উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Owais Al Qarni-এর সম্পাদিত সংস্করণ হতে ShohagS-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Aishik Rehman (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৭ নং লাইন: ৭ নং লাইন:
এই পৃষ্ঠার নীচের অংশে নতুন অনুরোধ যোগ করুন, ধন্যবাদ। -->
এই পৃষ্ঠার নীচের অংশে নতুন অনুরোধ যোগ করুন, ধন্যবাদ। -->
{{/পরামর্শবট (২য় মনোনয়ন)}}
{{/পরামর্শবট (২য় মনোনয়ন)}}
{{/HirokBot}}
<!--{{নেই}}--->
<!--{{নেই}}--->

১৯:৫১, ২২ মার্চ ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

বাংলা English
বাংলা উইকিপিডিয়ায় বট দ্বারা সম্পাদনা পরিচালনার জন্য অবশ্যই এই পাতায় আবেদন সাপেক্ষে বট ফ্ল্যাগ সেট করে নিতে হবে। বাংলা উইকিপিডিয়া গ্লোবাল বট উইকির তালিকাভুক্ত নয়, তাই গ্লোবাল বটের ক্ষেত্রেও সম্প্রদায়ের অনুমোদন প্রয়োজন। বটের জন্য একটি নির্দিষ্ট ও পৃথক অ্যাকাউন্ট ও ব্যবহারকারী পাতা থাকা আবশ্যক। ফ্ল্যাগ ব্যতীত সম্পাদনাকার্য পরিচালনাকারী বট-কে যে-কোনো মুহুর্তে বাধাদান করা হতে পারে। বট সংক্রান্ত আপনার যে-কোনো জিজ্ঞাসা আপনি ব্যুরোক্র্যাটদের আলোচনাসভায় রাখতে পারেন।

বট অ্যাকাউন্ট ব্যবস্থাপনার জন্য আপনার বট ব্যবহারকারী পাতায় {{বট}} টেমপ্লেটটি যুক্ত করার অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে টেমপ্লেটটি যে কাঠামো অনুসারে ব্যবহার করবেন, তা হলো:

{{বট|আপনার ব্যবহারকারী নাম|site=আপনার উইকি কোড}}

আপনি বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী হলে উইকি কোড দেওয়ার প্রয়োজন হবে না। এই টেমপ্লেটটির আরও প্যারামিটার রয়েছে, যার বিবরণ পাওয়া যাবে এই পাতায়

বট ফ্ল্যাগের জন্য নিচের কাঠামো ব্যবহার করে আবেদন করুন। "BotName" লেখাটির স্থলে আপনার বট অ্যাকাউন্টের ব্যবহারকারী নাম লিখুন, এবং "নতুন অনুরোধ তৈরি করুন" বোতামে ক্লিক করুন। পরবর্তী ধাপে পাওয়া ফর্মটি নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে পূরণ ও সংরক্ষণ করুন। অতঃপর এই লিংকে ক্লিক করে আপনার অনুরোধ পাতার লিংক এই পাতায় যোগ করুন।


If you want to run a bot for automated editing in Bengali Wikipedia, you need to get approval and have a bot flag set. To do so, you need to apply on this page. This wiki is not in the global bot wiki set, so global bots are also need to get the approval of local community. The bot in question must also have a working user page. Any unauthorized bot will be blocked immediately. If you have any questions, please add a note on the Bureaucrats' Noticeboard.

For management purposes, we ask you to add the {{Bot}} template on your bot user page, use this code:

{{Bot|Your username|site=Your wiki code}}

This template has more parameters. For detail documentation, see here.

To request the bot flag apply below. Please, do not use a custom formate, rather use the following formate suggesting here. Replace "BotName" with the name of the bot, and hit the "Create Request Page" button. Then fill-up the form as per instructions and save it. Then add link of your BRFA page by clicking here.


নতুন অনুরোধ

পরামর্শবট

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: পরামর্শবট
  • পরিচালক: ShohagS
  • কাজ: অনুরোধের ভিত্তিতে ব্যবহারকারীকে ত্রুটিপুর্ণ নিবন্ধের প্রস্তাবনা দেওয়া।
  • প্রোগ্রামিং ভাষা: পাইথন
  • সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: অনির্দিষ্ট
  • বিস্তারিত: এটি মুলত ইংরেজি SuggestBot এর অনুরুপে তৈরি করা। যা যে কোন অনুরোধকৃত ব্যবহারকারীকে তার অবদান ইতিহাস থেকে কিছু সম্ভাব্য বিষয়বস্তু বের করে সে গুলোর উপর ভিত্তি করে প্রতিবারে ৩০টি ত্রুটিযুক্ত বা অসম্পুর্ন নিবন্ধ সম্পাদনার জন্য পরামর্শ দিবে। কেউ চাইলে নির্দিষ্ট সময় পরপরও প্রস্তাবনা নিতে পারে। এ সম্পর্কিত বিস্তারিত ও কিভাবে প্রস্তাবনা পেতে হয় তা পরামর্শবটের ব্যবহারকারী পাতায় উল্লেখ করা আছে। ~ এ বি ডি (প্রত্যুত্তরদিনঅথবাআলাপ) ০৮:৩২, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। ব্যবহারকারী নতুন ও অনিয়মিত তাই বট চালনার মতো উইকি পরিমণ্ডলে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও বিশ্বাসযোগ্যতা আছে কী না তা পরিষ্কার নয়। এছাড়া তিনি আগেও বট চালনার অনুরোধ করেছেন যা একই কারণে ব্যর্থ হয়েছিলো। — তানভির০১:১০, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা

HirokBot

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: HirokBot
  • পরিচালক: Aishik Rehman
  • কাজ: অটো উইকি ব্রাউজারের সাধারণ ব্যবহার
  • প্রোগ্রামিং ভাষা: অটো উইকি ব্রাউজার
  • সম্পাদনার মোড: আধা-স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: ৫-১২
  • বিস্তারিত: বটটি সাধারণত অটো উইকি ব্রাউজার ব্যবহার করে সাধারণ পরিষ্করণ এবং প্রয়োজনীয় পরিবর্তনের কাজ করবে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে-
  1. সাধারণ পরিষ্করণ
    1. পিতৃহীন বা অনাথ নিবন্ধগুলোতে ট্যাগ লাগানো।
    2. বাক্যের মাঝের ও শেষের বিরামচিহ্ন ও অতি ফাঁকা জায়গাজনিত ত্রুটি দূর করা।
    3. পারমিউটেশনকৃত বানানের তালিকা থেকে সম্ভাব্য ও প্রচলিত ভুল বানান আধা-স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সংশোধন।
  2. শৈলীগত পরিবর্তন
    1. </reference> কে {{সূত্র তালিকা}} তে রূপান্তর করা।
    2. তথ্যসূত্রের প্যারামিটারগুলো বাংলায় রূপান্তর করা ও একই সূত্রের পুনর্ব্যবহার সংশোধন।
    3. নিবন্ধ থেকে পুননির্দেশিত বিষয়শ্রেণী সরিয়ে নতুন বিষয়শ্রেণী যুক্ত করা।
  3. অন্যান্য
    1. শিরোনামে ভুল আছে এমন নিবন্ধগুলোর ম্যানুয়াল তালিকা তৈরি করা ও হাতদ্বারা স্থানান্তর করা।

-- Aishik Rehman (আলাপ) ১৯:৪৬, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Aishik Rehman: ১.১ নম্বর কাজ ব্যতীত অন্য কাজগুলোর জন্য বটকে সব মিলিয়ে ৫০-১০০টি পরীক্ষামূলক সম্পাদনা করার অনুরোধ করছি। সম্পাদনার হার মিনিটে সর্বোচ্চ ৬টি রাখলে ভালো হয়। — তানভির২১:৩৬, ২৯ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir ৭৯-৮০ টি করা হয়েছে। শেষের কয়েকটা রিজেক্স টাইপো ব্যবহার করে করা হয়েছে।-- Aishik Rehman (আলাপ) ০৬:০২, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
১.১ ব্যতীত অন্য কাজগুলোর জন্য পতাকা অনুমোদন  করা হয়েছে। সামগ্রিকভাবে অবদানের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনাকে ধন্যবাদ! — তানভির০৮:২৯, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা

  • @Aishik Rehman: সাধারণ পরিষ্করণ: ১. পিতৃহীন বা অনাথ নিবন্ধগুলোতে ট্যাগ লাগানো। - আমি আপাতত এটি না করার পক্ষে। গত ৮ বছরের স্ব অভিজ্ঞতা বলে, এই রকম ট্যাগ লাগালে তা বছরের পর বছর নিবন্ধে পড়ে থাকবে। কারো যদি এই জাতীয় তালিকা লাগে বিশেষ:পিতৃহীন_পাতা আছে। ২. আপত্তি নেই ৩. "পারমিউটেশনকৃত" কি? শৈলীগত পরিবর্তন: ১. ও ২. আপত্তি নেই। ৩. নকীব বট করে। অন্যান্য: ১. বটের বদলে আপনার মূল অ্যাকাউন্ট থেকে করার পক্ষে। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৫, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @আফতাবুজ্জামান ১.১. আমরা ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় থেকে আগামী মাসে পিতৃদান কর্মসূচি শুরু করব। তাই সকল নিবন্ধের ট্যাগ লাগানো প্রয়োজন। বিস্তারিত তালিকা হতে সমস্যা নেই। আমাদের কাজে লাগবে। তাই পড়ে থাকা নিয়ে সংশয় নেই। ২.২. পারমিউটেশন বলতে বুঝিয়েছি একটি বানান মোট কতভাবে ভুল হতে পারে তা নির্ণয় করা। ফলাফল অনুযায়ী তা অনুসন্ধানপূর্বক যাচাই করা এবং যাচাইপুর্বক সংশোধন করা। ২.৩. নকীব বট করলেও তাতে আমি সমস্যা দেখছি না। বরং কাজ করাটাই বিষয়। ৩.১ বট তালিকা করবে কেবল। স্থানান্তর করবে সম্প্রদায়ের সদস্যগণ। তাই মূল অ্যাকাউন্ট থেকে করতে চাচ্ছি না। তবে নিজে যেগুলো স্থানান্তর করব সেগুলো মূল অ্যাকাউন্ট থেকেই করব। আপনার পরবর্তী মতামতের অপেক্ষায় রইলাম। -- Aishik Rehman (আলাপ) ২১:৫৬, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Aishik Rehman: ১.১ ট্যাগ না লাগিয়েও বিশেষ:পিতৃহীন_পাতা ধরে কাজ করা যায়। আপনারা কাজ শুরু করলে আমাকে বইলেন, আমি এটাকে তালিকা/ছকে রূপান্তর করে দিব। অনুগ্রহ করে বট চালানোর সময়, "Auto tag" ঘরে টিকচিহ্ন না দেয়ার অনুরোধ করছি।
    আর আমি জানতে চাই, আপনি কি বানান ভুল ঠিক করার সময় এর ঝুঁকি সম্পর্কে অবগত আছেন? যথাযথ পরীক্ষা না করে যদি কাজ করেন, তবে দেখা যাবে বট আপনার অগোচরে একটি বানান ঠিক করতে যেয়ে আরেকটি বানানকে ভুলে পরিণত করে দিচ্ছে। উদাহরণ, আপনি অনুকে "অণু" করার কাজ করছেন। বট কিন্তু একইসাথে অনুমানকেও "অণুমান" করে দিবে। সুতরাং সকল বানান ঠিক করার সময় সাবধান, বিশেষ করে ২-৩ অক্ষরের বানান ঠিক করার সময় অতি সাবধান থাকবেন। আর এমন অবস্থায় কি করবেন? অনুকে "অণু" করার কাজ চালিয়ে যাবেন? --আফতাবুজ্জামান (আলাপ) ২২:২০, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @আফতাবুজ্জামান এমন সম্ভাবনা যেসব শব্দে আছে সেগুলো ম্যানুয়ালিই করা হবে যাতে ভুল না হয়। যেহেতু অউব্রাতে প্রিভিউ সুবিধা রয়েছে, তাই এটি করা কঠিন কিছুনা। উইকিতে যেপরিমাণ ভুল বানান রয়েছে তা ধারণার বাইরে। এগুলো সংশোধন করা জরুরি। গত কয়েকদিন যাবৎ পারমিউটেশন থেকে এমনটাই দেখতে পাচ্ছি। -- Aishik Rehman (আলাপ) ২২:২৫, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Aishik Rehman: বট পতাকা যোগের পর অউব্রাতে "স্বয়ংক্রিয় সংরক্ষণ" করার সুবিধা আসবে। নিজের অভিজ্ঞতা থেকে আমি ধারণা করছি, আপনিও বেশিরভাগ সময় উক্ত স্বয়ংক্রিয় সংরক্ষণ সুবিধা ব্যবহার করেই কাজ করবেন (যার অর্থ ১০০% সম্পাদনা আপনার নজরে আসবে না)। এই কারণেই আমি জানতে চাই, ১. আপনি কি "স্বয়ংক্রিয় সংরক্ষণ সুবিধা ব্যবহার করে" বানান ভুল ঠিক করার সময় এর ঝুঁকি সম্পর্কে অবগত আছেন? ২. উপরে আমার অনু/অণুর উদাহরণ বুঝতে পেরেছেন? ৩. ধরুন, মান বানান ভুলভাবে মাণ হিসেবে আছে। আপনি কি "মান" বানান ঠিক করার সময় স্বয়ংক্রিয় সংরক্ষণ সুবিধা ব্যবহার করবেন? করলে কেন/না করলে কেন? এখানে কি ঝুঁকি আছে? একটু চিন্তা করে বলুন। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৯, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @আফতাবুজ্জামান ১. ঝুঁকি সম্পর্কে আমি অবগত আছি। আশা করি এবিষয়ে আপনি আস্থা রাখতে পারেন। ২. অনু/অণুর উদাহরণ আমি বুঝতে পেরেছি। পূর্ব অভিজ্ঞতায় বলতে পারি এবিষয়গুলো বেশ কয়েকবার আমার সামনে পড়েছে। ৩. না, "মান" বানান ঠিক করার সময় স্বয়ংক্রিয় সংরক্ষণ সুবিধা ব্যবহার করে মাণকে মান করব না যেহেতু এতে পরিমাণ বা নির্মাণ ইত্যাদি বানানগুলো পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। -- Aishik Rehman (আলাপ) ২৩:৩১, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Aishik Rehman: ধন্যবাদ। ৩ নংয়ের উত্তরটাই জানতে চাচ্ছিলাম। বট চালানোর সময় এভাবেই অগ্রিম চিন্তা করে নিবেন।

    তানভির ভাই, আমার মনে হয় আপনি হিরক রাজা বটকে বানান ঠিক করার জন্য (উপরের ১.২, ১.৩, ২.১ ও ২.২ নং কর্মের জন্য) বট পতাকা দিতে অগ্রসর হতে পারেন। তিনি বানান ঠিক করার মূল ঝুঁকি সম্পর্কে অবগত আছেন বলে মনে হল। ফলে একটা বানান ঠিক করতে যেয়ে আরেকটা বানান ভুল করে দিবেন আমার মনে হয় না এমন হবে।--আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৩, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • @Aishik Rehman:, আপনার প্রস্তাবিত কাজগুলো বর্তমান সক্রিয় এক বা একাধিক বট দ্বারা নিয়মিত সম্পাদিত হয়, সেক্ষেত্রে নতুন বট কী ধরনের সুবিধা দেবে বলে আপনি মনে করেন? একটি কাজের জন্য বেশি বট রাখার প্রয়োজনীয়তা আমাদের উইকিতে নেই বললেই চলে। — তানভির০১:০৪, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Wikitanvir আমার মনে হয় না যে বাংলা উইকিতে উল্লেখিত কাজের জন্য বটের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। এমনকি বাংলাবটসহ কয়েকটি বানান সংশোধক বট নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তবে যাই হোক, নতুন সুবিধার কথা যেহেতু বলছেন সেহেতু বলতে পারি প্রচলিত বটগুলো কেবল প্রচলিত ভুল বানানগুলো সংশোধন করে থাকে। কিন্তু এর বাইরেও অসংখ্য ভুল বানান উইকিতে অহরহ পাবেন। সেগুলো কোন বটের সংশোধন তালিকায় অদ্যাবধি দেখিনি। যেমন ধরেন- গত কদিন যাবৎ আমার মূল অ্যাকাউন্ট থেকে শতাধিক নিবন্ধের বানান সংশোধন করেছি যা প্রচলিত বটগুলো তখনও করেনি। কিন্তু এইকাজ করতে বেশ দখল পোহাতে হয় সাম্প্রতিক পরিবর্তন মসৃণ রাখতে গিয়ে। বিশেষ করে ভৌগোলিক, বিদেশি, বৈজ্ঞানিক ও জাতিবাচক শব্দের বানানে প্রচুর ভুল পাবেন যেগুলো কোন বট করছে না। এমনকি প্রচলিত ভুল পন্ডিত (পণ্ডিত) বানানটিই ছিল ১০০০+ নিবন্ধে, কিন্তু তা বর্তমান অবধি কোন বটের আওতায় আসেনি। কিন্তু দীর্ঘ সময় ধরে এসব ভুল হয়ে পড়ে থাকে প্রচলিত বটের অপেক্ষায় যা বিশ্বকোষের জন্য মোটেই ভালো বিষয় নয়। একাধিক বট যদি উইকির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করে তাতে আমার মনে হয় না সমস্যা হবে। বলতে পারেন আমি ভুলের তালিকাগুলো প্রচলিত বটকে দিলেই পারি। তবে এক্ষেত্রে সমস্যা হল প্রতিনিয়ত ও সহস্রাধিক ভুল বানান চোখে পড়ে যা অন্য বট দিয়ে করানোর অপেক্ষার চাইতে আমি সেমি-অটোমেটেড বট দিয়ে অবলোকনমাত্রই করতে আগ্রহী। আর পারমিউটেশন করে কাজ করছে এরকম বট সম্ভবত বর্তমানে উইকিতে নেই। যদিও পারমিউটেশন ও কম্বিনেশনের কাজটি বট এক্সেলের সাহায্য নিয়ে করবে, অউব্রা কেবল অনুসন্ধান মাধ্যম হিসেবে কাজ করবে। তাই আমি মনে করি বটটি অনুমোদনযোগ্য। -- Aishik Rehman (আলাপ) ০৮:৩১, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]