জিন হ্যাকম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিন হ্যাকম্যান
Gene Hackman
২০১৮ সালে জুন মাসে হ্যাকম্যান
জন্ম
ইউজিন অ্যালেন হ্যাকম্যান

(1930-01-30) ৩০ জানুয়ারি ১৯৩০ (বয়স ৯৪)
পেশাঅভিনেতা, ঔপন্যাসিক
কর্মজীবন১৯৫৬-২০০৪, ২০১৬-২০১৭ (অভিনয়)
১৯৯৯-২০১৩ (ঔপন্যাসিক)
দাম্পত্য সঙ্গীফে মাল্টিজ
(বি. ১৯৫৬; বিচ্ছেদ. ১৯৮৬)

বেটসি আরাকাওয়া (বি. ১৯৯১)
সন্তান

ইউজিন অ্যালেন হ্যাকম্যান (ইংরেজি: Eugene Allen Hackman; জন্ম: ৩০ জানুয়ারি ১৯৩০)[১] হলেন একজন অবসরপ্রাপ্ত মার্কিন অভিনেতা ও ঔপন্যাসিক। প্রায় পাঁচ দশক সময়কালের কর্মজীবনে তিনি পাঁচটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্য ফ্রেঞ্চ কানেকশন চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একটি অস্কার ও আনফরগিভেন চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একটি অস্কার লাভ করেন। এছাড়া তিনি চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার, দুটি বাফটা পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন।

হ্যাকম্যান ১৯৬৭ সালে বনি অ্যান্ড ক্লাইড চলচ্চিত্রে বাক ব্যারো চরিত্রে অভিনয় করে প্রথম খ্যাতি অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার পরবর্তী উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল আই নেভার স্যাং ফর মাই ফাদার (১৯৭০), যার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন; জিমি "পপাই" ডয়েল চরিত্রে দ্য ফ্রেঞ্চ কানেকশন (১৯৭১) ও এর অনুবর্তী পর্ব ফ্রেঞ্চ কানেকশন টু (১৯৭৫); দ্য পসাইডন অ্যাডভেঞ্চার (১৯৭২), দ্য কনভারসেশন (১৯৭৪), সুপারম্যান: দ্য মুভি (১৯৭৮), হুসিয়ার্স (১৯৮৬), এবং মিসিসিপি বার্নিং (১৯৮৮), যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হ্যাকম্যান ১৯৩০ সালের ৩০শে জানুয়ারি ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনো শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ইউজিন এজরা হ্যাকম্যান ও মাতা অ্যানা লিডিয়া এলিজাবেথ (জন্মনাম: গ্রে)।[২][৩] তার এক ভাই রয়েছে, যার নাম রিচার্ড। তার পূর্বপুরুষগণ পেন্সিলভেনিয়া ওলন্দাজ (জার্মান), ইংরেজ ও স্কটিশ ছিলেন। তার মাতা অন্টারিওর ল্যাম্বটনে জন্মগ্রহণ করেছিলেন।[৪][৫] তার পরিবার প্রায়ই বাসস্থান পরিবর্তন করতেন এবং অবশেষে ইলিনয়ের ড্যানভিলে স্থায়ী হন। সেখানে তারা হ্যাকম্যানের ইংরেজ মাতামহী বিয়াট্রিসের বাড়িতে বসবাস করতেন।[৪][৬] হ্যাকম্যানের পিতা স্থানীয় সংবাদপত্র কমার্সিয়াল-নিউজ-এর প্রিন্টিং প্রেসের অপারেটর ছিলেন।[৭] ১৯৪৩ সালে তার পিতামাতার বিবাহবিচ্ছেদ ঘটে এবং তার পিতা পরিবার ত্যাগ করে চলে যান।[৬][৭] হ্যাকম্যান যখন ১০ বছর বয়সী, তখন তিনি অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নেন।[৮]

কর্মজীবন[সম্পাদনা]

হ্যাকম্যানের প্রথম চলচ্চিত্র ছিল ওয়ারেন বেটির সাথে লিলিথ। ১৯৬৭ সালে তিনি পুনরায় বেটির সাথে বনি অ্যান্ড ক্লাইড চলচ্চিত্রে বাক ব্যারো চরিত্রে পার্শ্ব ভূমিকায় অভিনয় করে প্রথম খ্যাতি অর্জন করেন।[৯] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

হ্যাকম্যান আই নেভার স্যাং ফর মাই ফাদার (১৯৭০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরের বছর তিনি দ্য ফ্রেঞ্চ কানেকশন (১৯৭১) চলচ্চিত্রে জিমি "পপাই" ডয়েল চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। এই কাজটির মধ্য দিয়ে তিনি প্রধান অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।[৯]

১৯৮০-এর দশক জুড়ে তিনি প্রধান ও পার্শ্ব চরিত্রে অভিনয় করতে থাকেন। ১৯৮১ সালে তিনি ওয়ারেন বেটি পরিচালিত ও অভিনীত রেডস চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত হুসিয়ার্স (১৯৮৬) চলচ্চিত্রটি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের ২০০৮ সালের ক্রীড়াধর্মী ধারার সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকায় চতুর্থ স্থান অধিকার করে।[১০] তিনি মিসিসিপি বার্নিং (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১১]

১৯৯২ সালে তিনি ক্লিন্ট ইস্টউডের পশ্চিমা ঘরানার আনফরগিভেন চলচ্চিত্রে শেরিফ "লিটল" বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করেন। হ্যাকম্যান প্রতিজ্ঞা করেছিলেন তিনি সহিংস চরিত্রগুলো এড়িয়ে যাবেন, কিন্তু ইস্টউড তাকে এই চরিত্রের জন্য রাজি করান। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন এবং চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gene Hackman"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯ 
  2. "Eugene A Hackman - United States Census, 1930"ফ্যামিলি সার্চ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯ 
  3. "Gene Hackman Biography (1930–)" (ইংরেজি ভাষায়)। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯ 
  4. "Anna Lyda Elizabeth Gray - Canada, Births and Baptisms"ফ্যামিলি সার্চ (ইংরেজি ভাষায়)। ১৩ মে ১৯০৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯ 
  5. "Gene Hackman from Danville in 1940 Census District 92-22"আর্কাইভস.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯ 
  6. নরম্যান, মাইকেল (১৯ মার্চ ১৯৮৯)। "HOLLYWOOD'S UNCOMMON EVERYMAN"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯ 
  7. লেমান, কেভিন (২০০৭)। What Your Childhood Memories Say about You: And What You Can Do about It। Tyndale House Publishers, Inc.। পৃষ্ঠা ১৫৪। আইএসবিএন 1-4143-1186-9 
  8. "GENE HACKMAN LEAST LIKELY TO SUCCEED."ডেজারেট নিউজ (ইংরেজি ভাষায়)। ডেজারেট নিউজ। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯ 
  9. ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও, ২০০১-এ উল্লেখ করেন।
  10. "MAFFEI: 'Hoosiers' still a classic after 25 years"San Diego Union Tribune। স্যান ডিয়েগো ইউনিয়ন ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২১ 
  11. "1989 Oscars"অস্কারএকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]


পূর্বসূরী
লাইল ট্যালবট
১৯৫০
অ্যাটম ম্যান ভার্সাস সুপারম্যান
লেক্স লুথার চরিত্রের অভিনেতা
১৯৭৮–১৯৮৭
সুপারম্যান, সুপারম্যান টুসুপারম্যান ফোর
উত্তরসূরী
স্কট জেমস ওয়েলস
১৯৮৮–১৯৮৯
সুপারবয় (টিভি ধারাবাহিক)