কম্পন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কম্পন (ইংরেজি: Vibration) হল এমন একটি ঘটনা যেখানে কোন সাম্যাবস্থানের উভয় পার্শ্বে স্পন্দন ঘটে থাকে। অর্থাৎ কোন বস্তু তার পর্যাবৃত্ত গতির একটি পূর্ণ স্পন্দন সম্পন্নকালে তার গতির অর্ধেক সময় সাম্যাবস্থানের একদিকে এবং বাকি অর্ধেক সময় সাম্যাবস্থানের বিপরীত দিকে গমন করে। এই ধরনের স্পন্দন দেখা যায় সরল দোলকে বা স্প্রিং এর প্রান্তে ঝুলন্ত কোন বস্তুতে, কিংবা গিটারের তারে শব্দ সৃষ্টির সময়।

তবলার পর্দায় আঘাতের ফলে সৃষ্ট কম্পন

কম্পন বিভিন্ন ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। সকল ধরনের শব্দ কম্পনের ফলেই সৃষ্টি হয়। বাদ্যযন্ত্র, লাউডস্পিকার, ফোন ইত্যাদির কম্পন আকাঙ্ক্ষিত।

আবার অনেক ক্ষেত্রেই কম্পন অনাকাঙ্ক্ষিত। কম্পনের ফলে শক্তির অপচয় ঘটে যেমন বায়ু কলে বা পানিবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় কিংবা কোন বৈদ্যুতিক মোটর থেকে ঘূর্নন শক্তি উৎপাদনের সময় কম্পনের ফলে শক্তির অপচয় ঘটে।

শব্দ ও কম্পন বিষয়ক পড়াশোনা সম্পর্কিত। শব্দ বা চাপ তরঙ্গ কম্পনশীল বস্তু থেকে তৈরি হয়। তাই শব্দ দূষণ কমানোর জন্য কম্পন বিষয়ক কাজ করতে হবে।

ধরণ[সম্পাদনা]

মুক্ত কম্পন পাওয়া যায় যখন প্রাথমিকভাবে কোনো বস্তুকে গতি দিয়ে মুক্তভাবে কাঁপতে দেওয়া হয়। উদাহরণস্বরূপ দোলনায় টেনে ছেড়ে দেওয়া। এই বলবিদ্যা ব্যবস্থা এক বা একাধিক প্রাকৃতিক কম্পাঙ্কে কাঁপতে থাকে এবং বলের প্রয়োগহীনতার জন্য গতি কমতে থাকে।

Typesসম্পাদনা[সম্পাদনা]

বাধ্যতামূলক কম্পন হলো যখন সময়-নিরপেক্ষ পরিবর্তন (ভার, সরণ, গতি, ত্বরণ) কোনো ব্যবস্থায় প্রয়োগ করা হয়। এটি পর্যায়বৃত্তিক ও স্থিতিশীল ইনপুট,

Forced vibration is when a time-varying disturbance (load, displacement, velocity, or acceleration) is applied to a mechanical system. The disturbance can be a periodic and steady-state input, a transient input, or a random input. The periodic input can be a harmonic or a non-harmonic disturbance. Examples of these types of vibration include a washing machine shaking due to an imbalance, transportation vibration caused by an engine or uneven road, or the vibration of a building during an earthquake. For linear systems, the frequency of the steady-state vibration response resulting from the application of a periodic, harmonic input is equal to the frequency of the applied force or motion, with the response magnitude being dependent on the actual mechanical system.

Damped vibration: When the energy of a vibrating system is gradually dissipated by friction and other resistances, the vibrations are said to be damped. The vibrations gradually reduce or change in frequency or intensity or cease and the system rests in its equilibrium position. An example of this type of vibration is the vehicular suspension dampened by the shock absorber.

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]