অলি আহাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Muntasir du (আলোচনা | অবদান)
তথ্যসূত্র যোগ
Swakkhar17 (আলোচনা | অবদান)
৪ নং লাইন: ৪ নং লাইন:
পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বেই [[আলীগড় বিশ্ববিদ্যালয়|আলিগড় বিশ্ববিদ্যালয়ের]] ডা: জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের [[মুহম্মদ শহীদুল্লাহ|ড. শহীদুল্লাহ্‌]] পাল্টা বাংলা ভাষার প্রস্তাব দিয়েছিলেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ‘তমুদ্দুন মজলিস’ পাকিস্তানের রাষ্ট্রভাষার দাবিতে প্রচারাভিযান শুরু করে। পাকিস্তানের গনপরিষদে বাংলা ভাষার স্থান না হওয়ায় [[১৯৪৮]] সালের [[মার্চ ১১|১১ মার্চ]] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ প্রতিবাদ সভা, সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করে। ঐ দিন পুলিশ ছাত্রদের বাধা দেয় এবং বহু ছাত্রকে গ্রেফতার করে। বন্দী নেতাদের মধ্যে ছিলেন [[শামসুল হক (রাজনীতিবিদ)|শামসুল হক]], [[শেখ মুজিবুর রহমান]], অলি আহাদ, শওকত আলি, কাজী গোলাম মাহবুব প্রমুখ<ref>ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর; অধ্যাপক রফিকুল ইসলাম</ref>।
পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বেই [[আলীগড় বিশ্ববিদ্যালয়|আলিগড় বিশ্ববিদ্যালয়ের]] ডা: জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের [[মুহম্মদ শহীদুল্লাহ|ড. শহীদুল্লাহ্‌]] পাল্টা বাংলা ভাষার প্রস্তাব দিয়েছিলেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ‘তমুদ্দুন মজলিস’ পাকিস্তানের রাষ্ট্রভাষার দাবিতে প্রচারাভিযান শুরু করে। পাকিস্তানের গনপরিষদে বাংলা ভাষার স্থান না হওয়ায় [[১৯৪৮]] সালের [[মার্চ ১১|১১ মার্চ]] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ প্রতিবাদ সভা, সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করে। ঐ দিন পুলিশ ছাত্রদের বাধা দেয় এবং বহু ছাত্রকে গ্রেফতার করে। বন্দী নেতাদের মধ্যে ছিলেন [[শামসুল হক (রাজনীতিবিদ)|শামসুল হক]], [[শেখ মুজিবুর রহমান]], অলি আহাদ, শওকত আলি, কাজী গোলাম মাহবুব প্রমুখ<ref>ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর; অধ্যাপক রফিকুল ইসলাম</ref>।


[[মার্চ ২৪]] তারিখে রাষ্ট্রভাষা কর্ম পরিষদের একটি প্রতিনিধিদল [[মুহাম্মদ আলী জিন্নাহ|জিন্নাহ্‌র]] সাথে সাক্ষাৎ করেন ও বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন। এই প্রতিনিধিদলে ছিলেন [[শামসুল হক (রাজনীতিবিদ)|শামসুল হক]], কামরুদ্দিন আহমেদ, আবুল কাশেম, [[তাজউদ্দিন আহমেদ]], মোহাম্মদ তোয়াহা, আজিজ আহমদ, অলি আহাদ, নঈমুদ্দিন আহমদ, শামসুল আলম এবং নজরুল ইসলাম।
[[মার্চ ২৪]] তারিখে রাষ্ট্রভাষা কর্ম পরিষদের একটি প্রতিনিধিদল [[মুহাম্মদ আলী জিন্নাহ|জিন্নাহ্‌র]] সাথে সাক্ষাৎ করেন ও বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন। এই প্রতিনিধিদলে ছিলেন [[শামসুল হক (রাজনীতিবিদ)|শামসুল হক]], কামরুদ্দিন আহমেদ, আবুল কাশেম, [[তাজউদ্দিন আহমেদ]], [[মোহাম্মদ তোয়াহা]], আজিজ আহমদ, অলি আহাদ, নঈমুদ্দিন আহমদ, শামসুল আলম এবং নজরুল ইসলাম।


[[১৯৫২]] সালের [[জানুয়ারি ২৬|২৬ জানুয়ারি]] পাকিস্তানের প্রধানমন্ত্রী [[খাজা নাজিমুদ্দিন]] ঢাকায় [[নিখিল পাকিস্তান মুসলিম লীগ|নিখিল পাকিস্তান মুসলিম লীগের]] অধিবেশনে সভাপতির ভাষণে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তখন ঢাকায় ছাত্রসমাজ ফেটে পড়ে। প্রতিবাদস্বরুপ [[জানুয়ারি ৩০|৩০ জানুয়ারি]] ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং [[আতাউর রহমান খান|আতাউর রহমান খানের]] সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খিলাফতে রব্বানী পার্টির প্রতিনিধিদের নিয়ে ‘সর্বদলীয় কর্মপরিষদ’ গঠিত হয়। [[ফেব্রুয়ারি ৪|৪ ফেব্রুয়ারি]] পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় [[ফেব্রুয়ারি ২১|২১ ফেব্রুয়ারি]] রাষ্ট্রভাষা দিবসরুপে পালিত হবে। [[ফেব্রুয়ারি ২০|২০ ফেব্রুয়ারি]] সন্ধায় [[নুরুল আমিন]] সরকার ঢাকায় ১১৪ ধারা জারি করে। নবাবপুরে আওয়ামী লীগ অফিসে [[আবুল হাশিম|আবুল হাশিমের]] সভাপতিত্বে ১১৪ ধারা না ভাঙ্গার সিদ্ধান্ত হয়। কিন্তু, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ ১১৪ ধারা ভঙ্গ করতে বদ্ধপরিকর ছিল। সংগ্রাম পরিষদের সভায় [[আবদুল মতিন]], অলি আহাদ ও [[গোলাম মওলা]] ১১৪ ধারা ভাঙ্গার পক্ষে ভোট দেন। ছাত্ররা ১০ জনে অসংখ্য দলে বিভক্ত হয়ে শৃঙ্খলার সঙ্গে ১১৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়।
[[১৯৫২]] সালের [[জানুয়ারি ২৬|২৬ জানুয়ারি]] পাকিস্তানের প্রধানমন্ত্রী [[খাজা নাজিমুদ্দিন]] ঢাকায় [[নিখিল পাকিস্তান মুসলিম লীগ|নিখিল পাকিস্তান মুসলিম লীগের]] অধিবেশনে সভাপতির ভাষণে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তখন ঢাকায় ছাত্রসমাজ ফেটে পড়ে। প্রতিবাদস্বরুপ [[জানুয়ারি ৩০|৩০ জানুয়ারি]] ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং [[আতাউর রহমান খান|আতাউর রহমান খানের]] সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খিলাফতে রব্বানী পার্টির প্রতিনিধিদের নিয়ে ‘সর্বদলীয় কর্মপরিষদ’ গঠিত হয়। [[ফেব্রুয়ারি ৪|৪ ফেব্রুয়ারি]] পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় [[ফেব্রুয়ারি ২১|২১ ফেব্রুয়ারি]] রাষ্ট্রভাষা দিবসরুপে পালিত হবে। [[ফেব্রুয়ারি ২০|২০ ফেব্রুয়ারি]] সন্ধায় [[নুরুল আমিন]] সরকার ঢাকায় ১১৪ ধারা জারি করে। নবাবপুরে আওয়ামী লীগ অফিসে [[আবুল হাশিম|আবুল হাশিমের]] সভাপতিত্বে ১১৪ ধারা না ভাঙ্গার সিদ্ধান্ত হয়। কিন্তু, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ ১১৪ ধারা ভঙ্গ করতে বদ্ধপরিকর ছিল। সংগ্রাম পরিষদের সভায় [[আবদুল মতিন]], অলি আহাদ ও [[গোলাম মওলা]] ১১৪ ধারা ভাঙ্গার পক্ষে ভোট দেন। ছাত্ররা ১০ জনে অসংখ্য দলে বিভক্ত হয়ে শৃঙ্খলার সঙ্গে ১১৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়।
[[ফেব্রুয়ারি ২১|২১ ফেব্রুয়ারি]] ছাত্ররা ১১৪ ধারা ভাঙ্গা শুরু করলে ছাত্রদের সাথে পুলিশের খন্ডযুদ্ধ শুরু হয়ে যায়।
[[ফেব্রুয়ারি ২১|২১ ফেব্রুয়ারি]] ছাত্ররা ১১৪ ধারা ভাঙ্গা শুরু করলে ছাত্রদের সাথে পুলিশের খন্ডযুদ্ধ শুরু হয়ে যায়।
[[ফেব্রুয়ারি ২৪|২৪ ফেব্রুয়ারি]] সকালে অনানুষ্ঠানিক ভাবে শহীদ শফিউর রহমানে পিতা আর [[ফেব্রুয়ারি ২৬|২৬ ফেব্রুয়ারি]] [[আবুল কালাম শামসুদ্দিন]] আনুষ্ঠানিক ভাবে শহীদ মিনারের উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যে পুলিশ নিরাপত্তা আইনে [[আবুল হাশিম]], [[আবদুল হামিদ খান ভাসানী]], [[মুনীর চৌধুরী|অধ্যাপক মুনীর চৌধুরী]], [[অজিতকুমার গুহ|অধ্যাপক অজিতকুমার গুহ]], [[পুলিন দে]], অধ্যাপক পৃথ্বিশ চক্রবর্তী, অলি আহাদ প্রমুখকে গ্রেফতার করে। [[নুরুল আমিন]] সরকার ভাষা আন্দোলনকারীদের ‘ভারতের চর’, ‘হিন্দু’, ‘কমিউনিস্ট’ ইত্যাদি আখ্যা দেয়। <ref>ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর- [[রফিকুল ইসলাম (অধ্যাপক)|রফিকুল ইসলাম]]; পৃষ্ঠা: ১৪১-১৪৫</ref>
[[ফেব্রুয়ারি ২৪|২৪ ফেব্রুয়ারি]] সকালে অনানুষ্ঠানিক ভাবে শহীদ শফিউর রহমানে পিতা আর [[ফেব্রুয়ারি ২৬|২৬ ফেব্রুয়ারি]] [[আবুল কালাম শামসুদ্দিন]] আনুষ্ঠানিক ভাবে শহীদ মিনারের উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যে পুলিশ নিরাপত্তা আইনে [[আবুল হাশিম]], [[আবদুল হামিদ খান ভাসানী]], [[মুনীর চৌধুরী|অধ্যাপক মুনীর চৌধুরী]], [[অজিতকুমার গুহ|অধ্যাপক অজিতকুমার গুহ]], [[পুলিন দে]], অধ্যাপক পৃথ্বিশ চক্রবর্তী, অলি আহাদ প্রমুখকে গ্রেফতার করে। [[নুরুল আমিন]] সরকার ভাষা আন্দোলনকারীদের ‘ভারতের চর’, ‘হিন্দু’, ‘কমিউনিস্ট’ ইত্যাদি আখ্যা দেয়। <ref>ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর- [[রফিকুল ইসলাম (অধ্যাপক)|রফিকুল ইসলাম]]; পৃষ্ঠা: ১৪১-১৪৫</ref>

==আরো দেখুন==
==আরো দেখুন==
* [[ঢাকা বিশ্ববিদ্যালয়]]
* [[ঢাকা বিশ্ববিদ্যালয়]]

১৯:৪০, ৬ মার্চ ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

অলি আহাদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ। ভাষা আন্দোলনের ইতিহাসে তাঁর ভূমিকা অগ্রগণ্য। ভাষা আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে ২৯ মার্চ, ১৯৪৮ সালে তৎকালীন সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের জন্য বহিষ্কার করা হয়[১]। দীর্ঘ ৫৮ বছর পর ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ প্রত্যাহার করে নেয়। এছাড়া ১৯৪৭-১৯৭৫ সময়কালীন জাতীয় রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনের শেষ ভাগে তিনি ডেমোক্রাটিক লীগ নামক রাজনৈতিক দল গঠন করেন। এছাড়া জাতীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা সম্বলিত গ্রন্থ জাতীয় রাজনীতি ১৯৪৫-১৯৭৫ এর প্রণেতা তিনি।

ভাষা আন্দোলনে ভূমিকা

পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ডা: জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. শহীদুল্লাহ্‌ পাল্টা বাংলা ভাষার প্রস্তাব দিয়েছিলেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ‘তমুদ্দুন মজলিস’ পাকিস্তানের রাষ্ট্রভাষার দাবিতে প্রচারাভিযান শুরু করে। পাকিস্তানের গনপরিষদে বাংলা ভাষার স্থান না হওয়ায় ১৯৪৮ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ প্রতিবাদ সভা, সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করে। ঐ দিন পুলিশ ছাত্রদের বাধা দেয় এবং বহু ছাত্রকে গ্রেফতার করে। বন্দী নেতাদের মধ্যে ছিলেন শামসুল হক, শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, শওকত আলি, কাজী গোলাম মাহবুব প্রমুখ[২]

মার্চ ২৪ তারিখে রাষ্ট্রভাষা কর্ম পরিষদের একটি প্রতিনিধিদল জিন্নাহ্‌র সাথে সাক্ষাৎ করেন ও বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন। এই প্রতিনিধিদলে ছিলেন শামসুল হক, কামরুদ্দিন আহমেদ, আবুল কাশেম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ তোয়াহা, আজিজ আহমদ, অলি আহাদ, নঈমুদ্দিন আহমদ, শামসুল আলম এবং নজরুল ইসলাম।

১৯৫২ সালের ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে সভাপতির ভাষণে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তখন ঢাকায় ছাত্রসমাজ ফেটে পড়ে। প্রতিবাদস্বরুপ ৩০ জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খিলাফতে রব্বানী পার্টির প্রতিনিধিদের নিয়ে ‘সর্বদলীয় কর্মপরিষদ’ গঠিত হয়। ৪ ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবসরুপে পালিত হবে। ২০ ফেব্রুয়ারি সন্ধায় নুরুল আমিন সরকার ঢাকায় ১১৪ ধারা জারি করে। নবাবপুরে আওয়ামী লীগ অফিসে আবুল হাশিমের সভাপতিত্বে ১১৪ ধারা না ভাঙ্গার সিদ্ধান্ত হয়। কিন্তু, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ ১১৪ ধারা ভঙ্গ করতে বদ্ধপরিকর ছিল। সংগ্রাম পরিষদের সভায় আবদুল মতিন, অলি আহাদ ও গোলাম মওলা ১১৪ ধারা ভাঙ্গার পক্ষে ভোট দেন। ছাত্ররা ১০ জনে অসংখ্য দলে বিভক্ত হয়ে শৃঙ্খলার সঙ্গে ১১৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। ২১ ফেব্রুয়ারি ছাত্ররা ১১৪ ধারা ভাঙ্গা শুরু করলে ছাত্রদের সাথে পুলিশের খন্ডযুদ্ধ শুরু হয়ে যায়। ২৪ ফেব্রুয়ারি সকালে অনানুষ্ঠানিক ভাবে শহীদ শফিউর রহমানে পিতা আর ২৬ ফেব্রুয়ারি আবুল কালাম শামসুদ্দিন আনুষ্ঠানিক ভাবে শহীদ মিনারের উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যে পুলিশ নিরাপত্তা আইনে আবুল হাশিম, আবদুল হামিদ খান ভাসানী, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক অজিতকুমার গুহ, পুলিন দে, অধ্যাপক পৃথ্বিশ চক্রবর্তী, অলি আহাদ প্রমুখকে গ্রেফতার করে। নুরুল আমিন সরকার ভাষা আন্দোলনকারীদের ‘ভারতের চর’, ‘হিন্দু’, ‘কমিউনিস্ট’ ইত্যাদি আখ্যা দেয়। [৩]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর; অধ্যাপক রফিকুল ইসলাম
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর; অধ্যাপক রফিকুল ইসলাম
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর- রফিকুল ইসলাম; পৃষ্ঠা: ১৪১-১৪৫