গফরগাঁও উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
119.30.38.153 (আলাপ)-এর করা আস্থা রাখা সম্পাদনা বাতিল: ভুল তথ্য যোগ। ([[WP:TW|টুই...
৫৪ নং লাইন: ৫৪ নং লাইন:
গফরগাঁও মহিলা কলেজ,
গফরগাঁও মহিলা কলেজ,


আবদুর রহমান ডিগ্রি কলেজ, কান্দিপাড়া।
কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রি কলেজ,

গয়েশপুর ডিড়্রি কলেজ,
গয়েশপুর ডিড়্রি কলেজ,



১৪:৪৩, ৪ এপ্রিল ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ

গফরগাঁও উপজেলা
স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৬১ ২২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

গফরগাও উপজেলা বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি বিশেষ গোলাকৃতি এবং বিশালাকার বেগুন-এর জন্য বিখ্যাত যা পৃথিবীর অন্য কোথাও হয় না।

অবস্থান

ময়মনসিংহ জেলা সদর থেকে রেলপথে গফরগাঁও উপজেলা সদরের দূরত্ব ৪৮ কিলোমিটার। গফরগাঁও-এর বুক চিরে রেল পথটি বয়ে গেছে রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে, জগন্নাথগঞ্জ ঘাট এবং বাহাদুরাবাদ ঘাটের দিকে। এর উত্তরে ত্রিশালনান্দাইল উপজেলা, দক্ষিণে গাজীপুর জেলার শ্রীপুরকাপাসিয়া উপজেলা, পশ্চিমে ভালুকা উপজেলা, পূর্বে ময়মনসিংহের নান্দাইলকিশোরগঞ্জের হোসেনপুরপাকুন্দিয়া উপজেলা

ইতিহাস

গাফফার খান নামক জনৈক সেনানায়কের নামে 'গফরগাঁও' নামের উৎপত্তি। মুঘল সেনাপতি রাজা মানসিংহ ও বাংলার বারো ভূঁইয়ার নেতা ঈশা খানের সম্মুখ যুদ্ধটি গফরগাঁওয়ের বাশিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য যে, মানসিংহের কিছু কিছু বংশধর এখনো এখানে বাস করেন। গফরগাঁওয়ের বিরাট একটা অংশ ভাওয়াল পরগনাধীন এবং পূর্বাংশ চর আলগী ইউনিয়ন আঠারোবাড়ি জমিদার প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল।

প্রশাসনিক এলাকা

গফরগাঁও উপজেলা ১টি পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও ২০২ টি গ্রাম নিয়ে গঠিত। ইউনিয়ন সমূহ হল- রসূলপুর, বারবারিয়া, চরআলগী, রাওনা, যশরা, সালটিয়া, গফরগাঁও, মশাখালী, উস্তি, পাইথল, পাঁচবাগ, লংগাইর, দত্তেরবাজার, নিগুয়ারী ও টাংগাব। গফরগাঁও উপজেলা দুটি থানা নিয়ে গঠিত, তা হল গফরগাঁও ও পাগলা। গফরগাঁও থানায় প্রথমশ্রেণীর পৌরসভা ছাড়া ইউনিয়নগুলো হল রসূলপুর, বারবারিয়া, চরআলগী, রাওনা, যশরা, সালটিয়া ও গফরগাঁও। আর পাগলা থানার ইউনিয়ন হল মশাখালী, উস্থি, পাইথল, পাঁচবাগ, লংগাইর, দত্তেরবাজার, নিগুয়ারী ও টাংগাব। পাগলা থানা একটি নতুন থানা, যা ২০১২ সালে চালু হয়েছে।

সাহিত্য ও সংস্কৃতি

ড. দীনেশ চন্দ্র সেন কর্তৃক বৃহত্তর ময়মনসিংহের 'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহকালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র পল্লীকবি জসীম উদদীনকে এই এলাকায় নিয়োজিত করেন। গফরগাঁও অবস্থানকালে জসীম উদদীনের সাথে স্থানীয় রূপাই মিয়ার ঘনিষ্ঠতা হয়। রূপাই মিয়ার জীবনের ঘটনাকে কেন্দ্র করে তিনি কয়েকটি ভাষায় অনুদিত তাঁর প্রখ্যাত কাব্যগ্রন্থ 'নক্সী কাঁথার মাঠ' রচনা করেন।

এখানে জারি, সারি, বাউল ও কেচ্ছাগান নিয়মিত চর্চা হয়। ষাটের দশক পর্যন্তও ঘেঁটুগানের চর্চা এই অঞ্চলে নিয়মিত হতো।

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশর ১৯৯১ সালের আদমশুমারি অনুসারে গফরগাঁওয়ের জনসংখ্যা ৩৭৯,৮০৩ জন।[১] জনসংখ্যার ৫১% নারী, পুরুষ ৪৯%। উপজেলার ১৮ বছরের নিচে জনসংখ্যা ১৮৪,৬৩৩ জন। প্রতি বর্গকিলোমিটারে ৯৪৭ জন মানুষ বাস করে। গফরগাঁও-এ সাক্ষরতার হার ৩০.৩%। বাংলাদেশর সাক্ষরতার হার হচ্ছে ৩২.৪%।

যোগাযোগ

গফরগাঁও রেলওয়ে স্টেশনের নামফলক

গফরগাঁওয়ের যোগাযোগ প্রধানত রেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়া সড়কপথেও লোকজন যাতায়াত করে থাকেন। গফরগাঁও রেলওয়ে স্টেশন উপজেলার প্রধান রেলস্টেশন। এছাড়া মশাখালী নামে আরেকটি রেল স্টেশন রয়েছে।

শিক্ষা

গফরগাঁও উপজেলার কলেজ সমূহঃ

গফরগাঁও সরকারী কলেজ,

আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ,

গফরগাঁও মহিলা কলেজ,

কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রি কলেজ,

গয়েশপুর ডিড়্রি কলেজ,

শেখ মোঃ ইব্রাহিম খলিল মাজমপাড়া ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

গফরগাঁও সরকারি কলেজ

অর্থনীতি

গফরগাঁও উপজেলা মুলত কৃষিপ্রধান। এখানে ধান, পাট, গম ডাল ইত্যাদি খাদ্যশস্য ও অর্থকরী ফসল জন্মে থাকে।

নদীসমূহ

পুরাতন ব্রহ্মপুত্র নদী

গফরগাঁও উপজেলায় প্রায় ৭টি নদী আছে। সেগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী, বানার নদী, বাইলান নদী, দইনা নদী, পাগারিয়া নদী, সুতিয়া নদী এবং কাওরাইদ নদী[২][৩]

কৃতি ব্যক্তিত্ব

  • কিরণ চন্দ্র দে (১৮৮০ - ১৯৭০) - প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা;[৪]
  • আব্দুল জব্বার (১৯১৯ - ২১শে ফেব্রুয়ারি ১৯৫২) - ভাষাশহীদ;
  • অধ্যাপক ডা: এম এ হাদি - প্রখ্যাত চিকিৎসক ও প্রাক্তন উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়;
  • আলতাফ হোসেন গোলন্দাজ - সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান;
  • বাবেল গোলন্দাজ - বর্তমান সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
  • খান সাহেব এলাহী বকস -সাবেক ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট -লংগাইর,গফরগাঁও৷
  • মোঃ আবুল হাসেম-সাবেক সংসদ সদস্য;
  • মোঃ ফজলুর রহমান সুলতান-সাবেক সংসদ সদস্য;
  • মোঃ এনামুল হক জজ মিয়া, সাবেক সংসদ সদস্য;
  • ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য;
  • ডাঃ হাকীম শেখ মোঃ ইব্রাহিম খলিল, চেয়ারম্যান, শেখ মোঃ ইব্রাহিম খলিল মাজমপাড়া ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

গফরগাঁওয়ের বেগুন

প্রখ্যাত এই বেগুন; যা 'লাফা বাইগুন' নামে স্থানীয়ভাবে পরিচিত, তা গফরগাঁও পৌরসভা সংলগ্ন চর আলগী ইউনিয়নের কেবল চরমসলন্দ গ্রামে উৎপন্ন হয়। রাজধানীসহ দেশব্যাপী এর কদর রয়েছে। বর্তমানে উৎপাদন ব্যয় বাজারজাতকরণের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে এর উৎপাদন অনেক হারে হ্রাস পেয়েছে।

বিবিধ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বাংলাদেশর ১৯৯১ মারির মানুলেহা (লোক গননা)"। সংগ্রহের তারিখ নভেম্বর ১০  অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৯, ISBN 978-984-8945-17-9
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি, কথাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৫, পৃষ্ঠা ৬০৬, ISBN 984-70120-0436-4.
  4. দরজি আবদুল ওয়াহাব, ময়মনসিংহের চরিতাভিধান, ময়মনসিংহ জেলা দ্বিশতবার্ষিকী উদযাপন কর্তৃপক্ষ, ময়মনসিংহ, বাংলাদেশ, এপ্রিল ১৯৮৯, পৃষ্ঠা ১৯৪-১৯৫।

বহিঃসংযোগ