অদিক রাশি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্কেলার রাশিতে শুধুমাত্র মান ব্যবহার করা হয়, এ ক্ষেত্রে দিক সংশ্লিষ্ট নয়।

যে ভৌত রাশিগুলো প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না সেই ভৌত রাশিগুলোকে স্কেলার রাশি বা অদিক রাশি বলে।পদার্থবিজ্ঞানে স্কেলার রাশি বা অদিক রাশি হলো এমন কোনো ভৌত পরিমাণ যার সঙ্গে কেনো দিক সংশ্লিষ্ট নেই। অর্থাৎ, এগুলির মান আছে কিন্তু দিক নেই। যেমন ভর, দ্রুতি, দূরত্ব, সময়, আয়তন, তাপমাত্রা, ঘনত্ব ইত্যদি। “তাপমাত্রা” প্রকাশ করার জন্য এর মান যেমন ১০ কেলভিন বা ১০ ডিগ্রী সেলসিয়াস উল্লেখ করা হয়, তাপমাত্রার মানের সঙ্গে কোনো দিক সংশ্লিষ্ট নেই। এদের বিপরীতে রয়েছে সদিক রাশি যার উদাহরণ গতিবেগ, ওজন, বল, ভরবেগ, তড়িৎ ক্ষেত্র ইত্যাদি। “বেগ” প্রকাশের জন্য এর মান এর সাথে সাথে দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক অথবা পোলার স্থানাঙ্কের উল্লেখের প্রয়োজন হয়। অদিক রাশির এই ধারণা গণিতেও অভিন্ন। অদিক রাশির অপর নাম স্কেলার রাশি (ইংরেজি: Scalar quantity)। পদার্থবিজ্ঞানে “গতিবেগ” একটি সদিক রাশি, আর “দ্রুতি” একটি অদিক রাশি।[১][২]

আরো দেখুন[সম্পাদনা]

সদিক রাশি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "২.৩ স্কেলার রাশি ও ভেক্টর রাশি" (bangla ভাষায়)। ২০২০-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০১ 
  2. বিবিসি তথ্যতীর্থ