গেওর্গে গেওর্গিউ-দেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গেওর্গে গেওর্গিউ-দেজ
রোমানিয়ার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক
রোমানীয় ওয়ার্কার্স পার্টির প্রথম সম্পাদক (১৯৪৮ ফেব্রুয়ারি থেকে)
কাজের মেয়াদ
অক্টোবর ১৯৪৪ (1944-10) – ১৯ এপ্রিল ১৯৫৪ (1954-04-19)
৩০ সেপ্টেম্বর ১৯৫৫ (1955-09-30) – ১৯ মার্চ ১৯৬৫
পূর্বসূরীস্টিফান ফোরিস (১৯৪৪)
গেওর্গে অ্যাপোস্টল (১৯৫৫)
উত্তরসূরীগেওর্গে অ্যাপোস্টল (১৯৫৪)
নিকোলাই চসেস্কু (১৯৬৫)
স্টেট কাউন্সিলের সভাপতি
কাজের মেয়াদ
২১ মার্চ ১৯৬১ – ১৯ মার্চ ১৯৬৫
পূর্বসূরীঅয়ন ঘেরোগে মুরার
(গ্রেট ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডিয়াম সভাপতি হিসাবে)
উত্তরসূরীচিভু স্তোইকা
রোমানিয়ার প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২ জুন ১৯৫২ – ২ অক্টোবর ১৯৫৫
পূর্বসূরীপেট্রু গ্রোজা
উত্তরসূরীচিভু স্টোইকা
ব্যক্তিগত বিবরণ
জন্ম৮ নভেম্বর ১৯০১
বার্লাড, রোমানিয়া রাজ্য
মৃত্যু১৯ মার্চ ১৯৬৫(1965-03-19) (বয়স ৬৩)
বুখারেস্ট, রোমানিয়া সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র
জাতীয়তারোমানীয়
রাজনৈতিক দলরোমানিয়ার কমিউনিস্ট পার্টি
দাম্পত্য সঙ্গীমারিয়া আলেক্স

গেওর্গে গেওর্গিউ-দেজ (৮ নভেম্বর ১৯০১ – ১৯ মার্চ ১৯৬৫) একজন রোমানীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৪৪ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত রোমানিয়ার প্রথম কমিউনিস্ট নেতা ছিলেন, রোমানিয়ান কমিউনিস্ট পার্টির (পরবর্তীতে "রোমানিয়ান ওয়ার্কার্স পার্টি", পিএমআর) প্রথম সচিব হিসাবে ১৯৪৪ থেকে ১৯৫৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। এবং ১৯৫৫ থেকে ১৯৬৫ পর্যন্ত এবং প্রথম কমিউনিস্ট রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসাবে ১৯৫২ থেকে ১৯৫৫ পর্যন্ত[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gheorghe Gheorghiu Dej and Stalinism in Romania"। Radio Romania International। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮