উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সরাসরি পরামর্শ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
চ্যাপ্টারের চ্যানেলের পরিবর্তে বাংলা চ্যানেল +
২ নং লাইন: ২ নং লাইন:
''এ পাতাটি উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত IRC চ্যানেল ভিত্তিক সরাসরি পরামর্শ সেবা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সমন্বয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। আপনি যদি সরাসরি পরামর্শ ব্যবস্থার পক্রিয়া নিয়ে কোনো আলোচনা করতে চান তাহলে [[উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প সরাসরি পরামর্শ|এ পাতায়]] আলোচনার সূচনা করুন।''
''এ পাতাটি উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত IRC চ্যানেল ভিত্তিক সরাসরি পরামর্শ সেবা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সমন্বয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। আপনি যদি সরাসরি পরামর্শ ব্যবস্থার পক্রিয়া নিয়ে কোনো আলোচনা করতে চান তাহলে [[উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প সরাসরি পরামর্শ|এ পাতায়]] আলোচনার সূচনা করুন।''


সরাসরি পরামর্শ উইকিপ্রকল্প এমন একটি প্রকল্প যা একেবারে নতুন সহ যেকোনো ব্যবহারকারী তার সমস্যার ব্যাপারে অভিজ্ঞ ব্যবহারকারীদের কাছ থেকে আরও ত্বরিত সাহায্য বা পরামর্শ পেতে সাহায্য করবে। উইকিমিডিয়া প্রকল্প বিশেষ করে উইকিপিডিয়া সম্পর্কিত যে কোনো বিষয়ে তাৎক্ষণিক বা সরাসরি সাহায্য বা পরামর্শ পেতে IRC ফ্রিনোড [irc://chat.freenode.net:8001/wikimedia-bd #Wikimedia-bd] চ্যানেলে উপস্থিত উইকিপিডিয়ান বা উইকিমিডিয়ানকে আপনার প্রশ্নটি জানান অথবা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। উপস্থিত উইকিপিডিয়ান আপনার প্রশ্নের যথাসম্ভব তাৎক্ষণিক উত্তর দিতে চেষ্টা করবেন। যদি তাৎক্ষণিক ভাবে উত্তর দেওয়া সম্ভব না হয়, তিনি আপনাকে অন্য কোনো সাহায্য মাধ্যম যেমন [[উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা|আলোচনাসভা]] বা কোনো উইকিপিডিয়ানের অথবা আপনার নিজের ব্যক্তিগত আলাপের পাতায় বার্তা রাখার দিক নির্দেশনা দিতে পারেন।
সরাসরি পরামর্শ উইকিপ্রকল্প এমন একটি প্রকল্প যা একেবারে নতুন সহ যেকোনো ব্যবহারকারী তার সমস্যার ব্যাপারে অভিজ্ঞ ব্যবহারকারীদের কাছ থেকে আরও ত্বরিত সাহায্য বা পরামর্শ পেতে সাহায্য করবে। উইকিমিডিয়া প্রকল্প বিশেষ করে উইকিপিডিয়া সম্পর্কিত যে কোনো বিষয়ে তাৎক্ষণিক বা সরাসরি সাহায্য বা পরামর্শ পেতে IRC ফ্রিনোড [irc://chat.freenode.net:8001/wikipedia-bn #wikipedia-bn] (লিংকে ক্লিক করার পর IRC নির্বাচন করুন) চ্যানেলে উপস্থিত উইকিপিডিয়ান বা উইকিমিডিয়ানকে আপনার প্রশ্নটি জানান অথবা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। উপস্থিত উইকিপিডিয়ান আপনার প্রশ্নের যথাসম্ভব তাৎক্ষণিক উত্তর দিতে চেষ্টা করবেন। যদি তাৎক্ষণিক ভাবে উত্তর দেওয়া সম্ভব না হয়, তিনি আপনাকে অন্য কোনো সাহায্য মাধ্যম যেমন [[উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা|আলোচনাসভা]] বা কোনো উইকিপিডিয়ানের অথবা আপনার নিজের ব্যক্তিগত আলাপের পাতায় বার্তা রাখার দিক নির্দেশনা দিতে পারেন।


মনে রাখবেন, আমরা নিশ্চিত নই যে IRC চ্যানেলে কোনো ব্যবহাকারী আপনাকে সেবা প্রদানের জন্য উপস্থিত থাকবেন, তবে বেশ কয়েকজন উইকিপিডিয়ান নিয়মিত দিনের বিভিন্ন সময়ে উইকিপিডিয়াতে সময় দেন এবং তারা চ্যানেলে উপস্থিত থাকেন, তাই আপনার প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তাদের কাউকে না কাউকে সেখানে উপস্থিত পাওয়ার সম্ভবনা বেশি। যদি চ্যানেলে সেবা প্রদানের জন্য কাউকে না পাওয়া যায় তাহলে উইকিপিডিয়ার সাধারণ নিয়মে আপনার আলাপের পাতায় {{t1|সাহায্য করুন}} ট্যাগটি যোগ করে এর নিচে আপনার প্রশ্ন বা বার্তা রাখুন। এতে পরবর্তীতে উইকিপিডিয়াতে উপস্থিত কোনো ব্যবহারকারী আপনার প্রশ্ন বা বার্তার উত্তর দিতে পারেন।
মনে রাখবেন, আমরা নিশ্চিত নই যে IRC চ্যানেলে কোনো ব্যবহাকারী আপনাকে সেবা প্রদানের জন্য উপস্থিত থাকবেন, তবে বেশ কয়েকজন উইকিপিডিয়ান নিয়মিত দিনের বিভিন্ন সময়ে উইকিপিডিয়াতে সময় দেন এবং তারা চ্যানেলে উপস্থিত থাকেন, তাই আপনার প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তাদের কাউকে না কাউকে সেখানে উপস্থিত পাওয়ার সম্ভবনা বেশি। যদি চ্যানেলে সেবা প্রদানের জন্য কাউকে না পাওয়া যায় তাহলে উইকিপিডিয়ার সাধারণ নিয়মে আপনার আলাপের পাতায় {{t1|সাহায্য করুন}} ট্যাগটি যোগ করে এর নিচে আপনার প্রশ্ন বা বার্তা রাখুন। এতে পরবর্তীতে উইকিপিডিয়াতে উপস্থিত কোনো ব্যবহারকারী আপনার প্রশ্ন বা বার্তার উত্তর দিতে পারেন।
১০ নং লাইন: ১০ নং লাইন:


== সরাসরি সহায়তা করতে ইচ্ছুক উইকিপিডিয়ানগণ ==
== সরাসরি সহায়তা করতে ইচ্ছুক উইকিপিডিয়ানগণ ==
আপনি যদি এ প্রকল্পে যুক্ত বা অংশ নিয়ে ব্যবহারকারীদের সরাসরি সাহায্য করতে ইচ্ছুক হন, তাহলে যখনই উইকিপিডিয়াতে লগইন করবেন সাথে সাথে বা অন্য কোনো অবসর সময়ে আইআরসি ফ্রিনোড চ্যানেল {{lang|en|[irc://chat.freenode.net:8001/wikimedia-bd #wikimedia-bd]}}-তে আপনার ডাকনাম বা নিক দিয়ে লগইন করুন এবং বার্তার জন্য নিয়মিত খেয়াল রাখুন। যদি কোনো ব্যবহারকারী কোনো প্রশ্ন করে তাহলে যথাসম্ভব নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করুন। যদি প্রশ্নটির উত্তর আপনার জানা না থাকে তাহলে, আপনার জানা মতে এ প্রশ্নের উত্তর দিতে পারেন, এমন একজন ব্যবহারকারীর কাছে প্রশ্নকর্তাকে অর্পন করুন অথবা বিনয়ের সাথে প্রশ্নকর্তাকে ঐ ব্যবহারকারীর সাথে (ব্যবহারকারীর আলাপের পাতার লিংকসহ) যোগাযোগ করার পরামর্শ দিন।
আপনি যদি এ প্রকল্পে যুক্ত বা অংশ নিয়ে ব্যবহারকারীদের সরাসরি সাহায্য করতে ইচ্ছুক হন, তাহলে যখনই উইকিপিডিয়াতে লগইন করবেন সাথে সাথে বা অন্য কোনো অবসর সময়ে আইআরসি ফ্রিনোড চ্যানেল {{lang|en|[irc://chat.freenode.net:8001/wikipedia-bn #wikipedia-bn]}}-তে (লিংকে ক্লিক করার পর IRC নির্বাচন করুন) আপনার ডাকনাম বা নিক দিয়ে লগইন করুন এবং বার্তার জন্য নিয়মিত খেয়াল রাখুন। যদি কোনো ব্যবহারকারী কোনো প্রশ্ন করে তাহলে যথাসম্ভব নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করুন। যদি প্রশ্নটির উত্তর আপনার জানা না থাকে তাহলে, আপনার জানা মতে এ প্রশ্নের উত্তর দিতে পারেন, এমন একজন ব্যবহারকারীর কাছে প্রশ্নকর্তাকে অর্পন করুন অথবা বিনয়ের সাথে প্রশ্নকর্তাকে ঐ ব্যবহারকারীর সাথে (ব্যবহারকারীর আলাপের পাতার লিংকসহ) যোগাযোগ করার পরামর্শ দিন।


আপনি যে কোনো সময়ে আইআরসি চ্যানেলে উপস্থিত হয়ে এ প্রকল্পে অংশ নিতে পারেন, তবে স্বেচ্ছাকর্মী সমন্বয় এবং ব্যবহারকারীদের জানার সুবিধার্থে নিচে আপনার আসল নাম, নিবন্ধিত আইআরসি নিক এবং আপনার সম্ভাব্য বাংলাদেশের সময় অনুযায়ী লগইন সময়ের পরিসর, যে সময়ে আপনি এ প্রকল্পের জন্য সময় দিতে ইচ্ছুক তা প্রদান করুন।
আপনি যে কোনো সময়ে আইআরসি চ্যানেলে উপস্থিত হয়ে এ প্রকল্পে অংশ নিতে পারেন, তবে স্বেচ্ছাকর্মী সমন্বয় এবং ব্যবহারকারীদের জানার সুবিধার্থে নিচে আপনার আসল নাম, নিবন্ধিত আইআরসি নিক এবং আপনার সম্ভাব্য বাংলাদেশের সময় অনুযায়ী লগইন সময়ের পরিসর, যে সময়ে আপনি এ প্রকল্পের জন্য সময় দিতে ইচ্ছুক তা প্রদান করুন।

১১:৩৯, ২৩ জুন ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

এ পাতাটি উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত IRC চ্যানেল ভিত্তিক সরাসরি পরামর্শ সেবা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সমন্বয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। আপনি যদি সরাসরি পরামর্শ ব্যবস্থার পক্রিয়া নিয়ে কোনো আলোচনা করতে চান তাহলে এ পাতায় আলোচনার সূচনা করুন।

সরাসরি পরামর্শ উইকিপ্রকল্প এমন একটি প্রকল্প যা একেবারে নতুন সহ যেকোনো ব্যবহারকারী তার সমস্যার ব্যাপারে অভিজ্ঞ ব্যবহারকারীদের কাছ থেকে আরও ত্বরিত সাহায্য বা পরামর্শ পেতে সাহায্য করবে। উইকিমিডিয়া প্রকল্প বিশেষ করে উইকিপিডিয়া সম্পর্কিত যে কোনো বিষয়ে তাৎক্ষণিক বা সরাসরি সাহায্য বা পরামর্শ পেতে IRC ফ্রিনোড #wikipedia-bn (লিংকে ক্লিক করার পর IRC নির্বাচন করুন) চ্যানেলে উপস্থিত উইকিপিডিয়ান বা উইকিমিডিয়ানকে আপনার প্রশ্নটি জানান অথবা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। উপস্থিত উইকিপিডিয়ান আপনার প্রশ্নের যথাসম্ভব তাৎক্ষণিক উত্তর দিতে চেষ্টা করবেন। যদি তাৎক্ষণিক ভাবে উত্তর দেওয়া সম্ভব না হয়, তিনি আপনাকে অন্য কোনো সাহায্য মাধ্যম যেমন আলোচনাসভা বা কোনো উইকিপিডিয়ানের অথবা আপনার নিজের ব্যক্তিগত আলাপের পাতায় বার্তা রাখার দিক নির্দেশনা দিতে পারেন।

মনে রাখবেন, আমরা নিশ্চিত নই যে IRC চ্যানেলে কোনো ব্যবহাকারী আপনাকে সেবা প্রদানের জন্য উপস্থিত থাকবেন, তবে বেশ কয়েকজন উইকিপিডিয়ান নিয়মিত দিনের বিভিন্ন সময়ে উইকিপিডিয়াতে সময় দেন এবং তারা চ্যানেলে উপস্থিত থাকেন, তাই আপনার প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তাদের কাউকে না কাউকে সেখানে উপস্থিত পাওয়ার সম্ভবনা বেশি। যদি চ্যানেলে সেবা প্রদানের জন্য কাউকে না পাওয়া যায় তাহলে উইকিপিডিয়ার সাধারণ নিয়মে আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} ট্যাগটি যোগ করে এর নিচে আপনার প্রশ্ন বা বার্তা রাখুন। এতে পরবর্তীতে উইকিপিডিয়াতে উপস্থিত কোনো ব্যবহারকারী আপনার প্রশ্ন বা বার্তার উত্তর দিতে পারেন।

চ্যানেলে উপস্থিত হওয়ার পদ্ধতি

IRC ব্যবহারের বিস্তারিত জানার জন্য m:IRC/Instructions দেখুন।

সরাসরি সহায়তা করতে ইচ্ছুক উইকিপিডিয়ানগণ

আপনি যদি এ প্রকল্পে যুক্ত বা অংশ নিয়ে ব্যবহারকারীদের সরাসরি সাহায্য করতে ইচ্ছুক হন, তাহলে যখনই উইকিপিডিয়াতে লগইন করবেন সাথে সাথে বা অন্য কোনো অবসর সময়ে আইআরসি ফ্রিনোড চ্যানেল #wikipedia-bn-তে (লিংকে ক্লিক করার পর IRC নির্বাচন করুন) আপনার ডাকনাম বা নিক দিয়ে লগইন করুন এবং বার্তার জন্য নিয়মিত খেয়াল রাখুন। যদি কোনো ব্যবহারকারী কোনো প্রশ্ন করে তাহলে যথাসম্ভব নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করুন। যদি প্রশ্নটির উত্তর আপনার জানা না থাকে তাহলে, আপনার জানা মতে এ প্রশ্নের উত্তর দিতে পারেন, এমন একজন ব্যবহারকারীর কাছে প্রশ্নকর্তাকে অর্পন করুন অথবা বিনয়ের সাথে প্রশ্নকর্তাকে ঐ ব্যবহারকারীর সাথে (ব্যবহারকারীর আলাপের পাতার লিংকসহ) যোগাযোগ করার পরামর্শ দিন।

আপনি যে কোনো সময়ে আইআরসি চ্যানেলে উপস্থিত হয়ে এ প্রকল্পে অংশ নিতে পারেন, তবে স্বেচ্ছাকর্মী সমন্বয় এবং ব্যবহারকারীদের জানার সুবিধার্থে নিচে আপনার আসল নাম, নিবন্ধিত আইআরসি নিক এবং আপনার সম্ভাব্য বাংলাদেশের সময় অনুযায়ী লগইন সময়ের পরিসর, যে সময়ে আপনি এ প্রকল্পের জন্য সময় দিতে ইচ্ছুক তা প্রদান করুন।

সাহায্য করতে ইচ্ছুক ব্যবহারকারী
 
ব্যবহারকারী নাম আইআরসি নিক সম্ভাব্য লগ-ইন সময় (ঐচ্ছিক)
নাহিদ সুলতান NahidSultan
বেলায়েত হোসেন Bellayet ১০:০০ – ১৭:০০
নাসির খান সৈকত nasirkhan ১৯:০০ – ০৩:০০
তানভির রহমান Tanvir
মাহে আলম খান maktrix ১৫:০০ – ১৯:০০
নুরুন্নবী চৌধুরী হাছিব nhasive ১৩:০০ – ১৯:০০