আরবি লাইপৎসিশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরবি লাইপৎসিশ
পূর্ণ নামরাসেন বল স্পোর্ট লাইপৎসিশ
ডাকনামডি রটেন বুলেন (লাল ষাঁড়)
সংক্ষিপ্ত নামআরবিএল
প্রতিষ্ঠিত১৯ মে ২০০৯; ১৪ বছর আগে (2009-05-19)
মাঠরেড বুল এরিনা
ধারণক্ষমতা৪২,৯৫৯
মালিকরেড বুল জিএমবিএইচ (৯৯%)
সভাপতিপশ্চিম জার্মানি অলিভার মিনৎসলাফ[১]
ম্যানেজারপশ্চিম জার্মানি ইয়ুলিয়ান নাগেলসমান
লিগবুন্দেসলিগা
২০১৯–২০৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

রাসেন বল স্পোর্ট লাইপৎসিশ (এছাড়াও আরবি লাইপৎসিশ নামে পরিচিত) হচ্ছে লাইপৎসিশ ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ২০০৯ সালের ১৯শে মে তারিখে রেড বুল জিএমবিএইচ সংস্থাটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে; যা আট বছরের মধ্যে জার্মানির শীর্ষ স্তরের লীগ, বুন্দেসলিগায় অগ্রসর হওয়ার অভিপ্রায় নিয়ে পঞ্চম-স্তরের ক্লাব এসএসভি মারখানস্টেডের খেলার অধিকার কিনেছিল। পুরুষদের পেশাদার ফুটবল ক্লাবটি স্পিন-অফ সংস্থা রাসেনবলস্পোর্ট লাইপৎসিশ জিএমবিএইচ দ্বারা পরিচালিত হয়।[১] আরবি লাইপৎসিশ তাদের সকল হোম ম্যাচ লাইপৎসিশের রেড বুল এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪২,৯৫৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ুলিয়ান নাগেলসমান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অলিভার মিনৎসলাফঅস্ট্রীয় আক্রমণভাগের খেলোয়াড় মার্সেল সাবিৎসার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

২০০৯–১০-এর উদ্বোধনী মৌসুমে আরবি লাইপৎসিশ এনওএফভি-ওবারলিগা সুডের (পঞ্চম) উপর আধিপত্য বিস্তার করেছিলেন এবং তাকা রিজিওনাললিগা নর্ডে চ্যাম্পিয়ন হিসাবে পদোন্নতি লাভ করেছিল। আরবি লাইপৎসিশ ২০১২–১৩ রিজিওনাললিগা নর্ডে কোন পরাজয় ছাড়াই চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ৩. লিগায় (তৃতীয়) উত্তীর্ণ হয়েছিল। ২০১৩–১৪ ৩. লিগায় রানার-আপ হওয়ার মাধ্যমে লীগ শেষ করেছিল। ২০১৬ সালের ৮ই মে তারিখে, আরবি লাইপৎসিশ কার্লসরুহার এসসিকে ২–০ গোলের ব্যবধানে হারিয়ে ২০১৬–১৭ বুন্দেসলিগায় পদোন্নতি নিশ্চিত করেছিল।[২] এক বছর পরে, আরবি লাইপৎসিশ বুন্দেসলিগার রানার- আপ দল হিসেবে ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতা অর্জন করেছিল।[৩]

ঘরোয়া ফুটবলে, আরবি লাইপৎসিশ এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে।

সম্পর্কিত ক্লাব[সম্পাদনা]

নিম্নলিখিত ক্লাবগুলি পূর্বে বা বর্তমানে ক্লাবটির সাথে সম্পর্কিত রয়েছে:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Impressum"dierotenbullen.com (German ভাষায়)। Leipzig: RasenBallsport Leipzig GmbH। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬ 
  2. "RB Leipzig seal promotion to first division" (German ভাষায়)। Bonn: Deutsche Welle। ৮ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭ 
  3. "Leipzig secure Champions League place with win at Hertha Berlin"bundesliga.com। Frankfurt am Main: Deutsche Fußball Liga GmbH। ৬ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:আরবি লাইপৎসিশ