ট্যাক্সিক্যাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিলনিউসে ট্যাক্সিক্যাব।

ট্যাক্সিক্যাব বা ট্যাক্সি বা ক্যাব, হচ্ছে একপ্রকার যানবাহন যা পরিবহনের জন্য গাড়ীচালকসহ হায়ার করা করা হয় এবং যেখানে একজন অথবা একদল যাত্রী নিজেদের যাতায়াতের জন্য একবার এটি ব্যবহার করে। একটি ট্যাক্সিক্যাব মিটারের অথবা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে যাত্রীর পছন্দমত যায়গায় তাকে বা তাদেরকে পৌছে দেওয়া ব্যবস্থা করে। বিভিন্ন দেশে ট্যাক্সিক্যাব চেনার জন্য এগুলো সাধারনত হলুদ রঙের হয়ে থাকে। তবে বিভিন্ন জায়গা এবং অঞ্চলভেদে এই রঙের তারতম্য হয়।