আমিনপুর থানা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

স্থানাঙ্ক: ২৩°৫৩′ উত্তর ৮৯°৩৭′ পূর্ব / ২৩.৮৮৩° উত্তর ৮৯.৬১৭° পূর্ব / 23.883; 89.617
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭৫ নং লাইন: ৭৫ নং লাইন:


=== কীর্তিমান ব্যাক্তিত্ব ===
=== কীর্তিমান ব্যাক্তিত্ব ===
এয়ার ভাইস মার্সাল অব [[মুক্তিযুদ্ধ|মুক্তিযুদ্ধের][ কমান্ডর [[এ কে খন্দকার]], আব্দুল জলিল মির্জা প্রমুখ।
এয়ার ভাইস মার্সাল অব [[মুক্তিযুদ্ধ|মুক্তিযুদ্ধের]] কমান্ডর [[এ কে খন্দকার]], আব্দুল জলিল মির্জা প্রমুখ।


=== '''পরিচিতি''' ===
=== '''পরিচিতি''' ===

০৩:৩০, ৯ অক্টোবর ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

আমিনপুর
থানা
আমিনপুর বাংলাদেশ-এ অবস্থিত
আমিনপুর
আমিনপুর
বাংলাদেশে আমিনপুর থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৩′ উত্তর ৮৯°৩৭′ পূর্ব / ২৩.৮৮৩° উত্তর ৮৯.৬১৭° পূর্ব / 23.883; 89.617 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
প্রতিষ্ঠা২০ অক্টোবর, ২০১৩
আসনপাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন)
সরকার
আয়তন
 • মোট২৬৭.৪ বর্গকিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট৩,৫০,০০০ প্রায়
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৮২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস

লোকমুখে প্রচলিত আছে আমিন নামের এক সাধু আমিনপুরে অবস্থান করেছিলো, এবং হযরত মোহাম্মদ (সঃ) এর নামের শেষে আমিন বলা হত সেইজন্য সেই সাধুর অনুরোধে আমিনপুর নাম করন করা হয়,সেই থেকে এই স্থানের নামকরন,তবে ১৯৯৫ সালের দিকে পাবনার সন্ত্রাস কবলিত এলাকা বলে পাবনার ঢালারচর এলাকা পরিচিতি পায়,সন্ত্রাস নিয়ন্ত্রন করার জন্য তৎকালিন সরকার ১৯৯৭ সালে আমিনপুর গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্র প্রতিষ্টিত করে,এবং তারই ধারাবাহিকতাই ২০১৩ সালের ২০ অক্টোবর পাবনার ১১ তম আমিনপুর থানা হিসেবে যাত্রা করে।

প্রশাসনিক এলাকা

আমিনপুর থানা মোট ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত।

  1. ইউনিয়নগুলো হলো:
  2. জাতসাখিনি,
  3. রুপপুর,
  4. পুরান ভারেংগা,
  5. আহম্মদপুর,
  6. রানীনগর,
  7. সাগরকান্দী,
  8. মাশুমদিয়া,
  9. ঢালারচর

অবস্থান

আমিনপুর থানার দক্ষিনে রাজবাড়ী সদর উপজেলা, পূর্বে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলাশিবালয় উপজেলা পশ্চিমে জেলার সুজানগর উপজেলা উত্তরে জেলার সাঁথিয়া উপজেলা জেলার বেড়া উপজেলা

অর্থনীতি

আমিনপুর থানার ৬০% লোক কৃষি কাজ করে,৩০% বস্ত্রশিল্পের,এবং বাকি ১০% অন্যান্য পেশায় জীবিকা নির্বাহ করে।

নদীসূমহ

আমিনপুরের পাশ দিয়ে মৃতপ্রায় আত্রাই নদী চলে গিয়েছে, এবং পুর্বে যমুনা নদী, দক্ষিনে পদ্মা নদী প্রবাহমান। এবং গাজনার বিল প্রসিদ্ধ।

দর্শনীয় স্থান

আমিনপুর থানায় দর্শনীয় স্থানের মধ্যে নগরবাড়ি ঘাট,কাজিরহাট লঞ্চ ঘাট,কাজিরহাট লোহার ব্রিজ,রাখালগাছী পদ্মা-যমুনার মিলনস্থল, গাজনার বিল ইত্যাদি।

শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান

আমিনপুর থানার শিক্ষার হার ৬২% তার মধ্যে (পুরুষ ৩৫%,মহিলা ২৭%),আমিনপুর থানার কলেজ সংখ্যা ৫টি,উচ্চ বিদ্যালয় ১৮ টি,প্রাথমিক বিদ্যালয় ৮০ টি,মাদ্রাসা ৩টি। কলেজসমূহঃ

  • কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ,
  • মাসুমদিয়া কে.জে.বি. ডিগ্রি কলেজ,

উচ্চমাধ্যমিক স্কুলসমূহ

  1. আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়
  2. হরিনাথপুর মডেল স্কুল

স্বাস্থ্য

কীর্তিমান ব্যাক্তিত্ব

এয়ার ভাইস মার্সাল অব মুক্তিযুদ্ধের কমান্ডর এ কে খন্দকার, আব্দুল জলিল মির্জা প্রমুখ।

পরিচিতি

আমিনপুর থানা ২০১৩ সালের ২০ অক্টোবরে পুর্নাঙ্গ থানা হিসেবে স্বীকৃতি পায়। আমিনপুর থানা গঠিত হবার আগে বেড়া উপজেলার অন্তর্গত ছিল। এখনও এই থানাটির উপজেলা বেড়াতেই আছে। তবে, ১১ তম সংসদ নির্বাচন এর আগেই আমিনপুরকে উপজেলাতে রুপান্তরের প্রস্তাবনায় আছে।