জন রবিনসন পিয়ার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন রবিনসন পিয়ার্স
জন রবিনসন পিয়ার্স
জন্মমার্চ ২৭, ১৯১০ (1910-03-27)
মৃত্যু২ এপ্রিল ২০০২(2002-04-02) (বয়স ৯২)
জাতীয়তাAmerican
পুরস্কারস্টুয়ার্ট ব্যালেন্টাইন মেডেল (১৯৬০)
আইইইই এডিসন মেডেল (১৯৬৩)
আইইইই মেডেল অব অনার (১৯৭৫)
মার্কনি প্রাইজ (১৯৭৯)
জাপান প্রাইজ (১৯৮৫)
চার্লস স্টার্ক ড্র্যাপার প্রাইজ (১৯৯৫)

জন রবিনসন পিয়ার্স একজন মার্কিন প্রকৌশলী।

জীবনী[সম্পাদনা]

পিয়ার্স ক্যালটেক থেকে ১৯৩৩ সালে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর্স, ১৯৩৪ সালে মাস্টার্স এবং ১৯৩৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭১ সালে ক্যালটেকে অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ৯০টি প্যাটেন্টের অধিকারী। [১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]