দ্বাদশ আদিত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
শিক্ষক (আলোচনা | অবদান)
আদিত‍্য দেবতা
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
শিক্ষক (আলোচনা | অবদান)
আদিত‍্য দেবতা
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন: ১ নং লাইন:
{{ছোট নিবন্ধ | নিবন্ধ টিকাতে তথ্যসূত্র যোগ করুন}} বৈদিক যুগে ইনি প্রধান দেবতারূপে পূজিত হতেন । কশ‍্যপ মুনির এবং অদিতি দেবীর পুত্র হওয়ায় তাঁর নাম হল আদিত‍্য । অদিতির পুত্রেরা সকলেই ' দেবতা ' হলেন কারণ তাঁদের মধ‍্যে অতিপ্রাকৃত সদ্ (ভাল)শক্তি ছিল । মূলতঃ অদিতির পুত্র আদিত‍্য বলতে সকল পুত্রকেই ইঙ্গিত করে । কিন্তু , বর্তমান কালে আদিত‍্য বলতে সূর্য দেবকে বোঝায় ।
{{ছোট নিবন্ধ | নিবন্ধ টিকাতে তথ্যসূত্র যোগ করুন}} বৈদিক যুগে ইনি প্রধান দেবতারূপে পূজিত হতেন । কশ‍্যপ মুনির এবং অদিতি দেবীর পুত্র হওয়ায় তাঁর নাম হল আদিত‍্য । অদিতির পুত্রেরা সকলেই ' দেবতা ' হলেন কারণ তাঁদের মধ‍্যে অতিপ্রাকৃত সদ্ (ভাল)শক্তি ছিল । মূলতঃ অদিতির পুত্র আদিত‍্য বলতে সকল দেবপুত্রকেই ইঙ্গিত করে । কিন্তু , বর্তমান কালে আদিত‍্য বলতে সূর্য দেবকে বোঝায় ।


শ্রী সূর্য দেবতা জগতের সকল শক্তির উৎস । তাঁকে কোনো বৈদিক মন্ত্রে সকল দেবশক্তির উৎস বলা হয়েছে । ইনি প্রসিদ্ধ নবগ্রহের তালিকায় প্রথম দেবতা । সূর্য দেব অন্ধকারকে নাশ করেন । ইনি সাতটি ঘোড়া যুক্ত রথে চড়ে ব্রহ্মান্ডে ভ্রমণ করেন । তাঁর সারথির নাম অরুণ দেব । সূর্য দেবের সাতটি ঘোড়া সাতটি কিরণকে নির্দেশ করে । কথিত আছে , তাঁর রথ কখনো থামে না । সূর্য দেবের চারটি হাত । তিনি শঙ্খ, চক্র , ধনুক ও বাণ ধারনকারী । সকালে উঠে প্রত‍্যেকদিন সূর্য মন্ত্র পাঠ করলে ইনি সন্তুষ্ট হন । আদিত‍্য নামক ১১ জন দেবগণের মধ‍্যে প্রথম বলে তাঁর নাম আদিত‍্য দেব । আবার কেউ কেউ বলেন , আদিকাল থেকে বিরাজিত হওয়ার কারণে সূর্যদেবের নাম আদিত‍্য দেব । তাঁর রথের ২৪ টি চাকা এবং ৭ টি অশ্ব ( ঘোড়া ) । তিনিই সৌর জগতের প্রধান দেবতা ।
শ্রী সূর্য দেবতা জগতের সকল শক্তির উৎস । তাঁকে কোনো বৈদিক মন্ত্রে সকল দেবশক্তির উৎস বলা হয়েছে । ইনি প্রসিদ্ধ নবগ্রহের তালিকায় প্রথম দেবতা । সূর্য দেব অন্ধকারকে নাশ করেন । ইনি সাতটি ঘোড়া যুক্ত রথে চড়ে ব্রহ্মান্ডে ভ্রমণ করেন । তাঁর সারথির নাম অরুণ দেব । সূর্য দেবের সাতটি ঘোড়া সাতটি কিরণকে নির্দেশ করে । কথিত আছে , তাঁর রথ কখনো থামে না । সূর্য দেবের চারটি হাত । তিনি শঙ্খ, চক্র , ধনুক ও বাণ ধারনকারী । সকালে উঠে প্রত‍্যেকদিন সূর্য মন্ত্র পাঠ করলে ইনি সন্তুষ্ট হন । আদিত‍্য নামক ১১ জন দেবগণের মধ‍্যে প্রথম বলে তাঁর নাম আদিত‍্য দেব । আবার কেউ কেউ বলেন , আদিকাল থেকে বিরাজিত হওয়ার কারণে সূর্যদেবের নাম আদিত‍্য দেব । তাঁর রথের ২৪ টি চাকা এবং ৭ টি অশ্ব ( ঘোড়া ) । তিনিই সৌর জগতের প্রধান দেবতা ।


আদিত‍্য দেবের দুই জন স্ত্রী । সূর্যা , সংজ্ঞা (মতান্তরে , সংজ্ঞা ও সন্ধ‍্যা ) । তিনি দেবস্থপতি বিশ্বকর্মার কন‍্যাকে বিবাহ করেন । মৃত‍্যুরাজ যম ,ভদ্রা, গ্রহরাজ ( শনিদেব ) , যমী হলেন সূর্য দেবের সন্তান । এই বিশ্ব ব্রহ্মান্ডে সকল তেজের বা তাপের উৎস সূর্য দেব বা আদিত‍্য দেব । তিনিই সূর্য বংশের প্রথম পুরুষ। কথিত আছে ; অমৃত পানকালে প্রতারক দানব রাহুকে চিহ্নিত করার কারণে সূর্যদেব ও চন্দ্রদেব রাহুর চিরশত্রুতে পরিণত হন , প্রতিশোধ স্বরূপ রাহু সাময়িকভাবে সূর্য ও চন্দ্রকে গ্রাস করেন - কোনো দেবগণ এক্ষেত্রে সূর্যদেবকে সাহায‍্য করলেন না দেখে সূর্যদেব ক্রোধিত হলেন
আদিত‍্য দেবের দুই জন স্ত্রী । সূর্যা , সংজ্ঞা (মতান্তরে , সংজ্ঞা ও সন্ধ‍্যা ) । তিনি দেবস্থপতি বিশ্বকর্মার কন‍্যাকে বিবাহ করেন । মৃত‍্যুরাজ যম ,ভদ্রা, গ্রহরাজ ( শনিদেব ) , যমী হলেন সূর্য দেবের সন্তান । এই বিশ্ব ব্রহ্মান্ডে সকল তেজের বা তাপের উৎস সূর্য দেব বা আদিত‍্য দেব । তিনিই সূর্য বংশের প্রথম পুরুষ। কথিত আছে ; অমৃত পানকালে প্রতারক দানব রাহুকে চিহ্নিত করার কারণে সূর্যদেব ও চন্দ্রদেব রাহুর চিরশত্রুতে পরিণত হন , প্রতিশোধ স্বরূপ রাহু সাময়িকভাবে সূর্য ও চন্দ্রকে গ্রাস করেন - কোনো দেবগণ এক্ষেত্রে সূর্যদেবকে সাহায‍্য করলেন না দেখে সূর্যদেব ক্রোধিত হলেন এবং এর ফলে তিনি অসীম তেজবৃদ্ধি করলেন যার ফলে সৃষ্টি ধ্বংস হবার উপক্রম হলে ব্রহ্মদেব অরুণ দেবকে আদিত‍্য দেবতার সারথি করলেন এবং এর ফলে সূর্যের তেজ আর বৃদ্ধি পেল না ।

০৪:২০, ২ জুলাই ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

বৈদিক যুগে ইনি প্রধান দেবতারূপে পূজিত হতেন । কশ‍্যপ মুনির এবং অদিতি দেবীর পুত্র হওয়ায় তাঁর নাম হল আদিত‍্য । অদিতির পুত্রেরা সকলেই ' দেবতা ' হলেন কারণ তাঁদের মধ‍্যে অতিপ্রাকৃত সদ্ (ভাল)শক্তি ছিল । মূলতঃ অদিতির পুত্র আদিত‍্য বলতে সকল দেবপুত্রকেই ইঙ্গিত করে । কিন্তু , বর্তমান কালে আদিত‍্য বলতে সূর্য দেবকে বোঝায় ।

শ্রী সূর্য দেবতা জগতের সকল শক্তির উৎস । তাঁকে কোনো বৈদিক মন্ত্রে সকল দেবশক্তির উৎস বলা হয়েছে । ইনি প্রসিদ্ধ নবগ্রহের তালিকায় প্রথম দেবতা । সূর্য দেব অন্ধকারকে নাশ করেন । ইনি সাতটি ঘোড়া যুক্ত রথে চড়ে ব্রহ্মান্ডে ভ্রমণ করেন । তাঁর সারথির নাম অরুণ দেব । সূর্য দেবের সাতটি ঘোড়া সাতটি কিরণকে নির্দেশ করে । কথিত আছে , তাঁর রথ কখনো থামে না । সূর্য দেবের চারটি হাত । তিনি শঙ্খ, চক্র , ধনুক ও বাণ ধারনকারী । সকালে উঠে প্রত‍্যেকদিন সূর্য মন্ত্র পাঠ করলে ইনি সন্তুষ্ট হন । আদিত‍্য নামক ১১ জন দেবগণের মধ‍্যে প্রথম বলে তাঁর নাম আদিত‍্য দেব । আবার কেউ কেউ বলেন , আদিকাল থেকে বিরাজিত হওয়ার কারণে সূর্যদেবের নাম আদিত‍্য দেব । তাঁর রথের ২৪ টি চাকা এবং ৭ টি অশ্ব ( ঘোড়া ) । তিনিই সৌর জগতের প্রধান দেবতা ।

আদিত‍্য দেবের দুই জন স্ত্রী । সূর্যা , সংজ্ঞা (মতান্তরে , সংজ্ঞা ও সন্ধ‍্যা ) । তিনি দেবস্থপতি বিশ্বকর্মার কন‍্যাকে বিবাহ করেন । মৃত‍্যুরাজ যম ,ভদ্রা, গ্রহরাজ ( শনিদেব ) , যমী হলেন সূর্য দেবের সন্তান । এই বিশ্ব ব্রহ্মান্ডে সকল তেজের বা তাপের উৎস সূর্য দেব বা আদিত‍্য দেব । তিনিই সূর্য বংশের প্রথম পুরুষ। কথিত আছে ; অমৃত পানকালে প্রতারক দানব রাহুকে চিহ্নিত করার কারণে সূর্যদেব ও চন্দ্রদেব রাহুর চিরশত্রুতে পরিণত হন , প্রতিশোধ স্বরূপ রাহু সাময়িকভাবে সূর্য ও চন্দ্রকে গ্রাস করেন - কোনো দেবগণ এক্ষেত্রে সূর্যদেবকে সাহায‍্য করলেন না দেখে সূর্যদেব ক্রোধিত হলেন এবং এর ফলে তিনি অসীম তেজবৃদ্ধি করলেন যার ফলে সৃষ্টি ধ্বংস হবার উপক্রম হলে ব্রহ্মদেব অরুণ দেবকে আদিত‍্য দেবতার সারথি করলেন এবং এর ফলে সূর্যের তেজ আর বৃদ্ধি পেল না ।