অন্ননালি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎ক্লিনিক্যাল গুরুত্ব: বট নিবন্ধ পরিষ্কার করেছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২২ নং লাইন: ২২ নং লাইন:
'''অন্ননালী''' বা ইসোফেগাস [[গলবিল|গলবিলকে]] [[পাকস্থলী]] অবধি সংযোগকারী পেশীবহুল নালী যার মধ্য দিয়ে পেরিস্ট্যালসিসের মাধ্যমে খাবার অতিক্রম করে।মানুষের অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে ১৮-২৫ সে.মি.।এটি [[শ্বাসনালী]] এবং [[হৃৎপিণ্ড]] এর পিছন দিয়ে যায়,[[মধ্যচ্ছদা|ডায়াফ্রামকে]] অতিক্রম করে [[পাকস্থলী]] এর কার্ডিয়ায় উন্মুক্ত হয়।
'''অন্ননালী''' বা ইসোফেগাস [[গলবিল|গলবিলকে]] [[পাকস্থলী]] অবধি সংযোগকারী পেশীবহুল নালী যার মধ্য দিয়ে পেরিস্ট্যালসিসের মাধ্যমে খাবার অতিক্রম করে।মানুষের অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে ১৮-২৫ সে.মি.।এটি [[শ্বাসনালী]] এবং [[হৃৎপিণ্ড]] এর পিছন দিয়ে যায়,[[মধ্যচ্ছদা|ডায়াফ্রামকে]] অতিক্রম করে [[পাকস্থলী]] এর কার্ডিয়ায় উন্মুক্ত হয়।


অন্ননালীর উপরে এবং নীচে দুটি স্ফিংক্টার রয়েছে।নীচের স্ফিংক্টার পাকস্থলি থেকে খাদ্য ফিরে আসাকে রোধ করে।অন্ননালীর উচ্চ রক্ত সরবরাহ আছে।
অন্ননালীর উপরে এবং নীচে দুটি স্ফিংক্টার রয়েছে।নিচের স্ফিংক্টার পাকস্থলি থেকে খাদ্য ফিরে আসাকে রোধ করে।অন্ননালীর উচ্চ রক্ত সরবরাহ আছে।


অন্ননালীর [[ক্যান্সার]],রক্তপাত,সংকুচিত হওয়া ইত্যাদি হতে পারে।এক্স রে,এন্ডোস্কপি,সিটি স্ক্যান ইত্যাদি পরীক্ষা অন্ননালীতে করা হয়।
অন্ননালীর [[ক্যান্সার]],রক্তপাত,সংকুচিত হওয়া ইত্যাদি হতে পারে।এক্স রে,এন্ডোস্কপি,সিটি স্ক্যান ইত্যাদি পরীক্ষা অন্ননালীতে করা হয়।

০২:১৯, ১ অক্টোবর ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

অন্ননালী
গলবিল ও মুখের সাথে অন্ননালীর সম্পর্ক
পরিপাক অঙ্গ (অন্ননালী #1)
বিস্তারিত
পূর্বভ্রূণForegut
তন্ত্রPart of the Digestive system
ধমনীEsophageal arteries
শিরাEsophageal veins
স্নায়ুসিলিয়াক গ্যাংলিয়া, ভেগাস স্নায়ু[১]
শনাক্তকারী
লাতিনEsophagus
মে-এসএইচD004947
টিএ৯৮A05.4.01.001
টিএ২2887
এফএমএFMA:7131
শারীরস্থান পরিভাষা

অন্ননালী বা ইসোফেগাস গলবিলকে পাকস্থলী অবধি সংযোগকারী পেশীবহুল নালী যার মধ্য দিয়ে পেরিস্ট্যালসিসের মাধ্যমে খাবার অতিক্রম করে।মানুষের অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে ১৮-২৫ সে.মি.।এটি শ্বাসনালী এবং হৃৎপিণ্ড এর পিছন দিয়ে যায়,ডায়াফ্রামকে অতিক্রম করে পাকস্থলী এর কার্ডিয়ায় উন্মুক্ত হয়।

অন্ননালীর উপরে এবং নীচে দুটি স্ফিংক্টার রয়েছে।নিচের স্ফিংক্টার পাকস্থলি থেকে খাদ্য ফিরে আসাকে রোধ করে।অন্ননালীর উচ্চ রক্ত সরবরাহ আছে।

অন্ননালীর ক্যান্সার,রক্তপাত,সংকুচিত হওয়া ইত্যাদি হতে পারে।এক্স রে,এন্ডোস্কপি,সিটি স্ক্যান ইত্যাদি পরীক্ষা অন্ননালীতে করা হয়।

গঠন

অবস্থান

অন্ননালীর উপরিভাগ ট্রাকিয়ার পিছনে মিডিয়াস্টিনাম এ থাকে এবং ইরেক্টর স্পাইনি পেশী ও মেরুদণ্ডের সামনে থাকে।নিম্নভাগ হৃৎপিণ্ডের পিছনে থাকে।ট্রাকিয়ার বিভাজন থেকে এটি ডান পালমোনারি ধমনী,বাম প্রধান ব্রঙ্কাস ও বাম অলিন্দের পিছন দিয়ে ডায়াফ্রামে প্রবেশ করে।

থোরাসিক ডাক্ট অন্ননালীর নিম্নভাগে ডান পাশে থাকলেও উপরিভাগে বাম পাশে পিছনে থাকে।এটি ডান পাশে হেমিঅ্যাজাইগাস শিরা ও ইন্টারকোস্টাল শিরার সামনে থাকে।ভেগাস স্নায়ু অন্ননালীকে আবৃত করে রাখে।

সংকোচন

অন্ননালী চার জায়গায় সংকুচিত থাকে।

যখন কঠিন বস্তু খাওয়া হয়,তখন এটি এসব জায়গায় আটকে থাকার এবং ক্ষতি করার আশঙ্কা থাকে।কিছু কাঠামো অন্ননালীকে চেপে রাখে বলে এসব জায়গা সংকুচিত থাকে। সংকুচিত জায়গাগুলি হল

  • অন্ননালীর শুরুতে,ক্রিকয়েড তরুণাস্থির পিছনে যেখানে গলবিল অন্ননালীর সাথে যুক্ত হয়।
  • অ্যাওর্টিক আর্চ ও বাম প্রধান ব্রংকাসের সামনে যখন অতিক্রম করে।
  • যখন ডায়াফ্রাম অতিক্রম করে।
চারটি জায়গায় অন্ননালী সংকুচিত

কলাতত্ত্ব

স্বাভাবিক অন্ননালীর বায়োপ্সি,যা আইশাকার এপিথেলিয়াম প্রদর্শন করছে

কাজ

খাদ্য ও বায়ুর পরিবহনে সাহায্য করে।

ক্লিনিক্যাল গুরুত্ব

তথ্যসূত্র