ডিহর, বাঁকুড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডিহর থেকে পুনর্নির্দেশিত)
ডিহর
গ্রাম, প্রাগৈতিহাসিক প্রত্নস্থল
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবাঁকুড়া
ভাষাসমূহ
 • প্রাতিষ্ঠানিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+5:30)
যানবাহন নিবন্ধনWB-
তটরেখা০ কিলোমিটার (০ মা)
ওয়েবসাইটwb.gov.in

ডিহর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তঃপাতী একটি শহর। এই শহর বিষ্ণুপুর শহর থেকে ৮ কিলোমিটার (৫ মাইল) উত্তরে ধারাপাট গ্রামের নিকট অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

ডিহরে বাংলার অন্যতম প্রাগৈতিহাসিক প্রত্নস্থলটি আবিষ্কৃত হয়েছে। প্রায় ১২০০-১০০০ খ্রিষ্টপূর্বাব্দে ক্যালকোলিথিক জনগোষ্ঠী এইখানে দ্বারকেশ্বরের উত্তর তীরে বসতি স্থাপন করে। খ্রিষ্টীয় চতুর্দশ শতাব্দীতে ডিহর শৈবধর্মের একটি কেন্দ্রে পরিণত হয়।[১]

মন্দির[সম্পাদনা]

শরেশ্বর বা শৈলেশ্বর শিবমন্দির ডিহর গ্রামের একটি উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ। মল্লরাজ পৃথ্বীমল্ল ১৩৪৬ সালে এই মন্দির নির্মাণ করেন। লাল ইঁটের এই মন্দিরে অপূর্ব সুন্দর ফুল ও মানবমূর্তি খোদিত আছে। কয়েকটি দেবমূর্তির মুখ ধ্বংস হয়ে গেছে। শিবরাত্রির দিন এখানে প্রচুর ভক্ত সমাগম হয়।[২]

পাদটীকা[সম্পাদনা]

  1. দাস, দীপকরঞ্জন। "দিহার"বাংলাপিডিয়া। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৭ 
  2. "Next weekend you can be at ... Dihar"। The Telegraph, 17 August 2008। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১২