বিল ফোকেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিল ফোকেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম উইলিয়াম অ্যান্থনি ফোকেস
উচ্চতা ৫'১১"/১.৮০ m
মাঠে অবস্থান সেন্টার ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
অবসরপ্রাপ্ত
যুব পর্যায়
১৯৫০ হুইস্টন বয়েজ ক্লাব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৫২–১৯৭০ ম্যানচেস্টার ইউনাইটেড ৫৬৬ (৭)
জাতীয় দল
১৯৫৫ ইংল্যান্ড 00১ (০)
পরিচালিত দল

১৯৭৫–১৯৭৭
১৯৭৮–১৯৭৯
১৯৮০


১৯৮৪

১৯৮৮–১৯৯১
হুইটনি টাউন
শিকাগো স্টিং
টুলসা রাফনেকস
সান জোসে আর্থকুয়েকস
আই.এল.ব্রাইন
স্টেইঙ্কার এফকে
লিলেস্ত্রম
ভাইকিং
এফসি মাজদা
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং নভেম্বর ২৭, ২০০৬ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা নভেম্বর ২৭, ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।

উইলিয়াম অ্যান্থনি ফোকেস (জন্ম জানুয়ারি ৫, ১৯৩২) ছিলেন একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় যিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে স্যার ম্যাট বাজবির বাজবি বেইবসের সদস্য ছিলেন। তিনি এই দলে ১৯৫০ ও ১৯৬০ দশকে খেলেছেন। তার পছন্দের অবস্থান ছিল সেন্টার ব্যাক। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ৬৭৯ খেলায় অংশ নিয়েছেন যা স্যার ববি চার্লটনরায়ান গিগসের পর তৃতীয়। এছাড়া তিনি বদলী খেলোয়াড় হিসেবে ৩ টি খেলায় অংশ নিয়েছেন। তিনি ১৯৫৭-৫৮, ১৯৫৯-৬০, ১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ সালের ইউনাইটেডের সবগুলো খেলায় অংশ নিয়েছেন। তিনি ইউনাইটেডের পক্ষে খেলা ১৮ মৌসুমে ৯ গোল করেছেন। তিনি ইউনাইটেডকে ৪টি প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপ, একটি এফএ কাপ এবং একটি ইউরোপীয়ান কাপ জিততে সাহায্য করেছেন। ১৯৫৫ সালে তিনি মাত্র একটি খেলায় ইংল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেছেন।

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • Short biography on the official ম্যানচেস্টার ইউনাইটেড website
পূর্বসূরী
রজার বার্ন
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব অধিনায়ক
১৯৫৮-১৯৬৬
উত্তরসূরী
ববি চার্লটন