বিমলপ্রভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিমলপ্রভা বা দ্রি-মেদ-'ওদ (ওয়াইলি: Dri med ‘od) কালচক্র তত্ত্বের লঘুতন্ত্রের ওপর রচিত টীকাভাষ্য বিশেষ।

সংক্ষিপ্ত বর্ণনা[সম্পাদনা]

শাম্ভালার রাজা মঞ্জুশ্রী যশস লঘুতন্ত্র রচনা করেন। পুন্ডরীক নামক শাম্ভালার অপর এক রাজা বিমলপ্রভা রচনা করেন। এই টীকাভাষ্যে সর্বপ্রথম হঠ যোগকে সংজ্ঞায়িত করা হয়।[১] তিব্বতী বৌদ্ধধর্মে কালচক্র সম্বন্ধে অনুশীলনের জন্য এই গ্রন্থ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. James Mallinson, "Sāktism and Hathayoga," 6 March 2012. <URL> ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০১৩ তারিখে [accessed 10 June 2012] pgs. 2

আরো পড়ুন[সম্পাদনা]