তরুক্ষীর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাছ থেকে তরুক্ষীর আহরণ করা হচ্ছে। ল্যাটেক্স বা তরুক্ষীর হতে রাবার তৈরি করা হয়।

তরুক্ষীর বা ল্যাটেক্স (latex) হল উদ্ভিদের বহু রকম বর্জ্য পদার্থের অবদ্রব (emulsion)।

পেঁপে, আকন্দ, কাঠাল,ডেউয়া, কাঠগোলাপ, দুধিলতা বটগাছ প্রভৃতি গাছের কাণ্ড ভাঙলে বা ক্ষত সৃষ্টি করলে দুধের মত সাদা এই তরুক্ষীর বেরিয়ে আসে। তরুক্ষীরের জলীয় দ্রাবকের মধ্যে অনেক রকমের প্রোটিন, উপক্ষার, রজন, আঠা ইত্যাদির অণু দ্রবীভূত এবং অবলম্বিত অবস্থায় থাকে।এবং এ ধরনের তরুক্ষীর দ্বারা, আধুনিক যুগে কনডম তৈরিতে মূলত তরুক্ষীর থেকে প্রস্তুত করা হয়। তবে কনডম তৈরি ক্ষেত্রে অনেক সময় পলিআরথিন, পলিইসোথ্রিন বা ল্যাম্ব ইনসেসটাইনও ব্যবহৃত হয়।এবং বিভিন্ন রাবার জাতীয় দ্রব্য তৈরি করা হয়।

উদ্ভিদ থেকে সংগ্রহ করা এই আঠাকে কারখানায় প্রক্রিয়া ও বিশোধনের মাধ্যমে শিল্পতে ব্যবহারযোগ্য রাবারে পরিণত করা হয়