পুরুষোত্তম দাস ট্যান্ডন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুরুষোত্তম দাস ট্যান্ডন

পুরুষোত্তম দাস ট্যান্ডন (দেবনাগরী: पुरुषोत्तम दास टंडन; উর্দু: پرشوتم داس ٹنڈن) উচ্চারণ, (১ আগস্ট ১৮৮২ - ১ জুলাই ১৯৬২), ছিলেন উত্তর প্রদেশ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব। 'হিন্দি'-কে ভারতের রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দানের প্রচেষ্টার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত। তাকে রাজর্ষি (মূল: রাজা + ঋষি = রাজকীয় সন্ত) উপাধীতে অভিহিত করা হয়। ১৯৬১ সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্নে ভূষিত করা হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Padma Awards Directory (1954-2007)" (পিডিএফ)। Ministry of Home Affairs। ১০ এপ্রিল ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১০ 

বহি:সংযোগ[সম্পাদনা]