ব্যবহারকারী:Mahmud-bn: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আলাপ পাতা থেকে ব্যবহারকারী তথ্যাদি স্থানান্তর
 
Mahmud-bn (আলোচনা | অবদান)
অবদান, আমার উইকি নীতি
১ নং লাইন: ১ নং লাইন:
আমি মাহমুদ, একজন বিশ্ববিদ্যালয় ছাত্র। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগে। আমি উইকপিডিয়ায় মোটামুটি নতুন। তবে উপভোগ করছি নিজেকে একজন উইকিপিডিয়ান হিসেবে চিন্তা করে। আমি চাই গঠনমূলক জ্ঞানের অবাধ চর্চা হোক আর দেশ হয়ে উঠুক শিক্ষিত। এখনো আমার আলাপ পাতাটিকে সাজাতে পারিনি। তাই এখনো এলোমেলো।
আমি মাহমুদ, একজন বিশ্ববিদ্যালয় ছাত্র। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগে। আমি উইকপিডিয়ায় মোটামুটি নতুন। তবে উপভোগ করছি নিজেকে একজন উইকিপিডিয়ান হিসেবে চিন্তা করে। আমি চাই গঠনমূলক জ্ঞানের অবাধ চর্চা হোক আর দেশ হয়ে উঠুক শিক্ষিত। এখনো আমার আলাপ পাতাটিকে সাজাতে পারিনি। তাই এখনো এলোমেলো।

==অবদান==
আমি ইতোমধ্যে অনেকগুলো পৃষ্ঠা সম্পাদনা ছাড়াও বেশ ক’টি গুরুত্বপূর্ণ পৃষ্ঠা খুলেছিও। যেমন [[উসমানী খিলাফাত]], [[অপারেশন গোল্ড]], [[অভিলম্ব]] ইত্যাদি। অবশ্য নতুন পৃষ্ঠা খোলার চেয়ে বিদ্যমান পৃষ্ঠা সম্পাদনার দিকে মনোযোগ দিতে চেষ্টা করব।

==আমার উইকি নীতি==
আমি মনে করি উইকিপিডিয়াকে কোন নির্দিষ্ট মতবাদের প্রচারণা বা বিরোধিতার জন্য ব্যাবহারের চেষ্টা করা উচিৎ নয়। এতে শুধু সামগ্রিক বিচারে নিরপেক্ষ ও স্বচ্ছ তথ্যই দেওয়া উচিৎ।

১১:২৫, ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে সংশোধিত সংস্করণ

আমি মাহমুদ, একজন বিশ্ববিদ্যালয় ছাত্র। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগে। আমি উইকপিডিয়ায় মোটামুটি নতুন। তবে উপভোগ করছি নিজেকে একজন উইকিপিডিয়ান হিসেবে চিন্তা করে। আমি চাই গঠনমূলক জ্ঞানের অবাধ চর্চা হোক আর দেশ হয়ে উঠুক শিক্ষিত। এখনো আমার আলাপ পাতাটিকে সাজাতে পারিনি। তাই এখনো এলোমেলো।

অবদান

আমি ইতোমধ্যে অনেকগুলো পৃষ্ঠা সম্পাদনা ছাড়াও বেশ ক’টি গুরুত্বপূর্ণ পৃষ্ঠা খুলেছিও। যেমন উসমানী খিলাফাত, অপারেশন গোল্ড, অভিলম্ব ইত্যাদি। অবশ্য নতুন পৃষ্ঠা খোলার চেয়ে বিদ্যমান পৃষ্ঠা সম্পাদনার দিকে মনোযোগ দিতে চেষ্টা করব।

আমার উইকি নীতি

আমি মনে করি উইকিপিডিয়াকে কোন নির্দিষ্ট মতবাদের প্রচারণা বা বিরোধিতার জন্য ব্যাবহারের চেষ্টা করা উচিৎ নয়। এতে শুধু সামগ্রিক বিচারে নিরপেক্ষ ও স্বচ্ছ তথ্যই দেওয়া উচিৎ।