জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
জাফরনগর_অপর্ণা_চরণ_উচ্চ_বিদ্যালয়.jpeg সরানো হলো। এটি JuTa কর্তৃক কমন্স থেকে অপসারিত হয়েছে, কারণ: No license since 22 July 2020।
১ নং লাইন: ১ নং লাইন:
{{উৎসহীন|date=এপ্রিল ২০২০}}
{{উৎসহীন|date=এপ্রিল ২০২০}}
[[চিত্র:জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়.jpeg|alt=প্রাত্যহিক সমাবেশ |থাম্ব]]
[[চিত্|alt=প্রাত্যহিক সমাবেশ |থাম্ব]]
'''জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়''' সীতাকুন্ডের একটি প্রাচীন বিদ্যালয়। এটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১৪০০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে।<ref>[https://tarunnobd24.com/archives/25010]</ref>
'''জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়''' সীতাকুন্ডের একটি প্রাচীন বিদ্যালয়। এটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১৪০০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে।<ref>[https://tarunnobd24.com/archives/25010]</ref>



২১:১৪, ২ আগস্ট ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

alt=প্রাত্যহিক সমাবেশ |থাম্ব জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয় সীতাকুন্ডের একটি প্রাচীন বিদ্যালয়। এটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১৪০০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে।[১]

অবস্থান

বিদ্যালয়টি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় অবস্থিত। যা চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩০ কি.মি এবং সীতাকুন্ড থানা থেকে প্রায় ৪ কি.মি দূরে মনোরম গ্রামীণ পরিবেশে অবস্থিত। এর ডাকঘর-জাফরনগর। ইউনিয়ন- ১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ।

বিদ্যালয়ের অবকাঠামো

সম্পূর্ণ বিদ্যালয়টি দ্বিতল বিশিষ্ট। এছাড়াও সেসিপের অর্থায়নে নতুন একটি তিন তলা বিল্ডিং এর কাজ সম্প্রতি সমাপ্ত হলো। শীঘ্রই এই ভবণে পাঠদান কার্যক্রম শুরু হবে। বিদ্যালয়ের সামনে একটি বিশাল মাঠ রয়েছে এবং এর পিছন দিকে একটি বিশাল পুকুর রয়েছে। শিক্ষক ও ছাত্রদের নামাজ আদায়ের জন্য পুকুর সংলগ্নে একটি ইবাদতখানা রয়েছে। এছাড়াও আছে প্রধান শিক্ষকের অফিস,সহঃপ্রধান শিক্ষক অফিস, সহঃশিক্ষক-শিক্ষিকা অফিস,বিজ্ঞানাগার,ভোকেশনাল ল্যাব,লাইব্রেরী, বিতর্ক ক্লাব, ক্যান্টিন ইত্যাদি।

তথ্য

  • অনুষদ- বিজ্ঞান, বাণিজ্য, মানবিক।
  • ভোকেশনাল(জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল মেকানিক্স)।

শিক্ষক-শিক্ষিকা ১. প্রধান-শিক্ষক- শ্যামল কুমার রায়। ২. সহঃপ্রধান-শিক্ষক- মৃদুল কান্তি দাস। ৩. মৈত্রী বড়ুয়া। ৪. বিভাস চক্রবর্তী। ৫. শিপ্রা রানি। ৬. জামশেদ আহমেদ। ৭. মোঃ মাঈন উদ্দীন। ৮. শীমুল দাস। ৯. গোপাল গান্ধিক। ১০. সুমন ভৌমিক। ১১. দেলোয়ার হোসেন। ১২. আকতারুজ্জামান।

কৃতি ব্যক্তি

১. অধ্যাপক নাজির আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অধ্যাপক নাজির আহমেদের প্রিয় ছাত্র ছিলেন। অধ্যাপক নাজির আহমেদ এই বিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র ছিলেন।

তথ্যসূত্র