জর্জ ব্যানক্রফ্‌ট (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জ ব্যানক্রফ্‌ট
George Bancroft
জন্ম(১৮৮২-০৯-৩০)৩০ সেপ্টেম্বর ১৮৮২
মৃত্যু২ অক্টোবর ১৯৫৬(1956-10-02) (বয়স ৭৪)
সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিউডলন মেমোরিয়াল সেমেটারি, সান্তা মনিকা
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯২৫-১৯৫৬

জর্জ ব্যানক্রফ্‌ট (ইংরেজি: George Bancroft; জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৮৮২ - ২ অক্টোবর ১৯৫৬)[১] ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। ১৯২৫ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তার কর্মজীবনের ব্যপ্তি ছিল ত্রিশ বছরের অধিক। এই সময়ে তিনি অসংখ্য চলচ্চিত্রে হলিউডের অন্যতম তারকাদের সাথে অভিনয় করেছেন। তিনি থান্ডারবোল্ট (১৯২৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল দ্য উল্‌ফ অব ওয়াল স্ট্রিট (১৯২৯), প্যারামাউন্ট অন প্যারেড (১৯৩০), ব্লাড মানি (১৯৩৩), মিস্টার ডিডস গোজ টু টাউন (১৯৩৬) এবং অ্যাঞ্জেলস উইথ ডার্টি ফেসেস (১৯৩৮)।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জর্জ ব্যানক্রফ্‌ট ১৮৮২ সালের ৩০শে সেপ্টেম্বর পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ম্যারিল্যান্ডের পোর্ট ডেপোজিটের টমস ইনস্টিটিউটে পড়াশোনা করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Silent Era : People"সাইলেন্ট এরা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৮ 
  2. ক্যাচমার, জর্জ এ. (২০০৯)। A Biographical Dictionary of Silent Film Western Actors and Actresses (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন 9781476609058। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]