ইন্দ্রায়নী নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্দ্রায়নী নদী
মোশির কাছে ইন্দ্রায়নী নদী
অবস্থান
দেশ ভারত
রাজ্যমহারাষ্ট্র
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানলোনাভালা, পুণে জেলা,মহারাষ্ট্র, ভারত
মোহনাভীমা নদী
 • অবস্থান
তুলাপুর, পুণে জেলা, মহারাষ্ট্র, ভারত

ইন্দ্রায়নী নদী ভারতেমহারাষ্ট্রের একটি নদী। এটি লোনাভালার কাছে সহ্যাদ্রি পর্বতমালার একটি পাহাড়ি অঞ্চলে কুরভান্দে গ্রাম থেকে উতপন্ন হয়ে পূর্ববাহিনী হয়ে অবশেষে ভীমা নদীতে মিশেছে। । [১] নদীটি বৃষ্টির জলে পুষ্ট। এটি পুণে জেলার মধ্যে দিয়ে প্রবাহিত এবং বিখ্যাত কিছু হিন্দু তীর্থক্ষেত্র যেমন দেহু ও আলন্দি -ইন্দ্রায়নী নদীর তীরে অবস্থিত। [২] এটি একটি পবিত্র নদী হিসাবে পরিচিত এবং এটি সন্ত তুকারাম এবং জ্ঞানেশ্বরের মতো মহান ধর্মীয় ব্যক্তিত্বের সাথে জড়িত।

কামশেটের কাছে ইন্দ্রায়ণী নদীতে বলবন বাঁধ নামে একটি জলবিদ্যুৎ বাঁধ রয়েছে । [৩]

ইন্দ্রায়নী বাঁচাও কমিটি[সম্পাদনা]

আলন্দিতে ইন্দ্রায়ণী

পরিবেশ দল ও বারকরী সম্প্রদায়ের মানুষদের সমন্বয়ে গঠিত সেভ ইন্দ্রনানী অ্যাকশন কমিটি (এসএসি) ইন্দ্রায়ণী নদী দূষণের কারণ সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছে এবং স্থানীয় নাগরিক সংস্থাগুলি রাজ্য সরকারের সহায়তায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]