পাঁচবিবি উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

স্থানাঙ্ক: ২৫°১৩′ উত্তর ৮৯°৩′ পূর্ব / ২৫.২১৭° উত্তর ৮৯.০৫০° পূর্ব / 25.217; 89.050
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mesbah Islam (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Mesbah Islam (আলোচনা | অবদান)
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শ্বশুর
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৭৩ নং লাইন: ৭৩ নং লাইন:
== কৃতী ব্যক্তিত্ব ==
== কৃতী ব্যক্তিত্ব ==
* [[আব্দুল হামিদ খান ভাসানী]]।
* [[আব্দুল হামিদ খান ভাসানী]]।
* শামসুদ্দিন আহম্মদ চৌধুরী
* আল্লামা হযরত মাওলানা এবরাহিম মহব্বতপুরী(রহঃ)
* আল্লামা হযরত মাওলানা এবরাহিম মহব্বতপুরী(রহঃ)
* মীর আকবর আলী
* মীর আকবর আলী

১৮:৪৭, ২৫ জানুয়ারি ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

পাঁচবিবি
উপজেলা
স্থানাঙ্ক: ২৫°১৩′ উত্তর ৮৯°৩′ পূর্ব / ২৫.২১৭° উত্তর ৮৯.০৫০° পূর্ব / 25.217; 89.050 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাজয়পুরহাট জেলা
আয়তন
 • মোট২৭৮.৫৩ বর্গকিমি (১০৭.৫৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২,৪০,৭৯৭[১]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ৩৮ ৭৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

পাঁচবিবি উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন

এই উপজেলার আয়তন ২৭৮.৫৩ বর্গ কিমি। উত্তরে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাঘোড়াঘাট উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে জয়পুরহাট সদর উপজেলা , পূর্বে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাকালাই উপজেলা, পশ্চিমে জয়পুরহাট সদর উপজেলাভারতের পশ্চিমবঙ্গ। প্রধান নদী : ছোট যমুনা, তুলসীগঙ্গা ও হরবতী ।

ইতিহাস

পাঁচবিবি উপজেলা একটি প্রাচীন স্থান। এখানে খ্রিষ্ট পূর্ব সময়কাল থেকে বিভিন্ন সময় জনপদ তৈরী হয়েছে। নামকরণের বিভিন্ন মত রয়েছে। পূর্বে এই উপজেলার নাম ছিল লালবাজার থানা। পারস্যের বণিকেরা লালবাজার এলাকার সমৃদ্ধি দেখে পানসিভার শব্দ থেকেও পাঁচবিবি নাম করণ হতে পারে বলেও কিংবদন্তি রয়েছে। কেউ বলেছেন প্রাচীন জনপদ পঞ্চগৌড় এর রাজধানী ছিল পাঁচবিবি। পঞ্চগৌড় বিকৃত হয়ে পঞ্চগৌরীতে এবং পঞ্চগৌরী রূপান্তরিত হয়ে পঞ্চ হতে পাঁচ এবং গৌরী হতে বিবি অর্থাৎ পাঁচবিবি হয়েছে। একজন ঐতিহাসিক বলেছেন [কে?] পাঞ্চাবিবি নামের একজন বৃদ্ধার জমিতে পাঁচবিবি রেলষ্ট্রেশন স্থাপিত হয়। ফলে রেলষ্ট্রেশনের নাম রাখা হয় পাঁচবিবি এবং সেখান থেকে পাঁচবিবি হয়েছে। নাম করণের ক্ষেত্রে বিতর্ক থাকলেও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আনুমানিক বাংলা ১১০০ সালে (১৭০০খ্রীঃ) বাগুড়ী (বর্তমান খাসবাগুড়ী) এলাকায় এক মুসলিম দরবেশ এর পর্যায়ক্রমে পাঁচ জন বিবি ছিলেন। তাঁরা প্রত্যেকে ধর্মপরায়ন, কামেল, ও শ্রদ্ধেয়া ছিলেন। পাঁচজন স্ত্রী মৃত্যুবরণ করলে খাসবাগুড়ী ছোট যমুনা এর তীরবর্তী স্থানে তাঁদের পাঁচটি মাজার স্থাপিত হয়। তাঁদের স্মৃতি ও সম্মানার্থে তখনএলাকাবাসী সে স্থানকে ‘পাঁচবিবি দরগাহ’ পরর্বতীতে ‘পাঁচবিবি’ নামে ডাকত। খাসবাগুড়ী স্থানটি এখনও পুরানো পাঁচবিবি নামে সমাধিক পরিচিত। নদীভাঙ্গনের কারণে ১৮৬৮ সালে ১৬ই মার্চ লালবাজার থানা সদর বেল-আমলার লালবাজার স্থান হতে পাঁচবিবি দরগায় তথা পাঁচবিবিতে স্থানান্তর করা হয়। তথন থেকে এর নাম হয় পাঁচবিবি।[২]

ভৌগোলিক উপাত্ত

ভাষা ও সংষ্কৃতি

প্রশাসনিক এলাকা

উপজেলা শহর ৯টি ওয়ার্ড ও ১৩টি মহলা নিয়ে গঠিত । আয়তন ৫.৮৩ বর্গ কিমি। জনসংখ্যা ২০১০২; পুরুষ ৫২.৩০%,মহিলা ৪৭.৭০%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি ৩৪৪৮জন। শিক্ষার হার ৫২.২%। প্রশাসন পাঁচবিবি থানা সৃষ্টি ১৮৬৮সালে । বর্তমানে এটি উপজেলা । ইউনিয়ন ৮, গ্রাম ২৫৭, মৌজা ২২২, পৌরসভা ১।

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা ২,৪০,৭৯৭ জন; পুরষ ১,২৩,৯০৯ জন ও মহিলা ১,১৬,৮৮৮ জন।

স্বাস্থ্য

শিক্ষা

শিক্ষার গড় হার ৩০.৬%; পুরুষ ৩৮.১%, মহিলা ২২.৭%।

  • কলেজ - ৫টি (বেসরকারিঃ ৪, সরকারিঃ ১),
  • মাধ্যমিক বিদ্যালয় - ২৪টি (বেসরকারিঃ ২২, সরকারিঃ ২),
  • নিন্ম-মাধ্যমিক বিদ্যালয় - ১০টি,
  • মাদ্রাসা - ২৮টি,
  • প্রাথমিক বিদালয় - ৮৬টি (সরকারিঃ ৫৮, বেসরকারিঃ ২৮),
  • কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান - ১টি।

কৃষি

  • উত্পন্ন দ্রব্য - ধান, ইক্ষু, পাট, কচু, গম, কচুর লতি, আলু, পটল, সবুজ শাকসবজি।

অর্থনীতি

অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। বর্তমানে কচু এবং কচুর লতি বিদেশে রপ্তানী হয়|[১]

যোগাযোগ ব্যবস্থা

কৃতী ব্যক্তিত্ব

  • আব্দুল হামিদ খান ভাসানী
  • শামসুদ্দিন আহম্মদ চৌধুরী
  • আল্লামা হযরত মাওলানা এবরাহিম মহব্বতপুরী(রহঃ)
  • মীর আকবর আলী
  • ভাষাসৈনিক মীর শহিদ মন্ডল:জয়পুরহাটের পাঁচবিবির কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক মীর শহীদ মন্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১০ ই জুলাই। তিনি ১৯৩২ সালের ২২ শে সেপ্টেম্বর তৎকালীন বগুড়া জেলা বর্তমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের খাসবাগুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত: হাতেম আলী মন্ডল ও মাতার নাম নূরন্নাহার। । মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ইতোপূর্বে তিনি জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। মির শহীদ মন্ডল শুধু জয়পুরহাট নয়, তিনি মৃত্যুর আগে পর্যন্ত উত্তরবঙ্গের কৃষক মেহনতি মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠার লক্ষে আজীবন সংগ্রম, আন্দোলন করে গেছেন।মিরশহীদ মন্ডল ছিলেন নিপীড়িত কৃষক মজুর মধ্যবিত্তসহ সাধারন মানুষের বিশ্বস্থ বন্ধু।ভাষা আন্দোলন ৬ দফা আন্দোলন সহ মুক্তিযুদ্ধে তার ভুমিকা ছিল উজ্জল। উল্লেখ্য ২০১৬ সালের ১০ জুলাই বিকাল ০৪.৩০ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মীর শহীদ মন্ডল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিনি ০২ ছেলে ও ০৩ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
  • মাওলানা আব্দুল ওয়াদুদ
  • মাওলানা সাইদুল ইসলাম
  • আলহাজ্জ আব্দুল হাফিজ সরকার

দর্শনীয় স্থান ও স্থাপনা

বিবিধ

আরও দেখুন

তথ্যসুত্র

  1. "এক নজরে পাঁচবিবি"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন, ২০১৪। সংগ্রহের তারিখ : ১০ জুলাই ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "পাঁচবিবি উপজেলার পটভূমি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১১ জুলাই, ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ