ইন্তেখাব দিনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্তেখাব দিনার
জন্ম (1975-01-15) ১৫ জানুয়ারি ১৯৭৫ (বয়স ৪৯)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাঅ্যাকাউন্টিং
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীবিজরী বরকতুল্লাহ (বি. ২০১৩)

ইন্তেখাব দিনার বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।[১] তিনি সালাহউদ্দিন লাভলু পরিচালিত ঘোর নাটকে অভিনয় করে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৯৫ সালে দিনার নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগদান করেন। নুরুল দিনের সারজীবন, ওচলাইতন, মৃত্যু সংবাদ, গ্যালিলিও, দেওয়ান গাজীর কিস্সা, শঙ্খ চিল সহ একাধিক মঞ্চনাটকে অভিনয় করেছিলেন।[২] সালাউদ্দিন লাভলু পরিচালিত "ঘোর" নাটকে অভিনয় করে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।[২]

এছাড়াও তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের জয়যাত্রায়, এরপর বাদল রহমানের ছানা ও মুক্তিযুদ্ধ, বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ’৭১, তামিম নূরের ফিরে এসো বেহুলা' ও মুরাদ পারভেজের বৃহন্নলা চলচ্চিত্রে।[৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ইন্তেখাব দিনার ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহন করেন।[৪] তার বাবা শহিদুল আলম ও মা লায়লা নার্গিস। এক ভাই বোনের মধ্যে তিনিই বড়। তিনি ২০১৩ সালে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ কে বিবাহ করেন।[৫] তাদের একমাত্র কন্যা সন্তানের নাম উর্বানা শওকত।

তিনি গভঃ ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। উচ্চমাধ্যমিক পাশ করেন সরকারী বিজ্ঞান কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন।‌[৪]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা পরিচালক মন্তব্য
২০০৪ জয়যাত্রা জনসন তৌকীর আহমেদ অভিষিক্ত চলচ্চিত্র
অফ বিট আফসানা মিমি টিভি চলচ্চিত্র
২০০৯ ছানা ও মুক্তিযুদ্ধ কাদের বাদল রহমান
২০১১ খণ্ডগল্প ১৯৭১ তারা মিয়া বদরুল আনাম সৌদ
২০১২ ফিরে এসো বেহুলা তানিম নূর
২০১৪ বৃহন্নলা তুলসী মুরাদ পারভেজ
২০১৮ ইতি, তোমারই ঢাকা
২০১৯ শনিবার বিকেল চিস্তি মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশে নিষিদ্ধ
শাপলুডু গোলাম সোহরাব দোদুল
২০২১ দ্বিতীয় সূচনা ভিকি জাহেদ টিভি চলচ্চিত্র
খাঁচার ভেতর অচিন পাখি সাগর রায়হান রাফি চরকিতে মুক্তি পায়
তিথির অসুখ ডাক্তার ইমরাউল রাফাত চরকির ওয়েব চলচ্চিত্র
২০২২ ক্যাফে ডিজায়ার হায়াত রবিউল আলম রবি চরকি ওয়েব চলচ্চিত্র
দামাল ম্যানেজার রায়হান রাফি
বীরত্ব মুসা চৌধুরী সাইদুল ইসলাম রানা প্রথম বাণিজ্যিক ছবি
২০২৩ পাফ ড্যাডি মুশফিকুর রহমান মঞ্জু, শহিদ উন নবী বঙ্গ ওয়েব চলচ্চিত্র
উনিশ ২০ বাশেদ জামান মিজানুর রহমান আরিয়ান বিশেষ চরিত্রে
ওরা ৭ জন ডাক্তার সাহেব খিজির হায়াত খান
শ্যামা কাব্য ওসমান বদরুল আনাম সৌদ
টিবিএ রান মতি আফসানা মিমি অপ্রকাশিত চলচ্চিত্র

ওয়েব ধারাবাহিক[সম্পাদনা]

বছর শিরোনাম চরিত্র ওটিটি পরিচালক মন্তব্য
২০২০ তাকদীর সায়মন চেয়ারম্যান হইচই সৈয়দ আহমদ শওকী বিশেষ উপস্থিতি
পরের মেয়ে হাবিব শাকিল পর্ব ৭
২০২১ বিলাপ উপ-পুলিশ কমিশনার সিনেমাটিক সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ একটি সিনেমাটিক ওয়েব সিরিজ
ঊনলৌকিক মোস্তাক আহমেদ চরকি রবিউল আলম রবি পর্ব ৫ (দ্বিখন্ডিত)
জাগো বাহে মেজর জেনারেল রাও ফরমান আলী চরকি সালেহ সোবহান আউনিম পর্ব ২ (লাইট, ক্যামেরা…আপত্তি)
২০২২ মাকাল বায়োস্কোপ অনিমেষ আইচ
বিএনজি আজিজুল হক পলাশ নাজিম
নিখোজ হামিদুর রহমান চরকি রেহান রহমান
সাবরিনা হইচই আশফাক নিপুন
দৌড় হইচই রায়হান খান
কারাগার মোস্তাক আহমেদ হইচই সৈয়দ আহমদ শওকী
২০২৩ আমি কী তুমি আইস্ক্রিন ভিকি জাহেদ
অগোচরা সজল বিঞ্জ সিদ্দিক আহমেদ
সাড়ে ষোল রাকিব হইচই ইয়াছির আল হক

টেলিভিশন নাটক[সম্পাদনা]

শিরোনাম পরিচালক সহশিল্পী মন্তব্য
এবং বিবাহ শাহাদাত হোসাইন শশী, শর্মিলা আহমেদ
সন্দেহীত দুষ্ট গল্প জেনী
বিয়ে বোমেরাং শশী
সম্পর্কের শিরোনামটি ভাবতে হবে জাকিয়া বারী মমো
মেঘের ভেজা রোদ নওশীন, মিমু
আকাশ ভরা জোসনা ধার জেনী, হাসান ইমাম
তোমার সম্ভাবনা আমার সম্ভব না রিচী
এ পাশে বন্ধ জানালা মমো, ইশানা
১৯বছর পর মমো
উত্তারোধিকারী তিশা
নেক্সট ডোর
সূর্য তারা বিজরী বরকতুল্লাহ
মেঘ বৃস্টি ও তার পরে পূর্নিমা, অপূর্ব
অসুখের নাম ভালোবাসা আজাদ আবুল কালাম শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, রাজিব সালেহীন, হাসান শাহরিয়ার এনটিভি [৬]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
৩০ ডিসেম্বর ২০২১ শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) বিসুখ বিজয়ী [৭]
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
১১ মার্চ ২০২২ শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ধারাবাহিক) ঊনলৌকিক (পর্ব: "দ্বিখণ্ডিত") বিজয়ী [৮]
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২১ অক্টোবর ২০২৩ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা কারাগার বিজয়ী [৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shah Alam Shazu (অক্টোবর ৮, ২০১৫)। ""I started my journey in the media whimsically""দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৫ 
  2. Shah Alam Shazu (মার্চ ১৫, ২০১২)। "In conversation with Intekhab Dinar"দ্য ডেইলি স্টার। ডিসেম্বর ২২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৫ 
  3. "দিনারের দিন"প্রথম আলো। ১৭ ডিসেম্বর ২০১৫। 
  4. "ইন্তেখাব দিনার"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮ 
  5. "ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লার বিয়ে :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd। ১৬ এপ্রিল ২০১৩। 
  6. "নাটক : অসুখের নাম ভালোবাসা"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। আগস্ট ২, ২০২১। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০২১ 
  7. "Winners of Meril Prothom Alo Awards 2019 announced"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "'আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন যারা-"দৈনিক মানবজমিন। ১২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  9. "Complete winners' list for Blender's Choice-The Daily Star OTT Awards 2022"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]