চেলো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আধুনিক ব্যবহার
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৬ নং লাইন: ১৬ নং লাইন:
}}
}}


'''চেলো''' বা '''ভায়োলনচেলো'''<ref>{{cite web |url=http://www.oxfordlearnersdictionaries.com/pronunciation/english/violoncello |title=violoncello noun – Pronunciation |website=অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি |accessdate=২৫ সেপ্টেম্বর ২০১৯}}</ref> হল [[বেহালা]] প্রজাতির এক ধরনের [[বাদ্যযন্ত্র]]। এর চারটি স্ট্রিং, তথা উচু থেকে নিচু সি২, জি২, ডি৩ ও এ৩, স্বয়ংসম্পূর্ণ পঞ্চম সুরে ব্যবহৃত হয়। চেলোর জন্য সঙ্গীত মূলত বাস ক্লেফে লেখা হয়ে থাকে এবং উচ্চতর সুরের জন্য টেনর ক্লেফ ও ট্রেবল ক্লেফ ব্যবহৃত হয়।
'''চেলো''' বা '''ভায়োলনচেলো'''<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.oxfordlearnersdictionaries.com/pronunciation/english/violoncello |শিরোনাম=violoncello noun – Pronunciation |ওয়েবসাইট=অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি |সংগ্রহের-তারিখ=২৫ সেপ্টেম্বর ২০১৯}}</ref> হল [[বেহালা]] প্রজাতির এক ধরনের [[বাদ্যযন্ত্র]]। এর চারটি স্ট্রিং, তথা উচু থেকে নিচু সি২, জি২, ডি৩ ও এ৩, স্বয়ংসম্পূর্ণ পঞ্চম সুরে ব্যবহৃত হয়। চেলোর জন্য সঙ্গীত মূলত বাস ক্লেফে লেখা হয়ে থাকে এবং উচ্চতর সুরের জন্য টেনর ক্লেফ ও ট্রেবল ক্লেফ ব্যবহৃত হয়।


চেলোবাদক বা ভায়োলনচেলোবাদক এই বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন। চেলো প্রায়ই বেজ অংশের জন্য বাজানো হয়ে থাকে, চেম্বার সঙ্গীতে স্ট্রিং কোয়ার্টার ও অর্কেস্ট্রা স্ট্রিং অংশ উভয় ক্ষেত্রেই বাজানো হয়। চেলো সিমফনি অর্কেস্ট্রা ও চেম্বার সঙ্গীতদলে ব্যবহৃত হয়।
চেলোবাদক বা ভায়োলনচেলোবাদক এই বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন। চেলো প্রায়ই বেজ অংশের জন্য বাজানো হয়ে থাকে, চেম্বার সঙ্গীতে স্ট্রিং কোয়ার্টার ও অর্কেস্ট্রা স্ট্রিং অংশ উভয় ক্ষেত্রেই বাজানো হয়। চেলো সিমফনি অর্কেস্ট্রা ও চেম্বার সঙ্গীতদলে ব্যবহৃত হয়।


==ব্যুৎপত্তি==
==ব্যুৎপত্তি==
চেলো নামটি ইতালীয় ''ভায়োলোনচেলো'' শব্দের শেষাংশ থেকে নেওয়া হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি | url=http://www.merriam-webster.com/dictionary/violoncello|title=Violoncello |dictionary=মেরিয়াম-ওয়েবস্টার |accessdate=২৫ সেপ্টেম্বর ২০১৯}}</ref> ''ভায়োলোনচেলো'' শব্দের অর্থ হল "ছোট ভায়োলোন"। ভায়োলোন হল ভায়োল পরিবার বা বেহালা পরিবারের বড় আকারের প্রজাতি।
চেলো নামটি ইতালীয় ''ভায়োলোনচেলো'' শব্দের শেষাংশ থেকে নেওয়া হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.merriam-webster.com/dictionary/violoncello|শিরোনাম=Violoncello |অভিধান=মেরিয়াম-ওয়েবস্টার |সংগ্রহের-তারিখ=২৫ সেপ্টেম্বর ২০১৯}}</ref> ''ভায়োলোনচেলো'' শব্দের অর্থ হল "ছোট ভায়োলোন"। ভায়োলোন হল ভায়োল পরিবার বা বেহালা পরিবারের বড় আকারের প্রজাতি।


==ইতিহাস==
==ইতিহাস==

১৯:৫৯, ১০ অক্টোবর ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

চেলো
চেলোর সামনের ও পাশের দৃশ্য
তথ্যসমূহ
অন্য নামভায়োলনচেলো
হর্নবোস্টেল-শ্যাস শ্রেণিবিন্যাস321.322-71
(কম্পোজিট কর্ডোফোন)
বিকশিতআনু. ১৬৬০ খ্রিস্টাব্দে বেজ বেহালা থেকে
পাল্লা
সম্পর্কিত যন্ত্র

চেলো বা ভায়োলনচেলো[১] হল বেহালা প্রজাতির এক ধরনের বাদ্যযন্ত্র। এর চারটি স্ট্রিং, তথা উচু থেকে নিচু সি২, জি২, ডি৩ ও এ৩, স্বয়ংসম্পূর্ণ পঞ্চম সুরে ব্যবহৃত হয়। চেলোর জন্য সঙ্গীত মূলত বাস ক্লেফে লেখা হয়ে থাকে এবং উচ্চতর সুরের জন্য টেনর ক্লেফ ও ট্রেবল ক্লেফ ব্যবহৃত হয়।

চেলোবাদক বা ভায়োলনচেলোবাদক এই বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন। চেলো প্রায়ই বেজ অংশের জন্য বাজানো হয়ে থাকে, চেম্বার সঙ্গীতে স্ট্রিং কোয়ার্টার ও অর্কেস্ট্রা স্ট্রিং অংশ উভয় ক্ষেত্রেই বাজানো হয়। চেলো সিমফনি অর্কেস্ট্রা ও চেম্বার সঙ্গীতদলে ব্যবহৃত হয়।

ব্যুৎপত্তি

চেলো নামটি ইতালীয় ভায়োলোনচেলো শব্দের শেষাংশ থেকে নেওয়া হয়েছে।[২] ভায়োলোনচেলো শব্দের অর্থ হল "ছোট ভায়োলোন"। ভায়োলোন হল ভায়োল পরিবার বা বেহালা পরিবারের বড় আকারের প্রজাতি।

ইতিহাস

চেলো-আকৃতির বাদ্যযন্ত্রসহ বেহালা পরিবারের বাদ্যযন্ত্রসমূহ আনুমানিক ১৫০০ সালে বিকাশ লাভ করে। এই বাদ্যযন্ত্র পরিবার ভায়োলা দা গাম্বা পরিবার থেকে ভিন্ন। ধারণা করা হয় বেহালা পরিবার আনুমানিক ১৫৩০ সালে উত্তর ইতালিতে প্রথম পাওয়া যায়। সেখানে তিন আকৃতির বাদ্যযন্ত্র পাওয়া যায়, যেগুলোকে বর্তমান সময়ে বেহালা, ভায়োলা ও চেলো নামে ডাকা হয়। একটি বহুল প্রচলিত ভুল ধারণা হল, চেলো ভায়োলা দা গাম্বা থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু মূলত তা নয় বরং চেলো ভায়োলা দা গাম্বার পাশাপাশি অর্ধ-শতাব্দী ধরে বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত বিদ্যমান সবচেয়ে প্রাচীন চেলো তৈরি করেছিলেন আন্দ্রেয়া আমাতি।

আধুনিক ব্যবহার

ঐকতান-বাদকদল

চেলো একটি আদর্শ সিমফনি অর্কেস্ট্রার অংশ। ঐকতান-বাদকদলে সাধারণত ৮ থেকে ১২ জন চেলোবাদক থাকে। একটি আদর্শ ঐকতান-বাদকদলে চেলো অংশ মঞ্চের বামে (শ্রোতাদের ডানে) সামনে এবং বেহালা অংশের বিপরীতে বসে থাকে। কিছু ক্ষেত্রে, ঐকতান-বাদকদলে বা সঙ্গীত পরিচালক বেহালা ও চেলো অংশে একে অপরের সাথে পরিবর্তন করে থাকেন। প্রধান বাদক সবসময় শ্রোতাদের সবচেয়ে কাছে বসেন।

একক

অসংখ্য চেলো কনসার্টে ঐকতান-বাদকদলে একক চেলো ব্যবহৃত হয়, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ভিভালদির ২৫, বোচ্চেরিনির ১২, হেইডনের তিনটি, সি. প. ই. বাখের তিনটি, সেন্ট-সান্সের দুটি, দ্ভোরাকের দুটি এবং রবার্ট শুলমান, লালো ও এলগারের একটি করে একক।

তথ্যসূত্র

  1. "violoncello noun – Pronunciation"অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "Violoncello"মেরিয়াম-ওয়েবস্টার। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ