মেঘলা আকাশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১১৬ নং লাইন: ১১৬ নং লাইন:
==বহিঃসংযোগ==
==বহিঃসংযোগ==


[[বিষয়শ্রেণী:২০০৮-এর চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:২০০২-এর চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:বাংলা ভাষার চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:বাংলা ভাষার চলচ্চিত্র]]

১৪:২৪, ২৬ অক্টোবর ২০১১ তারিখে সংশোধিত সংস্করণ

মেঘলা আকাশ
চিত্র:Meghla Akash.jpg
ছবির ভিসিডি কভার
পরিচালকনার্গিস আক্তার
প্রযোজকনার্গিস আক্তার
রচয়িতামাসুম রেজা
শ্রেষ্ঠাংশেমৌসুমী
আয়ুব খান
শাবানা আজমী
শাকিল খান
পূর্ণিমা
অমিত হাসান
রাজীব
শহিদুল আলম সাচ্চু
ফেরদৌসী মজুমদার
পিযুষ বান্ধেপাধ্যায়
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খান
সম্পাদকমুজিবুর রহমান দুলু
পরিবেশকইমপ্রেস তেলেফিল্ম
মুক্তি2002[১]
স্থিতিকাল১৩৭ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

মেঘলা আকাশ (ইংরেজি: The Cloudy Sky) এটি ২০০২-এর একটি বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন বাংলাদেশী বিখ্যাত নারী চলচিত্রকার নার্গিস আক্তার[২]। ইমপ্রেস টেলেফিল্মের ব্যানারে নির্মিত এই নার্গিস আক্তারের প্রথম প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘলা আকাশ, এইচআইভি/এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ইস্যু এই ছবির মূল বৈশিষ্ট [৩]ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী. কবিতিতে আরও আয়ুব খান, শাবানা আজমী, শাকিল খান, পূর্ণিমা, অমিত হাসান, রাজীব, শহিদুল আলম সাচ্চু, ফেরদৌসী মজুমদার, পিযুষ বান্ধেপাধ্যায়।

এইচআইভি/এইডস এর উপর জনসচেতনতা মূলক এই ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয়ের আমন্ত্রণ জানান ভারতের বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমীকে[৪]

নার্গিস আক্তারের এই ছবিটি চলচ্চিত্র-সমালোচক ও দর্শকদের কাছে দারুন প্রশংসা অর্জন করে. এরই সীকৃতি স্বরূপ পরিচালক নার্গিস আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর শ্রেষ্ঠ পরিচালক, সহ মোট ছয়টি বিভাগে পুরস্কার লাভ করেছিল[৫]

কাহিনী সংক্ষেপ

শ্রেষ্ঠাংশে

  • মৌসুমী - মেঘলা
  • আয়ুব খান - জাবেদ আহমেদ
  • অমিত হাসান - মনি
  • শাকিল খান - টিংকু
  • পূর্ণিমা - রিমি
  • রাজীব - হাওলাদার
  • শহিদুল আলম সাচ্চু - খয়বর মোল্লা
  • ফেরদৌসী মজুমদার - পতিতালয়ের সর্দারনী
  • পিযুষ বান্ধেপাধ্যায় - বাকের সাকিব
  • নীলাম সিং - জাবেদের মেয়ে বন্ধু
  • সৈযদ হাসান ইমাম -
  • ডলি জহুর - মেঘলার মামী
  • দিলদার - পুলিশ কনস্টেবল
  • আমল বোস - মনির বাবা
  • জাহানারা ভুঞা -
  • প্রবীর মিত্র - ডাক্তার মিত্র
  • আনিস - কাজী
  • সিরাজুল ইসলাম -
  • মায়া ঘোষ -
  • শাবানা আজমী - ভাইরাসবিদ্যা ডাক্তার (বিশেষ অতিথী)

কলাকুশলী

  • প্রযোজনা: নার্গিস আক্তার
  • এক্সিকিউটিভ প্রোডিউসার: আকন্দ সানওয়ার মোরশেদ
  • কাহিনী: মাসুম রেজা
  • পরিচালক: নার্গিস আক্তার
  • প্রধান সহকারী পরিচালক: হুমায়ুন কবির
  • চিত্রনাট্য: নার্গিস আক্তার
  • সহযোগী পরিচালক: শফিকুর রহমান
  • স্ক্রিপ্ট: নার্গিস আক্তার
  • সংলাপ: মাসুম রেজা, ছটকু আহমেদ, হুমায়ুন কবির ও নার্গিস আক্তার
  • চিত্রগ্রহণ: মাহফুজুর রহমান খান
  • স্থির ফটোগ্রাফি: রফিকুল ইসলাম রুস্তম
  • সম্পাদনা: মুজিবুর রহমান দুলু
  • শিরোনাম করণ: শফিকুল ইসলাম
  • এইডস বার্তা সংগ্রহ: শ্যামল বাসাক
  • ইংরেজি সাব টাইটেল: রোকসানা হক
  • গবেষণা: নার্গিস আক্তার
  • সঙ্গীত: আলাউদ্দিন আলী
  • গানের কথা: মোঃ রফিকুজ্জামান
  • শব্দগ্রহণ: জাহাঙ্গীর আলম
  • শব্দ পুনরায় রেকর্ডিং: মির্জা মাহবুব
  • আবহ সঙ্গীত: উজ্জ্বল
  • ধ্বনিকৌশল: জামাল ও রাসেল
  • নৃত্যপরিকল্পনা: আমির হোসেন বাবু, মাসুম বাবলা, ইমদাদুল হক খোকন ও নার্গিস আক্তার
  • অঙ্গসজ্জা: আবদুর রহমান
  • চুল প্রসাধক: লতিকা জোহর (মুম্বাই)
  • মারপিট পরিচালক: ইউসুফ খান
  • কসটিউম ডিজাইনার: অস্পষ্ট রহমান
  • সহকারী কসটিউম ডিজাইনার: রওনক আলম
  • কসটিউম ডিজাইন পরিচালনা: শাহ আলম
  • উপদেষ্টা: সৈয়দ সালাউদ্দিন জাকি (ঢাকা) আহসান খান (মুম্বাই)
  • পরিবেশক: ইমপ্রেস টেলেফিল্ম লিমিটেড

প্রযুক্তিক খুঁটিনাটি

  • ফরম্যাট: ৩৫ mm (রঙিন)
  • সময়: ১৩৭ মিনিট
  • মূল ভাষা: বাংলা
  • সাব টাইটেল: ইংরেজি
  • উত্পাদনের দেশ: বাংলাদেশ
  • সিনেমায় মুক্তির তারিখ: ২০০২
  • উত্পাদনের বর্ষ: ২০০১-২০০২
  • সাউন্ড এফেক্ট: মনো
  • টেকনিক্যাল সাপোর্ট: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC)
  • প্রক্রিয়াকৃত ও বিকাশ: প্রসাদ ল্যাব (মাদ্রাজ)

সম্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

মেঘলা আকাশ ২০০২ সালের জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার সহ মোট ছয়টি বিভাগে পুরস্কার লাভ করে [৬]

সঙ্গীত

মেঘলা আকাশ ছবির সঙ্গীত পরিচলনা করেন বাংলাদেশের বিখ্যেত সঙ্গীত পরচালক আলাউদ্দিন আলী। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। ছবিটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ভারত ও বাংলাদেশের কয়েকজন এদের মধ্যে কয়েছেন মিতালী মুখার্জী, প্রতিক দে, খালিদ হাসান মিলু ও রাগব চৌধুরী।

তথ্যসূত্র

  1. Published: The Daily Star, 2006 Meghla Akash (2002) Shameem Alam Dipen, accessed: 19 May, 2011
  2. Published: The Daily Star, 8 March, 2006 Celebrating International Women's Day Nargis Akhter Empathy with women Khalid-Bin-Habib, accessed: 18 May, 2011
  3. Published: The Daily Star, 2 July, 2010 Making Movies for a Cause Tamanna Khan, accessed: 18 May, 2011
  4. Published: The Daily Star, 19 Decenber, 2005 Azmi to star in Nargis' Megher Koley Roud’ Culture, accessed: 19 May, 2011
  5. Published: The Daily Star, 9 July, 2007 Nargis Akhter talks about her latest film "Abujh Bou" Jamil Mahmud, accessed: 19 May, 2011
  6. Published: The Daily Star, 8 November, 2010 PM to distribute film awards today BSS, Dhaka, accessed: 19 May, 2011


বহিঃসংযোগ