ১৯৮৩ - সংসারের ইতিকথা
  • ১৯৮২ - ইমন কল্যাণ (উপেন চক্রবর্তী)
  • ১৯৮২ - মা ভবানী মা আমার
  • ১৯৮১ - মা বিপদ তারিণী চণ্ডী
  • ১৯৮১ - খেলার পুতুল
  • ১৯৮১ - পাহাড়ি ফুল
  • ১৯৮০ - বন্ধন
  • ১৯৮০ - পাকা দেখা
  • ১৯৮০ - পঙ্খীরাজ
  • ১৯৮০ - সন্ধি
  • ১৯৭৮ - লাল কুঠি
  • ১৯৭৮ - ধনরাজ তামাং
  • ১৯৭৮ - প্রণয় পাশা
  • ১৯৭৮ - দুই পুরুষ
  • ১৯৭৭ - দিন আমাদের
  • ১৯৭৭ - স্বাতী
  • ১৯৭৭ - বেহুলা লক্ষ্মীন্দর
  • ১৯৭৭ - গোলাপ বৌ
  • ১৯৭৭ - ছোট্ট নায়ক
  • ১৯৭৭ - সব্যসাচী (শশী)
  • ১৯৭৬ - চাঁদের কাছাকাছি
  • ১৯৭৬ - দম্পতি
  • ১৯৭৬ - নিধিরাম সর্দার
  • ১৯৭৬ - মোহনবাগানের মেয়ে
  • ১৯৭৬ - অজস্র ধন্যবাদ
  • ১৯৭৬ - সেই চোখ
  • ১৯৭৬ - সুদূর নীহারিকা (সুরেশ্বর মজুমদার)
  • ১৯৭৫ - অপরাজিতা
  • ১৯৭৫ - চামেলি মেমসাব
  • ১৯৭৫ - সন্ন্যাসী রাজা (জগজীবন)
  • ১৯৭৫ - বাঘ বন্দী খেলা
  • ১৯৭৫ - প্রিয় বান্ধবী
  • ১৯৭৫ - তিন পরি ছয় প্রেমিক
  • ১৯৭৫ - ছুটির ফাঁদে
  • ১৯৭৫ - অগ্নীশ্বর
  • ১৯৭৪ - শজারুর কাঁটা
  • ১৯৭৪ - ফুলেশ্বরী
  • ১৯৭৪ - রোদনভরা বসন্ত
  • ১৯৭৪ - যদি জানতেম
  • ১৯৭৪ - আলোর ঠিকানা
  • ১৯৭৪ - রক্ততিলক
  • ১৯৭৪ - মৌচাক
  • ১৯৭৩ - দুরন্ত জয়, জীবন রহস্য
  • ১৯৭৩ - কায়াহীনের কাহিনী
  • ১৯৭৩ - সোনার খাঁচা
  • ১৯৭৩ - রৌদ্র ছায়া
  • ১৯৭৩ - রাতের রজনীগন্ধা
  • ১৯৭৩ - বসন্ত বিলাপ
  • ১৯৭৩ - আলি বাবা
  • ১৯৭৩ - নিশি কন্যা
  • ১৯৭২ - স্ত্রী
  • ১৯৭২ - হার মানা হার
  • ১৯৭২ - অন্ধ অতীত
  • ১৯৭২ - বিরাজ বৌ
  • ১৯৭২ - অপর্ণা
  • ১৯৭১ - ছদ্মবেশী (বিনয়)
  • ১৯৭১ - ধন্যি মেয়ে
  • ১৯৭১ - খুঁজে বেড়াই
  • ১৯৭১ - জননী
  • ১৯৭১ - এখানে পিঞ্জর
  • ১৯৭১ - প্রতিবাদ
  • ১৯৭০ - বিলম্বিত লয়
  • ১৯৭০ - কলঙ্কিত নায়ক
  • ১৯৬৯ - তিন ভুবনের পারে
  • ১৯৬৯ - অপরিচিত
  • ১৯৬৯ - কমললতা
  • ১৯৬৯ - পিতা পুত্র
  • ১৯৬৯ - প্রথম কদম ফুল
  • ১৯৬৯ - সবরমতী
  • ১৯৬৮ - বাঘিনী
  • ১৯৬৮ - চৌরঙ্গী
  • ১৯৬৮ - বৌদি
  • ১৯৬৮ - গড় নসিমপুর
  • ১৯৬৭ - খেয়া
  • ১৯৬৭ - জীবন মৃত্যু
  • ১৯৬৭ - অ্যান্টনি ফিরিঙ্গি
  • ১৯৬৭ - ৮০ তে আসিও না
  • ১৯৬৭ - মিস প্রিয়ংবদা
  • ১৯৬৬ - গৃহ সন্ধানে
  • ১৯৬৬ - শঙ্খ বেলা
  • ১৯৬৬ - কাল তুমি আলেয়া (অমিতাভ ঘোষ)
  • ১৯৬৬ - জোড়াদিঘির চৌধুরী পরিবার
  • ১৯৬৬ - শুধু একটি বছর
  • ১৯৬৬ - রাজদ্রোহী
  • ১৯৬৫ - অভয়া ও শ্রীকান্ত
  • ১৯৬৫ - ও কে?
  • ১৯৬৫ - জয়া
  • ১৯৬৫ - অন্তরাল
  • ১৯৬৪ - জীবন কাহিনী
  • ১৯৬৪ - অগ্নিবন্যা
  • ১৯৬৪ - বিভাস
  • ১৯৬৩ - সাত পাকে বাঁধা
  • ১৯৬৩ - সূর্য শিখা
  • ১৯৬৩ - বাদশা
  • ১৯৬৩ - ত্রিধারা
  • ১৯৬৩ - ভ্রান্তি বিলাস
  • ১৯৬৩ - দেয়া নেয়া
  • ১৯৬৩ - শেষ অঙ্ক
  • ১৯৬২ - দাদা ঠাকুর
  • ১৯৬২ - ধুপ ছায়া
  • ১৯৬২ - বানারসি
  • ১৯৬২ - কাঁচের স্বর্গ
  • ১৯৬২ - মায়ার সংসার
  • ১৯৬১ - দুই ভাই
  • ১৯৬১ - সাথি হারা
  • ১৯৬১ - সপ্তপদী
  • ১৯৬১ - ঝিন্দের বন্দী
  • ১৯৬১ - আশায় বাঁধিনু ঘর
  • ১৯৬০ - চুপি চুপি আসে
  • ১৯৬০ - হাত বাড়ালেই বন্ধু
  • ১৯৬০ - কুহক
  • ১৯৬০ - মায়া মৃগ
  • ১৯৬০ - রাজা সাজা
  • ১৯৬০ - শহরের ইতিকথা
  • ১৯৫৯ - পার্সোনাল অ্যাসিস্টান্ট
  • ১৯৫৯ - সোনার হরিণ
  • ১৯৫৯ - অগ্নিসম্ভব
  • ১৯৫৯ - দেড়শ খোকার কাণ্ড
  • ১৯৫৮ - ইন্দ্রাণী
  • ১৯৫৭ - জীবন তৃষ্ণা
  • ১৯৫৭ - পুনর্মিলন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bengali actress dead"The Hindu। ২০০৪-০২-২৫। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮ [অকার্যকর সংযোগ]
  2. "Now, Tarun Kumar's grandson in films"। ১১ জানুয়ারি ২০১৭। 
  3. "Now, Tarun Kumar's grandson in films"The Times of India। ২০১৭-০১-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২১ 
  4. "Tarun Kumar dead"Telegraph India। ২০০৩-১২-১৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]