জাফর ইকবাল (অভিনেতা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shoreful (আলোচনা | অবদান)
JackieBot (আলোচনা | অবদান)
Bot: Replacements: fix URL prefix
২৯ নং লাইন: ২৯ নং লাইন:


== চলচ্চিত্রে অভিনয় ==
== চলচ্চিত্রে অভিনয় ==
বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের অন্যতম জাফর ইকবাল । তিনি চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত। শহুরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তার স্বাচ্ছদ্য বিচরণ। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে চমৎকার গান গাইতে পারা এ অভিনেতা বেশকিছু ছবিতে গায়ক চরিত্রে অভিনয় করেছেন।<ref>{{cite web | url=http://http://www.thereport24.com/article/60156/index.html | title=আমি তো এখন আর নই কারও | publisher=[[দৈনিক রিপোর্ট ২৪]] | accessdate=০১-০১-২০১৪}}</ref> তার সেই ছবিগুলোও বেশ জনপ্রিয়তা পায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম ''আপন পর''। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরী। জাফর ইকবালের সাথে অভিনেত্রী ববিতা জুটি হয়ে প্রায় ৩০টির মত ছবি করেন। সবমিলিয়ে তিনি প্রায় ১৫০টি ছবি করেন।
বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের অন্যতম জাফর ইকবাল । তিনি চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত। শহুরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তার স্বাচ্ছদ্য বিচরণ। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে চমৎকার গান গাইতে পারা এ অভিনেতা বেশকিছু ছবিতে গায়ক চরিত্রে অভিনয় করেছেন।<ref>{{cite web | url=http://www.thereport24.com/article/60156/index.html | title=আমি তো এখন আর নই কারও | publisher=[[দৈনিক রিপোর্ট ২৪]] | accessdate=০১-০১-২০১৪}}</ref> তার সেই ছবিগুলোও বেশ জনপ্রিয়তা পায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম ''আপন পর''। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরী। জাফর ইকবালের সাথে অভিনেত্রী ববিতা জুটি হয়ে প্রায় ৩০টির মত ছবি করেন। সবমিলিয়ে তিনি প্রায় ১৫০টি ছবি করেন।


== উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ ==
== উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ ==

১৮:১১, ৩০ আগস্ট ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

জাফর ইকবাল
জন্ম (1950-09-25) ২৫ সেপ্টেম্বর ১৯৫০ (বয়স ৭৩)
সিরাজগঞ্জ, তৎকালীন পাবনা জেলা
মৃত্যু২৭ এপ্রিল ১৯৯২(1992-04-27) (বয়স ৪১)
পেশাচলচ্চিত্র অভিনেতা, সংগীতশিল্পী
পরিচিতির কারণচলচ্চিত্র অভিনেতা
একই নামের অন্যান্য ব্যক্তিবর্গের জন্য দেখুন জাফর ইকবাল

জাফর ইকবাল (জন্ম: ২৫ সেপ্টেম্বর, ১৯৫০ - মৃত্যু: ২৭ এপ্রিল, ১৯৯২) আশির দশকের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি একাধারে সংগীত শিল্পী, অভিনেতা, মুক্তিযোদ্ধা ছিলেন।

জন্ম ও পরিবার

১৯৫০ সালে তিনি ঢাকায় জন্মগ্রহন করেন। জাফর ইকবালের বড় ভাই আনোয়ার পারভেজ ও ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ[১] দুজনেই সংগীতশিল্পী। [২]

সংগীতশিল্পী

জাফর ইকবাল ১৯৬৬ সালে প্রথম একটি ব্যান্ড দল গড়ে তোলেন এবং তার প্রথম সিনেমায় গাওয়া গান ছিল পিচ ঢালা পথ। জাফর ইকবাল এর কণ্ঠে "হয় যদি বদনাম হোক আরো " গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায় ।

মুক্তিযুদ্ধে অংশগ্রহন

জাফর ইকবাল বাংলদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরাসরি অংশগ্রহন করেন।

চলচ্চিত্রে অভিনয়

বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের অন্যতম জাফর ইকবাল । তিনি চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত। শহুরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তার স্বাচ্ছদ্য বিচরণ। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে চমৎকার গান গাইতে পারা এ অভিনেতা বেশকিছু ছবিতে গায়ক চরিত্রে অভিনয় করেছেন।[৩] তার সেই ছবিগুলোও বেশ জনপ্রিয়তা পায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম আপন পর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরী। জাফর ইকবালের সাথে অভিনেত্রী ববিতা জুটি হয়ে প্রায় ৩০টির মত ছবি করেন। সবমিলিয়ে তিনি প্রায় ১৫০টি ছবি করেন।

উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ

বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক সহশিল্পী নোট
আপন পর কবরী প্রথম অভিনীত চলচ্চিত্র
সাধারণ মেয়ে
১৯৭৫ ফেরারি
১৯৭৫ মাস্তান
একই অঙ্গে এতরূপ
ফকির মজনু শাহ
দিনের পর দিন
১৯৭৬ সূর্য সংগ্রাম
বেদ্বীন
অংশীদার
মেঘ বিজলী বাদল
আশীর্বাদ
অপমান
১৯৭৬ এক মুঠো ভাত ববিতা
পরিবর্তন
সিআইডি
ওগো বিদেশিনী
ফুলের মালা
মর্যাদা
১৯৮৪ নয়নের আলো সুবর্ণা মুস্তাফা
১৯৮৯ অবুঝ হৃদয় ববিতা, চম্পা
১৯৯০ ভাইবন্ধু
১৯৯০ সন্ত্রাস রুবেল, সুহানা
সন্ধি
দোষী
১৯৯১ চোরের বউ চম্পা
বদনাম
প্রতিরোধ
মিস লংকা
আশীর্বাদ অঞ্জু ঘোষ
গর্জন চম্পা
১৯৯১ অবদান

উল্লেখযোগ্য অভিনীত জনপ্রিয় গান

  • কত যে তোমাকে বেসেছি ভালো
  • আমার বাবার মুখে (নয়নের আলো)
  • হয় যদি বদনাম (বদনাম)
  • সুখে থেকো ও আমার নন্দিনী
  • এক হৃদয়হীনার কাছে
  • আমার বুকের মধ্যখানে (নয়নের আলো)
  • আমার সারা দেহ (নয়নের আলো)
  • তুমি আমার জীবন (অবুঝ হৃদয় )
  • চাঁদের সাথে আমি দেবনা তোমার তুলনা (আশীর্বাদ)
  • হয়তোবা কিছু লোক (মিস লংকা)
  • তুমি আমার আমি তোমার (প্রতিরোধ)
  • প্রেমের আগুনে জ্বলে পুড়ে
  • যে ভাবে বাঁচি, বেঁচে তো আছি
  • নাম লেখা ঐ নোট

বিবাহিত জীবন

নায়ক জাফর ইকবাল সনিয়া নামে একজনকে বিয়ে করেন। তাদের দুই সন্তান ছিল।

মৃত্যু

পারিবারিক অশান্তির কারনে জাফর ইকবাল মানসিক ভাবে অনেক ভেঙ্গে পড়েন। মদ্য পান, অনিয়ম জীবন যাপন করেন ও পরবর্তীতে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তার হার্ট এবং কিডনি নষ্ট হয়ে যায়। ১৯৯২ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যু বরণ করেন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. দৈনিক প্রথম আলো
  2. আনন্দ আলো
  3. "আমি তো এখন আর নই কারও"দৈনিক রিপোর্ট ২৪। সংগ্রহের তারিখ ০১-০১-২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহি:সংযোগ