ইবনে হিব্বান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইমাম
ইবনে হিব্বান
উপাধিখোরাসানের শাইখ
জন্ম৮৮৩ খ্রিঃ
মৃত্যু৯৬৫ খ্রিঃ
অন্য নামআবু হাতিম মুহাম্মদ ইবনে ফয়সাল আল-তামিমি আল-দারিমি আল-বুস্তি
জাতিভুক্তআফগান
যুগইসলামী স্বর্ণ যুগ
পেশাইসলামী ধর্মতত্ত্ববিদ, মুহাদ্দিস ও বিচারপতি বা কাজি
মূল আগ্রহহাদিসবিজ্ঞান

আবু হাতিম মুহাম্মদ ইবনে ফয়সাল আল-তামিমি আল-দারিমি আল-বুস্তি (মৃত্যুঃ ৯৬৫ খ্রিষ্টাব্দ) একজন বিখ্যাত মুসলিম পণ্ডিত, মুহাদ্দিস, ইতিহাসবেত্তা এবং বহুগ্রন্থের লেখক ছিলেন। তিনি “খোরাসানের শাইখ” নামে পরিচিত।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

ইবনে হিব্বান ৮৮৩ খ্রিষ্টাব্দে আফগানিস্তানের সিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন কালের বিখ্যাত বিজ্ঞানীদের কাছে জ্ঞান অর্জন করেন। তার শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ আল-নাসাই’, আল-হাসান ইবনে সুফিয়ান, আবু ইয়ালা আল-মসুলি, হুসায়েন ইবনে ইদ্রিস আল-হারাভি, আবু খলিফা আল-জামহি, ইমরান ইবনে মুসা ইবন মাদঝাশি, আহমাদ ইবনে হাসান আল-সুফি, জাফর ইবনে আহমাদ আল-দিমাশকি, ইবনে খুজাইমাহ প্রমুখ। তার ছাত্রদের মধ্যে মুহাম্মদ ইবনে মানদা, আবু আব্দুল্লাহ আল-হাকিম অন্যতম।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি সমরকন্দ-এর কাজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফিকাহ, হাদিস, বিজ্ঞানের মধ্যে জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান-সহ বহু বিদ্যার বিশেষজ্ঞ ছিলেন।

লিখিত বইসমূহ[১][সম্পাদনা]

  • কিতাব আল সাহাবা (৫ খণ্ড)
  • কিতাব আল তাবেয়ুন (১২ খণ্ড)
  • কিতাব আল আত তাবেয়ীন (১৫ খণ্ড)
  • কিতাব তাবা আত-তাবা (১৭ খণ্ড)
  • কিতাব আলা আল-হাওয়াম (১০ খণ্ড)
  • কিতাব আল রিহলা (২ খণ্ড)
  • কিতাব আল ফাসল বায়না আখ-বারনা ওয়া হাদ্দানা
  • তারিখ আল সিকাত
  • ইলাল ওয়া আওহাম আল মুআরিরিখিন
  • ইলাল মানাকিব আয-যুহরী (২০ খণ্ড)
  • ইলাল হাদিস মালিক (১০ খণ্ড)
  • ইলাল মা আসনাদা আবু হানীফা (১০ খণ্ড)
  • গরাইব আল কুফেইন (১০ খন্দ)
  • গরাইব আহল আল বাসরাহ (৮ খণ্ড)
  • মাওকুল মা রু'ফিয়া
  • আল মুজাম আলা আল মুদুন
  • আল হিদায়াহ ইলা আল ইলম আল সুনান

মৃত্যু[সম্পাদনা]

ইবনে হিব্বান ৩৫৪ হিজরি সনের শাওয়াল মাসের শেষের দিকে মৃত্যুবরণ করেন।

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]