টম মুডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টম মুডি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামটমাস ম্যাসন মুডি
জন্ম (1965-10-02) ২ অক্টোবর ১৯৬৫ (বয়স ৫৮)
অ্যাডিলেড, অস্ট্রেলিয়া
ডাকনামশাইন
উচ্চতা২.০০ মিটার (৬ ফুট ৭ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কডেভিড মুডি (ভাইপো)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৪৮)
২৪ নভেম্বর ১৯৮৯ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট৮ সেপ্টেম্বর ১৯৯২ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ৯৮)
৯ অক্টোবর ১৯৮৭ বনাম ভারত
শেষ ওডিআই২৪ অক্টোবর ১৯৯৯ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৫-২০০১ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৯০ওয়ারউইকশায়ার
১৯৯১-১৯৯৯ওরচেস্টারশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ৭৬
রানের সংখ্যা ৪৫৬ ১২১১
ব্যাটিং গড় ৩২.৫৭ ২৩.২৮
১০০/৫০ ২/৩ ০/১০
সর্বোচ্চ রান ১০৬ ৮৯
বল করেছে ৭২ ৪৬৬.১
উইকেট ৫২
বোলিং গড় ৭৩.৫০ ৩৮.৭৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ১/১৭ ৩/২৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/০ ২১/০
উৎস: ক্রিকইনফো, ২০ মার্চ ২০১৫

টমাস ম্যাসন মুডি (ইংরেজি: Tom Moody; জন্ম: ২ অক্টোবর, ১৯৬৫) অ্যাডিলেডে জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে থাকলেও ডানহাতে মিডিয়াম বোলিংয়েও পারদর্শিতা দেখিয়েছেন। এছাড়াও তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলে কোচের দায়িত্ব পালন করেন। শাইন ডাকনামে পরিচিত টমাস মুডি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচের দায়িত্বে রয়েছেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

ছয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার অধিকারী টম মুডি লং ডাকনামে পরিচিত। ১৯৮৫-৮৬ মৌসুমে শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পক্ষে খেলেন। এছাড়াও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ার এবং ওরচেস্টারশায়ার দলে প্রতিনিধিত্ব করেন। তন্মধ্যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ওরচেস্টারশায়ার দলকে বিভিন্ন প্রতিযোগিতায় নেতৃত্ব দেন। আক্রমণাত্মক ব্যাটিং ও দ্রুত রান সংগ্রাহক হিসেবে তার খ্যাতি ছিল। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২০,০০০ রানেরও অধিক সংগ্রহ করেছেন ৬৪ সেঞ্চুরি সহযোগে। এছাড়াও তিনি কার্যকর মিডিয়াম পেস বোলার ছিলেন। ১৯৯১ সালে লিস্ট এ ক্রিকেটে ওরচেস্টারশায়ার কাউন্টি দলের পক্ষে ১,৩৮৭ রান তোলেন।[১] ১৯৯৪ সালে টিম কার্টিসের সাথে লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্নভাবে ৩০৯ রানের ইনিংস খেলেন ও নতুন রেকর্ড গড়েন।[২][৩]

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

১৯৮৯ থেকে ১৯৯২ সালের মধ্যে অস্ট্রেলিয়া দলের পক্ষে ৮টি টেস্টে অংশগ্রহণ করেন। কিন্তু টেস্টের তুলনায় একদিনের আন্তর্জাতিকেই তিনি অধিক সফলকাম হন। তন্মধ্যে তিনবার বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেন। এছাড়াও ১৯৮৭১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে স্টিভ ওয়াহের সাথে খেলেন। [৪][৫]

২০০১ সালে খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেন তিনি। তারপর কোচের দায়িত্ব পালনসহ ওরচেস্টারশায়ার দলের ক্রিকেট পরিচালক নিযুক্ত হন। মে, ২০০৫ সালে শ্রীলঙ্কা দলের কোচ মনোনীত হন। ঐ সময়েই শ্রীলঙ্কা দল ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।

১৪ মে, ২০০৭ তারিখে ওয়াকা কর্তৃপক্ষ মুডিকে ম্যানেজার পদে মনোনীত করে ও পরবর্তী তিন বছরের জন্য ওয়েস্টার্ন ওয়ারিয়র্স দলে তিন বছরের জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৫ সালের অ্যাশেজ সিরিজ চলাকালীন ফিল্ডিং কোচ ও শ্রীলঙ্কায় নিযুক্ত মুডির সহকারী ট্রেভর পেনি তার সহকারী কোচের দায়িত্ব পান।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Most Runs in a Season for Worcestershire"CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১৬ 
  2. "Semi-Final: Surrey v Worcestershire at The Oval, Aug 9, 1994 | Cricket Scorecard | ESPN Cricinfo"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০১ 
  3. "Records | List A matches | Partnership records | Highest partnerships by wicket | ESPN Cricinfo"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০১ 
  4. "A knight to remember"। Cricinfo। ২ অক্টোবর ২০০৩। সংগ্রহের তারিখ ২০০৮-০১-১৮ 
  5. Brenkley, Stephen (১৩ জুন ১৯৯৯)। "World Cup – Long Tom the talisman"The Independent। সংগ্রহের তারিখ ২০০৮-০১-১৮ 
  6. "Moody returns home to coach Retravision Warriors"। ২০০৭-০৫-১৪। ২০০৭-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
টিম কার্টিস
ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট অধিনায়ক
১৯৯৫-১৯৯৯
উত্তরসূরী
গ্রেইম হিক
পূর্বসূরী
জন ডাইসন
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ
২০০৫-২০০৭
উত্তরসূরী
ট্রেভর বেলিস

টেমপ্লেট:মুলতান সুলতানস স্কোয়াড