জন ফ্রাঙ্কেনহাইমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন ফ্রাঙ্কেনহাইমার
John Frankenheimer
জন্ম(১৯৩০-০২-১৯)১৯ ফেব্রুয়ারি ১৯৩০
মৃত্যু৬ জুলাই ২০০২(2002-07-06) (বয়স ৭২)
পেশাচলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৪৮-২০০২
দাম্পত্য সঙ্গীক্যারোলিন মিলার (১৯৫৪-১৯৬২)
ইভান্স ইভান্স (১৯৬৩-২০০২)

জন মাইকেল ফ্রাঙ্কেনহাইমার (ইংরেজি: John Michael Frankenheimer) (১৯ ফেব্রুয়ারি, ১৯৩০ – ৬ জুলাই, ২০০২) একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে দ্য মানচুরিয়ান ক্যান্ডিডেট (১৯৬২), বার্ডম্যান অফ আলকাটরাজ (১৯৬২), দ্য ট্রেইন (১৯৬৪), এবং সেভেন ডেস ইন মে (১৯৬৪)।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ফ্রাঙ্কেনহাইমারের জন্ম হয়েছিলো নিউ ইয়র্কের মালবা, কুইন্স-এ। তার মা হেলেন মেরি (জন্মনাম শিডি) এবং বাবা ওয়াল্টার মার্টিন ফ্রাঙ্কেনহাইমার ছিলেন একজন স্টকব্রোকার।[১][২] ফ্রাঙ্কেনহাইমার ভেবেছিলেন অভিনেত্রী অ্যালি শিডির সাথে আত্নীয়তার সম্পর্ক আছে।[৩] ফ্রাঙ্কেনহাইমারের বাবা ছিলেন একজন জার্মান বংশদ্ভূত ইহুদি এবং মা ছিলেন একজন আইরিশ ক্যাথলিক। ফ্রাঙ্কেনহাইমার নিজেও একজন ক্যাথলিক হিসেবেই বেড়ে ওঠেন।[৪][৫] ১৯৫১ সালে তিনি ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে তারা স্নাতক সম্পন্ন করেন। কোরিয়ান যুদ্ধে মার্কিন বিমান বাহিনীতে লেফটেন্যান্ট পদে কর্মকরত থাকাকালীন তার চলচ্চিত্র নির্মাণের অভিষেক ঘটে। তিনি তখন বিমান বাহিনীর জন্য একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। পরবর্তীতে এটিই তার চলচ্চিত্র পরিচালনায় আগ্রহ জাগায় এবং সামরিক জীবনের শেষে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে তার নতুন পেশাজীবন শুরু করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Moritz, Charles (১৯৬৪)। Current biography yearbook‎। H.W. Wilson Company। পৃষ্ঠা 135। 
  2. "Hollywood director John Frankenheimer dies at 72"। ২০ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০০৯ 
  3. Champlin, Charles (১৯৯৫)। John Frankenheimer : a conversation‎বিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। Riverwood Press। পৃষ্ঠা 3  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  4. John Frankenheimer, 72; Director Was Master of the Political Thriller
  5. Issues raised by the career of US filmmaker John Frankenheimer

আরো পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]