ডায়ালাইসিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Dialysis
Patient receiving dialysis
বিশেষত্বnephrology
আইসিডি-৯-সিএম39.95
মেশD006435
মেডিসিনপ্লাস00743

মানুষ এবং অন্যান্য প্রাণীর শরীরে শারীরিক বিপাকের ফলে যে বর্জ্য তৈরী হয় তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য ছাঁকনি হিসেবে কিডনি কাজ করে। কিডনি শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেকে পানির সাথে মিশিয়ে মূত্র হিসেবে শরীরের বর্জ্য পদার্থ বের করে দেয়। কোন কারণে কিডনি নষ্ট হলে কিডনির পরিবর্তে কৃত্রিম ছাঁকনি ব্যবহার করে তার মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে শরীর থেকে বর্জ্য বের করে দেওয়ার প্রক্রিয়াকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ডায়ালাইসিস্ এবং যে কৃত্রিম ছাঁকনি দিয়ে এ ছাঁকন প্রক্রিয়া করা হয় তাকে বলা হয় ডায়ালাইজার।[১][২]

কখন বা কেন করা হয়[সম্পাদনা]

সাধারণত কিডনি বিকল হলে ডায়ালাইসিস্ করতে হয়। কিডনি বা বৃক্ক এবং এর বিকল্প ডায়ালাইজার তরল পদার্থের ব্যাপন (diffusion) প্রক্রিয়ার মাধ্যমে রক্ত হতে বর্জ্য পদার্থ এবং সূক্ষ ছাঁকন প্রক্রিয়ায় (ultrafiltration) পানি ছেঁকে একে মূত্র হিসেবে শরীর থেকে বের করে দেয় ।[৩]

সাবধানতা[সম্পাদনা]

একই ডায়ালাইজার এর মধ্যে দিয়ে একাধিক রোগীর রক্ত প্রবাহিত করে পরিশোধন করলে রক্তের মাধ্যমে রক্ত বাহিত মারাত্মক সংক্রামক রোগ যেমন হেপাটাইটিস বি হবার সম্ভাবনা থাকে। [৪] তাই, কিডনি রোগীদের চিকিৎসায় ডিসপোজেবল (ব্যবহারের পর ফেলে দেওয়া হয়) ডায়ালাইজার ব্যবহার করা আবশ্যক।[৩]

বিভিন্ন দেশে ডায়ালাইসিস[সম্পাদনা]

যুক্তরাজ্যে[সম্পাদনা]

জাতীয় স্বাস্থ্য পরিষেবা যুক্তরাজ্যে ডায়ালাইসিস প্রদান করে থাকে। ইংল্যান্ডে, পরিষেবাটি NHS ইংল্যান্ড কর্তৃক চালু হয়। প্রতি বছর প্রায় ২৩,০০০ রোগী এই পরিষেবাটি ব্যবহার করে থাকেন।[৫] যে সমস্ত রোগীদের ডায়ালাইসিস সেন্টারে যেতে হয়, তাদের পরিবহন খরচ সাধারণত বিনামূল্যে প্রদান করা হয়। কর্নওয়াল ক্লিনিকাল কমিশনিং গ্রুপ এই বিধানটি ২০১৮ সালে নির্দিষ্ট চিকিৎসা বা আর্থিক কারণ না থাকা রোগীদের জন্য সীমাবদ্ধ করার প্রস্তাব করে। যদিও কিডনি কেয়ার ইউকে-এর নেতৃত্বে একটি প্রচারণার পরে তাদের মত পরিবর্তন করে এবং ন্যূনতম সপ্তাহে তিনবার অথবা ন্যূনতম তিন মাসের জন্য মাসে ছয় বার ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীদের জন্য পরিবহন সেবা দিতে সিদ্ধান্ত নেয়।[৬]

যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে যে বাড়িতে ডায়ালাইসিস করা হাসপাতালে ডায়ালাইসিস গ্রহণের চেয়ে কম ব্যয়বহুল।[৭][৮] যাইহোক, যুক্তরাজ্যের বহু মানুষ নিয়মিত পারস্পরিক যোগাযোগ চালিয়ে যাওয়ার মতো বিভিন্ন কারণে হাসপাতালে ডায়ালাইসিস গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। বাড়িতে ডায়ালাইসিস করার জন্য লোকেদের উত্সাহিত করা NHS-এর জন্য সাশ্রয়ী মূল্যের হতে পারে, সেইসাথে মানুষের সামাজিক এবং পেশাগত জীবনে ডায়ালাইসিসের প্রভাব হ্রাস করতে পারে।[৭][৯]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dialysis"MedicineNet 
  2. "https://en.wikipedia.org/wiki/Dialysis"।  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);
  3. "Atlas of Diseases of the Kidney, Volume 5, Principles of Dialysis: Diffusion, Convection, and Dialysis Machines" (পিডিএফ)। ২০১১-০৭-২৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-০২ 
  4. https://en.wikipedia.org/wiki/Dialysis
  5. Hazell W (১৩ মার্চ ২০১৫)। "Specialised service transfer reconsidered due to incorrect data"Health Service Journal। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৫ 
  6. "CCG backs down over patient transport funding cuts"। Health Service Journal। ১০ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮ 
  7. "Why don't people have kidney dialysis at home?"NIHR Evidence (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-১০। এসটুসিআইডি 251513385 Check |s2cid= value (সাহায্য)ডিওআই:10.3310/nihrevidence_52322 
  8. Roberts G, Holmes J, Williams G, Chess J, Hartfiel N, Charles JM, ও অন্যান্য (জানুয়ারি ২০২২)। "Current costs of dialysis modalities: A comprehensive analysis within the United Kingdom"। Peritoneal Dialysis International: 8968608211061126। এসটুসিআইডি 246239905 Check |s2cid= value (সাহায্য)ডিওআই:10.1177/08968608211061126পিএমআইডি 35068280 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 
  9. Mc Laughlin L, Williams G, Roberts G, Dallimore D, Fellowes D, Popham J, ও অন্যান্য (এপ্রিল ২০২২)। "Assessing the efficacy of coproduction to better understand the barriers to achieving sustainability in NHS chronic kidney services and create alternate pathways"Health Expectations25 (2): 579–606। ডিওআই:10.1111/hex.13391পিএমআইডি 34964215 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)পিএমসি 8957730অবাধে প্রবেশযোগ্য |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য)