আলাপ:কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎আজকে কয় জন আক্রান্ত: নতুন অনুচ্ছেদ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৩ নং লাইন: ৩৩ নং লাইন:
:::::আমার আপত্তি নাই। তবে উদ্দেশ্য যদি মানুষকে সচেতন করা হয় সেক্ষেত্রে পুরো ম্যানুয়ালটা একটা প্রকল্প পাতায় নিয়ে এই নিবন্ধ এবং করোনার সাথে যুক্ত সকল নিবন্ধের উপরে রং করা একটা নোটিশ দিয়ে এই ম্যানুয়ালের পাতায় পাঠকদের নিদেশ করা যেতে পারে। সেক্ষেত্রে বেশি মানুষের নজরে দেখবে আবার ওটা গুগল অনুসন্ধানেও আলাদা পাতা হিসেবেই আসবে। সাথে সাথে নিবন্ধটির বিশ্বকোষীয় ধাঁচ বজায় থাকলো এবং সাথে সাথে জনসচেতনতাও হলো। আলাদা নামস্থানে পাতা থাকলে সেখানে আরো অনেক তথ্যই যুক্ত করা যাবে যা হয়ত বিশ্বকোষের নিবন্ধে করা যাবে না। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ০৭:০২, ২৮ মার্চ ২০২০ (ইউটিসি)
:::::আমার আপত্তি নাই। তবে উদ্দেশ্য যদি মানুষকে সচেতন করা হয় সেক্ষেত্রে পুরো ম্যানুয়ালটা একটা প্রকল্প পাতায় নিয়ে এই নিবন্ধ এবং করোনার সাথে যুক্ত সকল নিবন্ধের উপরে রং করা একটা নোটিশ দিয়ে এই ম্যানুয়ালের পাতায় পাঠকদের নিদেশ করা যেতে পারে। সেক্ষেত্রে বেশি মানুষের নজরে দেখবে আবার ওটা গুগল অনুসন্ধানেও আলাদা পাতা হিসেবেই আসবে। সাথে সাথে নিবন্ধটির বিশ্বকোষীয় ধাঁচ বজায় থাকলো এবং সাথে সাথে জনসচেতনতাও হলো। আলাদা নামস্থানে পাতা থাকলে সেখানে আরো অনেক তথ্যই যুক্ত করা যাবে যা হয়ত বিশ্বকোষের নিবন্ধে করা যাবে না। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ০৭:০২, ২৮ মার্চ ২০২০ (ইউটিসি)
:::::: কিছুটা নরম রং যেমন <code>background:#fcfcf4</code> দেয়া যেতে পারে। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ০১:৩৬, ২৯ মার্চ ২০২০ (ইউটিসি)
:::::: কিছুটা নরম রং যেমন <code>background:#fcfcf4</code> দেয়া যেতে পারে। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ০১:৩৬, ২৯ মার্চ ২০২০ (ইউটিসি)

== আজকে কয় জন আক্রান্ত ==

{{সম্পাদনার অনুরোধ|উত্তর=না}}
[[বিশেষ:অবদান/2A03:2880:13FF:13:0:0:FACE:B00C|2A03:2880:13FF:13:0:0:FACE:B00C]] ([[ব্যবহারকারী আলাপ:2A03:2880:13FF:13:0:0:FACE:B00C|আলাপ]]) ০৩:১৮, ২৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)

০৩:১৮, ২৭ এপ্রিল ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

উইকিপ্রকল্প কোভিড-১৯ (মূল্যায়ন - গুরুত্ব সর্বোচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প কোভিড-১৯ অংশ, যা উইকিপিডিয়ায় কোভিড-১৯ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 সর্বোচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী সর্বোচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

নিবন্ধ শিরোনাম

আমার মতে নিবন্ধটির নাম পরিবর্তন করে ‘২০১৯–২০ করোনাভাইরাস বৈশ্বিক মহামারী’ রাখা উচিত। প্রথমত, এটি ‘pandemic’ ঘোষিত হয়েছে যার বাংলা হিসেবে ‘বৈশ্বিক মহামারী’ প্রতিষ্ঠিত হয়েছে। আর ‘করোনাভাইরাসঘটিত’ বলারও প্রয়োজন নেই। বাংলা গণমাধ্যমে সরাসরি ‘করোনাভাইরাস’-ই লেখা হচ্ছে বেশিরভাগ স্থানে। আগ্রহীদের মতামত প্রত্যাশা করছি। — তানভির১৫:১৮, ১২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

হুম মহামারি শব্দটা খুবি সহজ যেকারো জন্যই Khantarak (আলাপ) ২৩:৪৫, ১২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
করা হয়েছে কেননা এটি নিশ্চিতভাবে আর প্রাদুর্ভাব পর্যায়ে নেই। তবে আমি "করোনাভাইরাসঘটিত" রেখেছি। শুধু "করোনাভাইরাস বৈশ্বিক মহামারী" দিলে বাক্যে কি নেই কি নেই মনে হচ্ছে। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:১৪, ১৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: বিষয়টি আমিও লক্ষ্য করেছি, তবে আমরা সাধারণত স্বীকৃত পরিভাষা ব্যবহারের চেষ্টা করি, আর কোথাও ঘটিত লেখা হয়নি। আমরা ডেঙ্গু মহামারী বলি ডেঙ্গু জ্বরঘটিত বা ডেঙ্গু ভাইরাসঘটিত মহামারী বলি না (যা আমাদের আগের স্বীকৃত নামের ধারা)। বিষয়টি সঠিকতারও প্রশ্ন বটে। আমি আপনাকে বিবেচনার অনুরোধ করবো। — তানভির১১:৫৯, ১৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা। তবে আমার মতে করোনাভাইরাস+(এর/ঘটিত) ইত্যাদি লাগালে ভালো হত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৯, ১৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ঠিক ধরেছেন ভাই। ২০১৯ বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিবন্ধটি দেখলাম। আমি সে অনুসারে পাতাটি সরিয়ে নিয়েছি। আর প্রমিত বানান মহামারী তাই সেই বানান অনুসারেই পাতাটি স্থানান্তর করলাম। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। — তানভির১৩:৫০, ১৪ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনুচ্ছেদের বিন্যাস

আমার মতে জনস্বাস্থ্যের স্বার্থে নিবন্ধের ভূমিকার ঠিক পরপরেই "প্রতিরোধের জন্য করণীয়" অনুচ্ছেদটা রাখা উচিত। এখন বেশির ভাগ মানুষ মোবাইল ফোন দিয়ে করোনাভাইরাস প্রতিরোধের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে। এজন্য তাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় তথ্যগুলি সবার উপরে রাখা উচিত যাতে বেশী "স্ক্রল" করতে না হয়। আমার মতে, এ মুহূর্তে বাংলাভাষী মানুষের জন্য সবচেয়ে জরুরী তথ্য হল "কীভাবে করোনাভাইরাস প্রতিরোধ করতে হবে?"। তাই জনস্বার্থে সঠিক তথ্য যতদ্রুত সম্ভব সুলভ করার উদ্দেশ্যে ঐ অনুচ্ছেদটা ভূমিকার ঠিক পরেই সবার উপরে রাখতে হবে। পরবর্তীতে যখন সঙ্কট কেটে যাবে, তখন অনুচ্ছেদগুলি সনাতন বিন্যাসে ফেরত আনা যেতে পারে। আগে জান বাঁচানো ফরজ। আমি সাহসী হয়ে সরিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত শিক্ষিত বাংলাভাষী মানুষ গুগলে "করোনা প্রতিরোধ", "করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়", এই জাতীয় টার্ম দিয়ে গুগলে বা অন্যত্র অনুসন্ধান করবে, তাই এই টার্মগুলি নিবন্ধের ভেতরে রাখা জরুরি বিধায় আমি এটা প্রতিরোধ অনুচ্ছেদে যোগ করে দিয়েছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:১৭, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান, NahidSultan, এবং Wikitanvir: যেকোনও ধরনের অনুসন্ধানের জন্য গুগলের ফলাফল প্রদর্শকারী পাতাতে উইকিপিডিয়ার নিবন্ধগুলি সবসময়ই উপরের দিকে প্রথম চার-পাঁচটি ফলাফলের মধ্যে থাকে। আমি এইমাত্র "করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়" শব্দগুচ্ছ দিয়ে অনুসন্ধান করে দেখছি গুগলের ফলাফল পাতাতে ৩নং ও ৪নং ফলাফলে বাংলা উইকির এই পাতাটি ও করোনাভাইরাস ব্যাধি ২০১৯ পাতাটিকে দেখাচ্ছে (বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পাতা ১ নম্বরে এবং বিবিসি বাংলার সংশ্লিষ্ট পাতা ২ নম্বরে আছে)। এটা বাংলাদেশের ঢাকাতে বসে গুগলের স্থানীয় বাংলা ভাষা সংস্করণে এরকম দেখাচ্ছে। আমার মতে, যেহেতু গুগলের মতো অনুসন্ধান ইঞ্জিনে বাংলা ভাষায় করা অনুসন্ধানগুলির ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়াকে অনেক ওজন দেওয়া হচ্ছে, সুতরাং বাংলা উইকিপিডিয়ার সম্পাদকদের দায়িত্ব অনেক বেশি, বিশেষ করে করোনাভাইরাসের মতো জনস্বাস্থ্য সঙ্কটের মতো অবস্থাতে। আমাদেরকে সম্পাদনার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩৮, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

তবে "করোনাভাইরাস প্রতিরোধে করণীয়" দিয়ে অনুসন্ধান করে গুগলের প্রথম ৩০টি ফলাফল পর্যন্ত দেখলাম বাংলা উইকির কোনও পাতাই নেই। সুতরাং বাংলা ভাষায় সার্চ টার্মগুলির জন্য গুগলের অ্যালগোরিদম খুব "বুদ্ধিমান" নয়। মানে গুগলের অ্যালগোরিদম বাংলা সার্চ টার্মটাকে আক্ষরিকভাবে নিচ্ছে। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৪৮, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা। আর গুগল অনুসন্ধান কীভাবে কাজ করে তা জানা নেই, সম্ভবত অনুচ্ছেদগুলি গুগল ব্যবহার করে। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৮, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের ধাঁচ

@Zaheen: অর্ণব ভাই ও অন্যান্যরা, এই নিবন্ধে ধাঁচ অনেকটা রোগের কারণ, বিস্তার, ও রোগ থেকে বাঁচার ম্যানুয়ালের মতো হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে এটি প্রাসঙ্গিক মনে হচ্ছে, তবে বিশ্বকোষীয় ধাঁচের কথা ভেবে অন্যান্য অংশ থেকে এটিকে আলাদাভাবে একই পাতায় স্থাপন করা যায় কী না, সেটি ভাবা দরকার বলে মনে করছি। যেমন নির্দেশনা ও সচেতনাবৃদ্ধি সংক্রান্ত অংশগুলোর এক জায়গায় করে ব্যাকগ্রাউন্ডের রং আলাদা করে দেওয়া হলো। এতে মানুষের চোখেও পড়বে, পরবর্তীতে এই দুর্যোগ চলে গেলে অন্যত্র সরিয়েও নেওয়া গেলো। আপনাদের কী মত? — তানভির১৭:০১, ২৫ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Wikitanvir:আমার মতে এখন জীবন বাঁচানো ফরজ; আমার পরিবারের একজন বৃদ্ধ ব্যক্তির মাত্র ক্যান্সার অপারেশন হয়েছে, তিনি হাসপাতালে থেকে কোভিড-১৯-এর বিস্তার থেকে বাঁচবেন কি না, তা নিয়ে আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত। আমার মনে হয় ম্যানুয়ালের মতো করে হলেও এক নিবন্ধ পাতায় বেশির ভাগ জিনিস থাকাটা জরুরি। আমি তো একই প্রতিরোধমূলক তথ্য বিভিন্ন পাতায় (সার্স-কোভ-২ করোনাভাইরাসের নিজস্ব পাতায় এবং কোভিড-১৯-এর নিজস্ব পাতায় দিয়ে দিয়েছি। যাতে যেকোনও সার্চ টার্ম দিয়ে গুগলে সার্চ দিলে ঐ দুই পাতা অথবা বর্তমান পাতার যেকোনও একটাতে অবতরণ করতে পারে। পরবর্তীতে নতুন পাতায় সরিয়ে নেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড রঙের ব্যাপারটা খারাপ না। কিন্তু কীভাবে করবেন, খেলাঘরে করে দেখাতে পারেন।--অর্ণব (আলাপ | অবদান) ২০:১৫, ২৫ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen: অবশ্যই জাহিন ভাই। আমি নিবন্ধ পাতা থেকে বিষয়বস্তু সরানোর কথা বলিনি। নিবন্ধ পাতাতেই থাকবে অবশ্যই, নাহলে তো কাজটাই বিফলে যাবে। আমি এই ধরনের কিছু একটা বুঝিয়েছি। এখানে পুরো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এতো গাঢ় না করে, অনুচ্ছেদ শিরোনামও হাইলাইট করা যেতে পারে। তাহলে হয়তো হাইলাইট করা জায়গাটায় চোখ আগে যাবে। — তানভির২০:৪২, ২৫ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
একই সাথে আপনার পরিবারের ব্যক্তির খবরটি শুনে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ও তার শীঘ্রই সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। উনি, আপনি, আপনার পরিবারের সবাইসহ আল্লাহ সবাইকে এই বিপদ থেকে হেফাজত করুন। নিরাপদে থাকুন ভাই। — তানভির২০:৪৭, ২৫ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
মনোযোগ-আকর্ষী পটভূমিক রঙটা খারাপ লাগছে না। হয়ত আরও হালকা হলুদ একটা রঙ দেওয়া যায়। বাকীরা (@আফতাবুজ্জামান এবং NahidSultan:) কী বলেন?--অর্ণব (আলাপ | অবদান) ১৫:১৪, ২৬ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ভালো উদ্যোগ। রং দেওয়া হউক -- মহামতি মাসুম (আলাপ) ১৯:২৫, ২৬ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আমার আপত্তি নাই। তবে উদ্দেশ্য যদি মানুষকে সচেতন করা হয় সেক্ষেত্রে পুরো ম্যানুয়ালটা একটা প্রকল্প পাতায় নিয়ে এই নিবন্ধ এবং করোনার সাথে যুক্ত সকল নিবন্ধের উপরে রং করা একটা নোটিশ দিয়ে এই ম্যানুয়ালের পাতায় পাঠকদের নিদেশ করা যেতে পারে। সেক্ষেত্রে বেশি মানুষের নজরে দেখবে আবার ওটা গুগল অনুসন্ধানেও আলাদা পাতা হিসেবেই আসবে। সাথে সাথে নিবন্ধটির বিশ্বকোষীয় ধাঁচ বজায় থাকলো এবং সাথে সাথে জনসচেতনতাও হলো। আলাদা নামস্থানে পাতা থাকলে সেখানে আরো অনেক তথ্যই যুক্ত করা যাবে যা হয়ত বিশ্বকোষের নিবন্ধে করা যাবে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০২, ২৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
কিছুটা নরম রং যেমন background:#fcfcf4 দেয়া যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৬, ২৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আজকে কয় জন আক্রান্ত

2A03:2880:13FF:13:0:0:FACE:B00C (আলাপ) ০৩:১৮, ২৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]