জন পেট্রুচ্চি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন পেট্রুচ্চি
জন পেট্রুচ্চি , ২০১৫
জন পেট্রুচ্চি , ২০১৫
প্রাথমিক তথ্য
জন্মনামজন পিটার পেট্রুচ্চি
জন্ম (1967-07-12) ১২ জুলাই ১৯৬৭ (বয়স ৫৬)
নিউয়র্ক, যুক্তরাষ্ট্র
ধরনপ্রোগ্রেসিভ মেটাল, হেভি মেটাল, প্রোগ্রেসিভ রক
পেশাসঙ্গীতজ্ঞ, গীতিকার, সঙ্গীত প্রযোজক
বাদ্যযন্ত্রগিটার, ব্যাক-আপ ভোকাল
কার্যকাল১৯৮৪-বর্তমান
লেবেলরোডরানার রেকর্ডস, সাউন্ড মাইন্ড মিউজিক, ম্যাগনা কার্টা
ওয়েবসাইটwww.johnpetrucci.com

জন পিটার পেট্রুচ্চি (ইংরেজি: John Peter Petrucci, জন্ম ১২ জুলাই ১৯৬৭) একজন আমেরিকান গিটারিস্ট, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক। ড্রিম থিয়েটার প্রগ্রেসিভ মেটাল ব্যান্ডের গিটারিস্ট হিসেবেই তিনি সুপরিচিত। ব্যান্ডটির প্রাক্তন ড্রামার মাইক পর্টনয়-এর সাথে তার সঙ্গীত প্রযোজনার প্রোডাকশন রয়েছে। জন-কে জীবন্ত কিংবদন্তি মানা হয়। তিনি রিনা স্যান্ডস-এর সাথে ১৯৯৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১] গিটার ওয়ান ম্যাগাজিন তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০ জন গিটারিস্টের মধ্যে একজন হিসেবে আখ্যায়িত করেছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dave Mustaine Discusses 'The 100 Greatest Metal Guitarists'"। Ultimate-Guitar। 
  2. "Top Shredders of All Time"। RandyCiak.com। ২০০৮-০৩-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-২৬