ক্রিস্টোফার কলম্বাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
~riley (আলোচনা | অবদান)
84.14.50.194 (আলাপ)-এর সম্পাদিত 2013981 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
Shahriar Kabir Pavel (আলোচনা | অবদান)
১৭ নং লাইন: ১৭ নং লাইন:
ক্রিস্টোফার কলম্বাসের [[বাংলা ভাষা|বাংলা]] নাম আসে [[ইংরেজি ভাষা|ইংরেজি]] Christopher Colombus ''ক্রিস্টফার্‌ কলাম্বাস্‌'' হতে, যা মূলতঃ [[লাতিন ভাষা|লাতিন]] Christophorus Columbus ''ক্রিস্তোফোরুস্‌ কোলুম্বুস্‌'' হতে এসেছে। [[ইতালি|ইতালির]] [[জেনোয়া]] শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে কলম্বাসের আসল নাম [[ইতালীয় ভাষা|ইতালীয় ভাষায়]] Cristoforo Colombo ''ক্রিস্তোফোরো কোলোম্বো'' ছিল, কিন্তু তিনি যখন তৎকালীন [[ক্যাস্টিল রাজ্য|ক্যাস্টিল রাজ্যের]] (বর্তমান [[স্পেন|স্পেনে]]) [[প্রথম রাণী ইসাবেল|রাণী ইসাবেলের]] অনুদানে আমেরিকায় অভিযাত্রা করেন, তিনি তাঁর নামের [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] রূপ Cristóbal Colón ''ক্রিস্তোভ়াল্‌ কোলোন্‌'' দ্বারা পরিচিত ছিলেন।
ক্রিস্টোফার কলম্বাসের [[বাংলা ভাষা|বাংলা]] নাম আসে [[ইংরেজি ভাষা|ইংরেজি]] Christopher Colombus ''ক্রিস্টফার্‌ কলাম্বাস্‌'' হতে, যা মূলতঃ [[লাতিন ভাষা|লাতিন]] Christophorus Columbus ''ক্রিস্তোফোরুস্‌ কোলুম্বুস্‌'' হতে এসেছে। [[ইতালি|ইতালির]] [[জেনোয়া]] শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে কলম্বাসের আসল নাম [[ইতালীয় ভাষা|ইতালীয় ভাষায়]] Cristoforo Colombo ''ক্রিস্তোফোরো কোলোম্বো'' ছিল, কিন্তু তিনি যখন তৎকালীন [[ক্যাস্টিল রাজ্য|ক্যাস্টিল রাজ্যের]] (বর্তমান [[স্পেন|স্পেনে]]) [[প্রথম রাণী ইসাবেল|রাণী ইসাবেলের]] অনুদানে আমেরিকায় অভিযাত্রা করেন, তিনি তাঁর নামের [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] রূপ Cristóbal Colón ''ক্রিস্তোভ়াল্‌ কোলোন্‌'' দ্বারা পরিচিত ছিলেন।


ক্রিস্টোফার কলম্বাস (১৪৫১-১৫০৬) ইতালির বন্দর শহর [[জেনোয়া]] থেকে এসেছিলেন। তরুণ বয়সে তিনি সমুদ্রযাত্রা করেন। ১৪৭৭ সালের দিকে তিনি পর্তুগালের লিসবনে চলে যান। সেখান থেকে তিনি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরীয় বাণিজ্যিক বন্দরগুলোতে নৌ অভিযান পরিচালনা করেন। ১৪৮৩ সালে পর্তুগালের রাজা জন দ্বিতীয়র কাছে কলম্বাস তাঁর পরিকল্পনা জমা দেন। তাতে ছিল আটলান্টিক হয়ে পশ্চিমের দিকে ইন্ডিজে (এশিয়া) যাওয়ার পরিকল্পনা। রাজা যখন তাঁর পরিকল্পনায় রাজি হলেন না, তখন তিনি তা স্পেনের রাজা ও রানির কাছে পেশ করেন। স্পেনের রাজদরবার তার অভিযান অনুমোদন করেন এবং তাকে ইউন্ডিজ দ্বীপপুঞ্জের ভাইসরয় হিসাবে নিযোগ দেন।
ক্রিস্টোফার কলম্বাস (১৪৫১-১৫০৬) ইতালির বন্দর শহর [[জেনোয়া]] থেকে এসেছিলেন। তরুণ বয়সে তিনি সমুদ্রযাত্রা করেন। ১৪৭৭ সালের দিকে তিনি পর্তুগালের লিসবনে চলে যান। সেখান থেকে তিনি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরীয় বাণিজ্যিক বন্দরগুলোতে নৌ অভিযান পরিচালনা করেন। ১৪৮৩ সালে পর্তুগালের রাজা জন দ্বিতীয়র কাছে কলম্বাস তাঁর পরিকল্পনা জমা দেন। তাতে ছিল আটলান্টিক হয়ে পশ্চিমের দিকে ইন্ডিজে (এশিয়া) যাওয়ার পরিকল্পনা। রাজা যখন তাঁর পরিকল্পনায় রাজি হলেন না, তখন তিনি তা স্পেনের রাজা ও রাণীর কাছে পেশ করেন। স্পেনের রাজদরবার তার অভিযান অনুমোদন করেন এবং তাকে ইন্ডিজ দ্বীপপুঞ্জের ভাইসরয় হিসাবে নিযোগ দেন।


==তথ্যসূত্র==
==তথ্যসূত্র==

১৩:২২, ২৬ জানুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

অ্যালিজও ফার্নান্দেজের আঁকা ক্রিস্টোফার কলম্বাসের প্রতিকৃতি (সময়কাল:১৫০৫ থেকে ১৫৩৬)

ক্রিস্টোফার কলম্বাস (আনু. ১৪৫১-মে ২০, ১৫০৬) ছিলেন ইতালীয় নাবিকঔপনিবেশিক। তাঁর আমেরিকা অভিযাত্রা ঐ অঞ্চলে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের সূচনা করেছিল।

ক্রিস্টোফার কলম্বাস
জন্ম৩১ শে অক্টোবর ১৪৯১ খ্রীস্টাব্দের পূর্বে
মৃত্যু২০ শে মে ১৫০৬, বয়স ৫৪ বছর
পেশানৌঅভিযাত্রী
দাম্পত্য সঙ্গীফিলিপা মনিজ পেরেস্টেরো

ইতিহাস

ক্রিস্টোফার কলম্বাসের বাংলা নাম আসে ইংরেজি Christopher Colombus ক্রিস্টফার্‌ কলাম্বাস্‌ হতে, যা মূলতঃ লাতিন Christophorus Columbus ক্রিস্তোফোরুস্‌ কোলুম্বুস্‌ হতে এসেছে। ইতালির জেনোয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে কলম্বাসের আসল নাম ইতালীয় ভাষায় Cristoforo Colombo ক্রিস্তোফোরো কোলোম্বো ছিল, কিন্তু তিনি যখন তৎকালীন ক্যাস্টিল রাজ্যের (বর্তমান স্পেনে) রাণী ইসাবেলের অনুদানে আমেরিকায় অভিযাত্রা করেন, তিনি তাঁর নামের স্পেনীয় রূপ Cristóbal Colón ক্রিস্তোভ়াল্‌ কোলোন্‌ দ্বারা পরিচিত ছিলেন।

ক্রিস্টোফার কলম্বাস (১৪৫১-১৫০৬) ইতালির বন্দর শহর জেনোয়া থেকে এসেছিলেন। তরুণ বয়সে তিনি সমুদ্রযাত্রা করেন। ১৪৭৭ সালের দিকে তিনি পর্তুগালের লিসবনে চলে যান। সেখান থেকে তিনি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরীয় বাণিজ্যিক বন্দরগুলোতে নৌ অভিযান পরিচালনা করেন। ১৪৮৩ সালে পর্তুগালের রাজা জন দ্বিতীয়র কাছে কলম্বাস তাঁর পরিকল্পনা জমা দেন। তাতে ছিল আটলান্টিক হয়ে পশ্চিমের দিকে ইন্ডিজে (এশিয়া) যাওয়ার পরিকল্পনা। রাজা যখন তাঁর পরিকল্পনায় রাজি হলেন না, তখন তিনি তা স্পেনের রাজা ও রাণীর কাছে পেশ করেন। স্পেনের রাজদরবার তার অভিযান অনুমোদন করেন এবং তাকে ইন্ডিজ দ্বীপপুঞ্জের ভাইসরয় হিসাবে নিযোগ দেন।

তথ্যসূত্র

[১]

  1. http://www.vanderkrogt.net/columbus/texts/portrait.html