আলেক্সান্দ্‌র বেলায়েভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেক্সান্দ্‌র বেলায়েভ
আলেক্সান্দ্‌র বেলায়েভ
আলেক্সান্দ্‌র বেলায়েভ
জন্মАлександр Романович Беляев
(১৮৮৪-০৩-১৬)১৬ মার্চ ১৮৮৪
স্মোলেনস্ক, রুশ সাম্রাজ্য
মৃত্যু৬ জানুয়ারি ১৯৪২(1942-01-06) (বয়স ৫৭)
পুশকিন, সোভিয়েত ইউনিয়ন
পেশাআইনবিদ, ঔপন্যাসিক
জাতীয়তারুশ (সোভিয়েত ইউনিয়ন)
ধরনবৈজ্ঞানিক কল্পকাহিনী, অ্যাডভেঞ্চার উপন্যাস
উল্লেখযোগ্য রচনাবলিদ্য এয়ার সেলার, প্রফেসর ডওয়েল'স হেড, অ্যাম্ফিবিয়ান ম্যান, এরিয়েল

আলেক্সান্দ্‌র বেলায়েভ (রুশ: Алекса́ндр Рома́нович Беля́ев (মার্চ ১৬, ১৮৮৪-জানুয়ারি ৬, ১৯৪২) একজন রুশ ঔপন্যাসিক। তিনি অসাধারণ সব বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। ১৯২০ থেকে ১৯৩০ পর্যন্ত তার রচিত বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো সোভিয়েত কল্পসাহিত্যে তাকে অন্যরকম অবস্থানে পৌঁছে দিয়েছে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে দ্য এয়ার সেলার, প্রফেসর ডওয়েল'স হেড, অ্যাম্ফিবিয়ান ম্যান, এরিয়েল, দ্য স্টার কেট ইত্যাদি।