শরদিন্দু বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৭ নং লাইন: ৪৭ নং লাইন:
* ''[[তুঙ্গভদ্রার তীরে]]'' (১৯৬৫)
* ''[[তুঙ্গভদ্রার তীরে]]'' (১৯৬৫)


== গল্প-সংকলন ==

* ''[[জাতিস্মর (গল্প-সংকলন)|জাতিস্মর]]'' (১৯৩২)
* ''[[চুয়াচন্দন]]'' (১৯৩৫)
* ''[[বিষকন্যা]]'' (১৯৪০)
* ''[[শাদা পৃথিবী]]'' (১৯৪৮)
* ''[[এমন দিনে]]'' (১৯৬২)
* ''[[শঙ্খ-কঙ্কণ]]'' (১৯৬৩)


[[Category:১৮৯৯-এ জন্ম]]
[[Category:১৮৯৯-এ জন্ম]]

০৭:৪৯, ৩০ জুলাই ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (মার্চ ৩০, ১৮৯৯ - সেপ্টেম্বর ২২, ১৯৭০) একজন ভারতীয় বাঙালি লেখক । তাঁর জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে। তাঁর রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তাঁর ২০ বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশুনো করছিলেন। পড়াশুনোর সাথেই তিনি সাহিত্য চর্চাও করতে থাকেন। তার সৃষ্টি গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে ১৯৩২ সালে।

শরদিন্দু ১৯৩৮ সালে বম্বের বম্বে টকিজ এ চিত্রনাট্যকাররুপে কাজ শুরু করেন। ১৯৫২এ সিনেমার কাজ ছেড়ে স্থায়ীভাবে পূনায় বসবাস করতে শুরু করেন। পরবর্তী ১৮ বছর তিনি সাহিত্য চর্চায় অতিবাহিত করেন। ১৯৭০ সালে তাঁর মৃত্যু হয়।

সাহিত্যজীবন

শরদিন্দুর প্রসিদ্ধতম সৃষ্টি হ্ল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ১৯৩২ এ 'পথের কাঁটা' উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ। প্রথমে শরদিন্দু অজিতের কলমে লিখতেন। কিন্তু পরে তিনি তৃতীয়পুরুষে লিখতে শুরু করেন। এছাড়া উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস। যেমন 'কালের মন্দিরা', 'গৌর মল্লার', 'তুমি সন্ধ্যার মেঘ', 'তুঙ্গভদ্রার তীরে', ইত্যাদি। সামাজিক উপন্যাস যেমন 'বিষের ধোঁয়া' বা অতিপ্রাকৃত নিয়ে তার 'বরদা সিরিজ' ও অন্যান্য গল্প এখনো বেস্টসেলার।

শরদিন্দু ও সিনেমা

শরদিন্দুর জীবনে সিনেমার, বিশেষ করে বম্বের সিনেমার, খুব বড় ভূমিকা ছিল। তিনি যে ছবিগুলিতে চিত্রনাট্যকারের কাজ করেছেন সেগুলি হ্ল দূর্গা (১৯৩৯), কঙ্গন(১৯৩৯), নবজীবন(১৯৩৯) ও আজাদ(১৯৪০)। তাঁর বিভিন্ন রচনা থেকেও সিনেমা প্রস্তুত হয়েছে, যেমন নিম্নলিখিত বাংলা সিনেমাগুলি

  • চিড়িয়াখানা - নির্দেশক সত্যজিত রায়
  • ঝিন্দের বন্দী - নির্দেশক তপন সিংঘ
  • বিষের ধোঁয়া
  • দাদার কীর্তি - নির্দেশক তরুণ মজুমদার

'তিশগ্নি' নামে একটি পুরস্কারপ্রাপ্ত হিন্দি ছবি লেখকের ঐতিহাসিক ছোটগল্প 'মরু ও সঙ্ঘ'র চিত্ররুপ।

তিনি রবীন্দ্র পুরস্কার (উপন্যাস 'তুঙ্গভদ্রার তীরে'র জন্য), শরৎস্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কার প্রভৃতি পুরস্কার লাভ করেন।

সাহিত্যকর্ম

ব্যোমকেশ বক্সী সিরিজ

সংকলন
  • শরদিন্দু অমনিবাস: প্রথম খণ্ড (১৯৭০)
  • শরদিন্দু অমনিবাস: দ্বিতীয় খণ্ড (১৯৭১)
  • ব্যোমকেশ সমগ্র (১৯৯৫)

ঐতিহাসিক উপন্যাস

গল্প-সংকলন