প্রিন্সিপিয়া ম্যাথেম্যাটিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বইটির সংক্ষিপ্ত সংস্করণ Principia Mathematica to *56-এর প্রচ্ছদ

প্রিন্সিপিয়া ম্যাথেম্যাটিকা (Principia Mathematica) গণিতের ভিত্তির ওপর রচিত ৩ খণ্ডের একটি কাজ। আলফ্রেড নর্থ হোয়াইটহেডবারট্রান্ড রাসেল এটি রচনা করেন ও ১৯১০ থেকে ১৯১৩ সালের মধ্যে এটি প্রকাশ করেন। এই কাজে সমস্ত গাণিতিক সত্য একটি সুসংজ্ঞায়িত (well-defined) স্বতঃসিদ্ধের সেট ও প্রতীকী যুক্তিবিজ্ঞানের (symbolic logic) যুক্তিবিধি (rules of inference) ব্যবহার করে বের করার চেষ্টা করা হয়।

রাসেল গট্‌লব ফ্রেগের যুক্তিবিজ্ঞান বিষয়ক কাজ অধ্যয়ন করতে গিয়ে বিভিন্ন কূটাভাসের (paradox) সম্মুখীন হন, আর মূলত সেগুলো দূর করার উদ্দেশ্যেই প্রিন্সিপিয়া রচনায় হাত দেন। প্রিন্সিপিয়াতে কূটাভাস এড়ানোর জন্য একটি বিস্তৃত টাইপ ব্যবস্থা (system of types) নির্মাণ করা হয়। এই ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য - যে কোন সেট তার উপাদানগুলোর চেয়ে উচ্চতর টাইপভুক্ত, "সকল সেটের সেট" এবং এ জাতীয় অন্যান্য উক্তি যা কূটাভাসের জন্ম দেয় সেগুলো বলা যাবে না, ইত্যাদি (রাসেলের কূটাভাস দেখুন)।

গাণিতিক বিশেষজ্ঞরা প্রিন্সিপিয়া-কে গাণিতিক যুক্তিবিজ্ঞান ও দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

প্রাথমিক:

The first edition was reprinted in 2009 by Merchant Books, আইএসবিএন ৯৭৮-১-৬০৩৮৬-১৮২-৩, আইএসবিএন ৯৭৮-১-৬০৩৮৬-১৮৩-০, আইএসবিএন ৯৭৮-১-৬০৩৮৬-১৮৪-৭.

গৌণ:

Tractatus Logico-Philosophicus (Vienna 1918, original publication in German).