এম রবার্ট অ্যারন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম রবার্ট অ্যারন

এম রবার্ট অ্যারন একজন মার্কিন প্রকৌশলী।

জীবনী[সম্পাদনা]

অ্যারন পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৪৯ সালে ব্যাচেলর্স এবং ১৯৫১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫১ সালে বেল ল্যাবসে যোগদান করেন। তার ৫০ এর অধিক প্রকাশনা এবং প্যাটেন্ট রয়েছে। তিনি ১৯৭৮ সালে আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল লাভ করেন। [১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]