প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যবহার[সম্পাদনা]

এই উপপাতাগুলোতে প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/ছাঁচ ব্যবহৃত হয়।

  1. পরবর্তী উপপাতায় নতুন নির্বাচিত স্থান যোগ করুন।
  2. মূল প্রবেশদ্বার পাতার গঠন ঠিক রাখতে উপপাতার লেখা আনুমানিক দশ লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখুন।
  3. প্রবেশদ্বার:ফিলিস্তিন-এর {{Random portal component}} টেমপ্লেটের "max=" পরামিতিটি হালনাগাদ করে দিন।

নির্বাচিত স্থানের তালিকা[সম্পাদনা]

প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/১

গাজা ভূখণ্ডের মানচিত্র

গাজা ভূখণ্ড বা গাজা উপত্যকা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি স্বশাসিত ফিলিস্তিনি অঞ্চল। গাজা ভূখণ্ডের পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর, দক্ষিণ-পশ্চিমে মিশরের সাথে রয়েছে ১১ কিলোমিটার (৬.৮ মা) সীমান্ত, এবং উত্তরে, পূর্বে, ও দক্ষিণ-পূর্বে অবস্থিত ইসরাইলের সাথে আছে ৫১ কিলোমিটার (৩২ মা) সীমান্ত। এই গাজা ভূখণ্ড ও পশ্চিম তীর নিয়েই ফিলিস্তিন রাষ্ট্র গঠিত। ভূখণ্ডটি দৈর্ঘ্যে ৪১ কিলোমিটার (২৫ মা) এবং প্রস্থে ৬ থেকে ১২ কিলোমিটার (৩.৭ থেকে ৭.৫ মা)। ৩৬৫ বর্গকিলোমিটার (১৪১ মা) আয়তনের এই অঞ্চলে প্রায় ১.৮৫ মিলিয়ন মানুষ বসবাস করে। জনসংখ্যার ঘনত্বে অঞ্চলটির অবস্থান বিশ্বে তৃতীয়।

ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন গাজা এবং পশ্চিম তীর অঞ্চল দুটি ইসরাইলী অঞ্চল দ্বারা পরস্পর থেকে পৃথক হয়ে আছে। ২০০৭ সালের গাজার যুদ্ধের পর থেকে ভূখণ্ডটি ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাস কর্তৃক পরিচালিত হয়ে আসছে, যারা ২০০৬ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে ক্ষমতায় এসেছিল। এর পর থেকে অঞ্চলটি ইসরাইল ও মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক বয়কটের মুখে রয়েছে।


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/২

পশ্চিম তীরের মানচিত্র

পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক পশ্চিম এশিয়ার একটি স্থলবেষ্টিত অঞ্চল। এর পূর্বে রয়েছে জর্ডান ও মৃত সাগর; আর উত্তর, দক্ষিণ ও পশ্চিমে ইসরাইল। ১৯৬৭ সালে ইসরাইলী দখলে আসার পর থেকে এ অঞ্চলটিতে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক আংশিকভাবে নিয়ন্ত্রিত ১৬৭টি ফিলিস্তিনি "দ্বীপ" ও ইসরাইল নিয়ন্ত্রিত ২৩০টি ইসরাইলী বসতি রয়েছে।

১৯৪৮ সালের আরব-ইসরাইলী যুদ্ধে জর্ডান এই অঞ্চলটি দখলে নিয়ে এর নাম দেয় পশ্চিম তীর। কেননা এটি জর্ডান নদীর পশ্চিমে অবস্থিত। পরবর্তীতে ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরাইল অঞ্চলটি দখল করে নেয়। তারপর অসলো চুক্তির আওতায় ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ এর আংশিক নিয়ন্ত্রন পায়। পূর্ব জেরুসালেম সহ এ অঞ্চলের স্থলভাগের আয়তন ৫৬৪০ বর্গ কিলোমিটার এবং জলভাগের আয়তন ২২০ বর্গ কিলোমিটার। ২০১৭ সালের তথ্য অনুযায়ী এখানে প্রায় ২৭,৪৭,৯৪৩ জন ফিলিস্তিনি ও ৩,৯১,০০০ জন ইসরাইলী সেটেলার বসবাস করে।


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৩
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৩


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৪
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৪


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৫
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৫


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৬
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৬


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৭
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৭


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৮
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৮


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৯
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/৯


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/১০
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/১০


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/১১
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/১১


প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/১২
প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত স্থান/১২