বিধান রঞ্জন রায়
বিধান রঞ্জন রায় | |
---|---|
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১১ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | রুমানা আলী (প্রতিমন্ত্রী) |
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৮ আগস্ট ২০২৪ | |
রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বিধান রঞ্জন রায় পোদ্দার ১৯৬৩ মধ্যনগর উপজেলা, সুনামগঞ্জ |
নাগরিকত্ব | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ |
পেশা | চিকিৎসক |
বিধান রঞ্জন রায় একজন বাংলাদেশী চিকিৎসক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]তিনি ১৯৬৩ সালে সুনামগঞ্জে জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার আবাসিক এলাকায় জন্মগ্রহণ করেন।[২] তিনি ১৯৭৯ সালে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এছাড়া তিনি ১৯৮৮ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি পূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করেন।[৩]
তিনি মনোচিকিৎসার পাশাপাশি লেখালেখির সঙ্গেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্ত্বত্ত (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)।[৪]
তিনি ২০২৪ সালের ১১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "উপদেষ্টাদের কার কী পরিচিতি"। চ্যানেল আই। ৮ আগস্ট ২০২৪। ৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ "অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জের সন্তান"। ২০২৪-০৮-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৪।
- ↑ ক খ প্রতিনিধি, বিশেষ। "শপথ নিতে যাননি ডা. বিধান রঞ্জন"। দৈনিক কালবেলা। ২০২৪-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ "অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কে এই বিধান রঞ্জন রায়"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৯।
- ↑ "প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দায়িত্বে ডা. বিধান রঞ্জন রায়"। দৈনিক ইত্তেফাক। ২০২৪-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১১।