আয়রন ম্যান ম্যাচ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
→‎অন্যান্য ধরণ: সম্প্রসারণ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৯ নং লাইন: ৯ নং লাইন:
সময় শেষ হওয়া আয়রন ম্যান ম্যাচের একটি স্বাভাবিক ঘটনা। এতে ম্যাচ অমীমাংসিত থেকে যায়। কিন্তু চ্যাম্পিয়নশীপ ম্যাচ হলে কর্তৃপক্ষ ম্যাচ চালিয়ে যাওয়ার জন্য বলে। শন মাইকেলস এবং [[ব্রেট হার্ট|ব্রেট হার্টের]] মধ্যকার [[রেসেলম্যানিয়া ১২|ম্যাচে]] সময় শেষ হওয়ার পর ফলাফল শুন্য থেকে যায়৷ তখন [[ভিন্স ম্যাকমোহান]] এসে ম্যাচ চালিয়ে যেতে বলে। পরবর্তীতে মাইকেলস ১-০ পিনফলে ম্যাচটি জিতে এবং চ্যাম্পিয়ন হয়।
সময় শেষ হওয়া আয়রন ম্যান ম্যাচের একটি স্বাভাবিক ঘটনা। এতে ম্যাচ অমীমাংসিত থেকে যায়। কিন্তু চ্যাম্পিয়নশীপ ম্যাচ হলে কর্তৃপক্ষ ম্যাচ চালিয়ে যাওয়ার জন্য বলে। শন মাইকেলস এবং [[ব্রেট হার্ট|ব্রেট হার্টের]] মধ্যকার [[রেসেলম্যানিয়া ১২|ম্যাচে]] সময় শেষ হওয়ার পর ফলাফল শুন্য থেকে যায়৷ তখন [[ভিন্স ম্যাকমোহান]] এসে ম্যাচ চালিয়ে যেতে বলে। পরবর্তীতে মাইকেলস ১-০ পিনফলে ম্যাচটি জিতে এবং চ্যাম্পিয়ন হয়।
== অন্যান্য ধরণ ==
== অন্যান্য ধরণ ==
একটি এনিথিং গোস আয়রন ম্যান ম্যাচ হলো এই ম্যাচটিরই একটি হার্ডকোর ধরণ। এখানে কোনো ডিস্কোয়ালিফিকেশন, কোনো কাউন্ট আউট নেই। ম্যাচ নির্ধারণের জন্য [[পেশাদারি কুস্তি ম্যাচের ধরনসমূহ#ফলস কাউন্ট এনিহোয়াইর|সর্বত্র পিনফলের নিয়ম]]। জন সিনা [[ব্রেগিং রাইটস ২০০৯]] এ রেন্ডি অরটনের সাথে এই ম্যাচে মুখোমুখি হয়েছিল।


== ম্যাচের ইতিহাস ==
== ম্যাচের ইতিহাস ==

১৭:৩৯, ২০ অক্টোবর ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

আয়রন ম্যান ম্যাচ হলো পেশাদারি কুস্তি ম্যাচের একটি ধরণ যেখানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত ৩০ বা ৬০ মিনিট এর মধ্যে প্রতিপক্ষকে বেশিবার হারিয়ে ম্যাচ জিততে হয়।[১] মাঝেমাঝে ম্যাচ ড্র হলে একটি "ফাইনাল ফল" এর আয়োজন করা যায় কুস্তিগীরের পক্ষ থেকে যদি প্রতিপক্ষ কুস্তিগীর রাজি হয়। এর মাধ্যমে ম্যাচ নির্ধারণ হয়ে থাকে।[২] এছাড়াও কতৃপক্ষ চাইলে সময় শেষ হওয়ার পরেও কুস্তিগীরদের ম্যাচ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিতে পারে যদি কোনো চ্যাম্পিয়নশীপ এর ম্যাচ হয়।

নিয়ম

আয়রন ম্যান ম্যাচের নিয়ম সাধারণ কুস্তি ম্যাচের নিয়মের মতোই। কিন্তু ম্যাচে একবার পিনফল এর জায়গায় এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কুস্তিগীররা একাধিক পিনফল করতে পারে৷ ম্যাচ শেষে যার পিনফল বেশি থাকে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

কিছু আয়রন ম্যান ম্যাচে প্রত্যেক ফলের পরে বিরতি নিতে দেখা যায়৷ ২০০৯ সালে জন সিনারেন্ডি অরটন এর মধ্যকার ম্যাচে প্রত্যেক ফলের পর ৩০ সেকেন্ডের বিরতি ছিল। (অবশ্য ম্যাচটি ছিল "এনিথিং গোস" যার অর্থ রিং এবং রিংয়ের বাইরে শুধুমাত্র পিনফল বা সাবমিশন এর মাধ্যমে ম্যাচ জেতা সম্ভব) ২০০৩ সালে কার্ট এঙ্গেল এবং ব্রক লেসনার এর মধ্যকার ম্যাচে ১৫ সেকেন্ডের বিরতি ছিল প্রত্যেক পিনফলের পরে।

যদি ম্যাচের ফলাফল সমতা হওয়ার কারনে নিষ্পত্তি করা না যায় তাহলে কুস্তিগীররা প্রতিপক্ষকে ম্যাচ চালিয়ে যাওয়ার আবেদন জানাতে পারে। যদিনা সেটি কর্তৃপক্ষের লোকজন বা প্রতিপক্ষ দ্বারা প্রত্যাখ্যান করা হয়। শন মাইকেলস এবং কার্ট এঙ্গেল এর মধ্যকার ৩০ মিনিট ম্যাচ শেষে ফলাফল ২-২ এ সমতা হয়। তখন মাইকেলস তাকে ম্যাচ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানায় কিন্তু এঙ্গেল রাজি হয় না।

সময় শেষ হওয়া আয়রন ম্যান ম্যাচের একটি স্বাভাবিক ঘটনা। এতে ম্যাচ অমীমাংসিত থেকে যায়। কিন্তু চ্যাম্পিয়নশীপ ম্যাচ হলে কর্তৃপক্ষ ম্যাচ চালিয়ে যাওয়ার জন্য বলে। শন মাইকেলস এবং ব্রেট হার্টের মধ্যকার ম্যাচে সময় শেষ হওয়ার পর ফলাফল শুন্য থেকে যায়৷ তখন ভিন্স ম্যাকমোহান এসে ম্যাচ চালিয়ে যেতে বলে। পরবর্তীতে মাইকেলস ১-০ পিনফলে ম্যাচটি জিতে এবং চ্যাম্পিয়ন হয়।

অন্যান্য ধরণ

একটি এনিথিং গোস আয়রন ম্যান ম্যাচ হলো এই ম্যাচটিরই একটি হার্ডকোর ধরণ। এখানে কোনো ডিস্কোয়ালিফিকেশন, কোনো কাউন্ট আউট নেই। ম্যাচ নির্ধারণের জন্য সর্বত্র পিনফলের নিয়ম। জন সিনা ব্রেগিং রাইটস ২০০৯ এ রেন্ডি অরটনের সাথে এই ম্যাচে মুখোমুখি হয়েছিল।

ম্যাচের ইতিহাস

তথ্যসূত্র

  1. "Inside WWE > Specialty Matches > Iron Man Match"। WWE.com। ২০০৮-০৩-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-২১ 
  2. "Pro Wrestling Illustrated presents: 2007 Wrestling almanac & book of facts"। "Wrestling’s historical cards"। Kappa Publishing। ২০০৭। পৃষ্ঠা 95।