তেৎসি চাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(টি.টি.চ্যাং থেকে পুনর্নির্দেশিত)
তেৎসি চাং
張德慈
জন্ম(১৯২৭-০৪-০৩)৩ এপ্রিল ১৯২৭
মৃত্যুমার্চ ২৪, ২০০৬(2006-03-24) (বয়স ৭৮)
মাতৃশিক্ষায়তনসেইন্ট জন’স বিশ্ববিদ্যালয়
নানচিং বিশ্ববিদ্যালয় (বিএসএ, ১৯৪৯)
কর্নেল বিশ্ববিদ্যালয় (এমএসসি, ১৯৫২)
মিনেসোটা বিশ্ববিদ্যালয় (পিএইচডি, ১৯৫৯)
পরিচিতির কারণচাল
পুরস্কারজন স্কট পুরস্কার (১৯৬৯)
পরিবেশ বিষয়ক উন্নয়ন সংক্রান্ত টাইলার পুরস্কার (১৯৯৯)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকৃষিবিজ্ঞান
পরিবেশবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহইরি
Author abbrev. (botany)টি. টি. চাং

তেৎসি চাং বা টি. টি. চাং (সরলীকৃত চীনা অক্ষর: 张德慈; প্রথাগত চীনা অক্ষর: 張德慈) (জন্ম: ১৯২৭, সাংহাই; মৃত্যু: ২০০৬) একজন বিখ্যাত চীনা কৃষি ও পরিবেশবিদ ছিলেন।

জীবনী[সম্পাদনা]

চাং ১৯২৭ সালের ৩ এপ্রিল সাংহাইয়ের একটি “শিক্ষিত-অভিজাত” পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সাংহাইয়ের সেইন্ট জনস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং বক্সার রেবেলিয়ন ইনডেমনিটি স্কলারশিপ প্রোগ্রাম জিতেন এবং যুক্তরাষ্ট্র থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন। চাং এর বড় তিন বোন ও একটি ছোট ভাই ছিল।[১]

চাং সাংহাইয়ের সেইন্ট জনস স্কুল (সেইন্ট জনস বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি মাধ্যমিক বিদ্যালয়) থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন। চাং প্রথম দিকে সাংহাইয়ের সেইন্ট জনস বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞানের উপর লেখাপড়া করেন যেখানে তার পিতা একসময় লেখাপড়া করেছিলেন। একবছর পর চাং নানচিং বিশ্ববিদ্যালয়ে চলে আসেন এবং কৃষি এবং উদ্যানবিজ্ঞান বিষয়ে গুরুত্ব দিয়ে পড়েন।[১]

স্নাতক পাওয়ার পর চাং কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌ-এ কৃষি কাউন্সিলে কাজ করেন। এই সময়ে সেন টিসুং-হান (১৮৯৫-১৯৮০, 沈宗瀚, জন্মস্থান নিংপো, চচিয়াং; মৃত্যু তাইপে, তাইওয়ান) ছিলেন তার শিক্ষকদের মধ্যে একজন। সেন কৃষি কাউন্সিলের প্রাক্তন ডিরেক্টর জেনারেলদের একজন [১]

১৯৫০ সালে চাং তাইওয়ান চলে আসেন এবং কৃষি মন্ত্রণালয়ে একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। ১৯৫২ সালে চাং, সেনের পরামর্শে উদ্ভিদ বংশাণুবিজ্ঞান পড়ার উদ্দেশ্যে কর্নেল বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। সেন ও এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন (সেন কর্নেল থেকে পিএইচডি লাভ করেন)। চাং ১৯৫৪ সালে কর্নেল থেকে এমএসসি লাভ করেন এবং ইউনিভার্সিটি অফ মিনেসোটা লেখাপড়া চালিয়ে যান যেখান থেকে তিনি ১৯৫৯ সালে পিএইচডি লাভ করেন।[১]

১৯৫৯ সালে চাং তাইওয়ান ফিরে যান। যাইহোক, তাইওয়ানে দুই বছর থাকার পর তিনি ফিলিপাইন যান এবং সেখানকার লাগুনা প্রদেশের লস বানোসে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট-এ (ইরি) কাজ করেন। ১৯৬২-১৯৯১ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক ধান জার্মপ্লাজম কেন্দ্রের দায়িত্ব সামলান। টি. টি. চাং জেনেটিক রিসোর্স সেন্টার (বংশাণু সম্পদ কেন্দ্র) তার নামেই করা হয়েছে।[২]

পুরস্কার এবং সম্মাননা[সম্পাদনা]

চাং যেসমস্ত পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন তাদের তালিকা:[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. 謝兆樞। "張德慈院士生平簡介(Brief Introduction to T.T. Chang's Life)" (চীনা ভাষায়)। National Taiwan University। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১০ 
  2. "Dr. T.T. Chang, Ph.D." (পিডিএফ)Journal of Genetics and Molecular Biology। Vol. 17, No. 2, 67-80, June 1, 2006। সংগ্রহের তারিখ May 17, 2010  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "1999 Tyler Laureates"University of Southern California। ২৭ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]