বিজয় সিংহ দীঘি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজয় সিংহ দীঘি
বিজয় সেনের দীঘি
বিজয় সিংহ দীঘি, ২০১৪ সালে
অবস্থানমহিপাল, ফেনী
ধরনকৃত্রিম জলাশয়
অববাহিকার দেশসমূহবাংলাদেশ
জনবসতিফেনী

বিজয় সেনে এর দীঘি বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন খনন করেন।

অবস্থান[সম্পাদনা]

মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে দক্ষিণ- পশ্চিম দিকে সার্কিট হাউজ রোডের সার্কিট হাউজের পার্শ্বে অবস্থিত।

বর্ণনা[সম্পাদনা]

এ দীঘি ফেনী শহরের প্রায় ২ কি.মি. পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। এ দীঘির আয়তন ৩৭.৫৭ একর। দিঘীর চৌপাড় খুব উঁচু ও বৃক্ষ শোভিত। ১৯৯৫ সালে বৃক্ষ চারা রোপন করে বর্তমান এ পরিবেশের সৃষ্টি করেন।

নামকরণ[সম্পাদনা]

রাজা বিজয় সিংহের নামানুসারে দীঘিটির নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

২,"ফেনী জেলার দর্শনীয় স্থান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট , ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]