বায়ুকল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নিবন্ধ + পরিচিতি + প্রকারভেদ (পরিচিতিমূলক)
(কোনও পার্থক্য নেই)

০২:৩৬, ১৫ অক্টোবর ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ

বায়ুকল (ইংরেজি: Wind Turbine) মূলত এমন একটি ঘূর্ণমান যন্ত্র, যা বাতাস থেকে শক্তির রূপান্তর ঘটায়। বাতাসের গতি কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তির ব্যবহারের মাধ্যমে বায়ুকল দিয়ে সরাসরি পানি তোলা যায়, কাঠ কাটা যায়, পাথর কাটা যায়। বায়ুকল এভাবে সরাসরি কোনো কাজে ব্যবহার করা হলে তাকে বায়ুকারখানা (ইংরেজি: Windmill) বলা হয়ে থাকে। আর যেসব বায়ুকল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, সেগুলোকে বলা হয় বায়ুজেনারেটর, বায়ুকল জেনারেটর (WTG), বায়ুশক্তি রূপান্তরকারী (WEC), এরোজেনারেটর (aerogenerator) ইত্যাদি।

প্রকারভেদ

আনুভূমিক বায়ুকল

সাধারণত এজাতীয় বায়ুকলই বেশি দেখা যায়।

উল্লম্ব বায়ুকল

ইদানিংকালে উল্লম্ব বায়ুকলও ব্যবহৃত হতে দেখা যায় বিভিন্ন স্থানে।

তথ্যসূত্র