বারিধারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারিধারা
থানা
গুলশান বারিধারা লেক
গুলশান বারিধারা লেক
দেশবাংলাদেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
শহরঢাকা
বারিধারা লেক

বারিধারা বাংলাদেশের ঢাকার একটি অভিজাত আবাসিক এলাকা। এটা গুলশান-বারিধারা লেক দিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব গুলশান-এ অবস্থিত। এই এলাকাটি কূটনীতিবিদদের জন্য বিশেষভাবে তৈরি এবং অনেক দেশের দূতাবাস এখানে অবস্থিত।[২] এখানে মুলত তিনটি এলাকা আছে :- দক্ষিণ-পূর্ব পাশে কূটনীতিবিদ এলাকা, পূর্ব পাশে সাধারণ আবাসিক এলাকা, এবং কাছাকাছি উত্তর-পূর্ব পাশে একটি ডিওএইচএস এলাকা।

অর্থনীতি[সম্পাদনা]

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর সদরদফতর বারিধারার কূটনৈতিক অঞ্চলে অবস্থিত।[৩]

শিক্ষা[সম্পাদনা]

ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকাঢাকা জাপানিজ স্কুল বারিধারায় অবস্থিত। এছাড়া আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল বারিধারায় অবস্থিত।

উল্লেখযোগ্য বাসিন্দা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Road#6, baridhara, Dhaka" 
  2. সিদ্দিকি, কামাল; জামশেদ আহমেদ; কানিজ সিদ্দিক; সাইয়দুল হক; আবুল হোসেন (২০১০)। Social Formation in Dhaka, 1985-2005: A Longitudinal Study of Society in a Third World Megacityঅ্যাসগেট পাবলিশিং। পৃষ্ঠা ৩০৮–৩১০। আইএসবিএন 978-1-4094-1103-1 
  3. "Contact Us ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মার্চ ২০১৮ তারিখে." ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর, ২০১৭। "কর্পোরেট অফিস ৭৭, সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, বারিধারা কূটনৈতিক অঞ্চল ঢাকা-১২১২, বাংলাদেশ।"

বহিঃসংযোগ[সম্পাদনা]